West Bengal News Live Updates: রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত ১ হাজারেরও বেশি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: ভুবনেশ্বরের এইমসে (AIIMS) হবে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) শারীরিক পরীক্ষা। এয়ার অ্যাম্বুল্যান্সে (Air Ambulance) পার্থর সঙ্গে আইনজীবী ও চিকিৎসক। ইডির (ED) চ্যালেঞ্জ মামলায় নির্দেশ হাইকোর্টের (High Court)। বিকেলে ইডির বিশেষ আদালতে শুনানি।
হেফাজত এড়াতে অসুস্থতার নাটক পার্থর। হাইকোর্টে সওয়াল ইডির আইনজীবীর। সাধারণ মানুষ হিসেবে এসএসকেএমের চিকিৎসকদের ভূমিকায় খুশি নই, পর্যবেক্ষণ বিচারপতির।
গ্রেফতারির পর তৃণমূলে স্বপদে বহাল পার্থ চট্টোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ হোক। ইডির তথ্য-প্রমাণকে আদালত মান্যতা দিলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। জানালেন কুণাল।
পার্থর টাকায় সমৃদ্ধ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই বললে হবে না, খোঁচা বিকাশের। তৃণমূল কাউকে অন্যায় করতে বলেনি। পাল্টা কুণাল।
গ্রুপ ডি নিয়োগেও নাম জড়াল পার্থর। বাড়িতে উদ্ধার ’১৬-র রেজাল্ট, অ্যাডমিট কার্ড। আপার প্রাইমারির ৪৮ জন চাকরিপ্রার্থীর রোল নম্বর, হাইকোর্টে দাবি ইডির।
অর্পিতাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় ইডির কনভয়ে ধাক্কা অন্য গাড়ির। দুর্ঘটনা ঘটলেও সুরক্ষিত পার্থ ঘনিষ্ঠ। অর্পিতার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতার জামিনের আবেদন খারিজ। একদিনের ইডি হেফাজত। আলিবাবার বাক্সর মতো উদ্ধার টাকা, গয়না। টাকা কোথা থেকে এল ? আদালতে সওয়াল ইডির আইনজীবীর।
অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার ২১ কোটি ৯০ লক্ষ টাকা। পেঁয়াজের খোসা ছাড়ালে আরও তথ্য। আদালতে সওয়াল ইডির আইনজীবীর। খোসা ছাড়ালে শূন্য পাবে, পাল্টা অর্পিতার আইনজীবী।
বিলাসবহুল জীবনযাপন পার্থ ঘনিষ্ঠ অর্পিতার। কবার বিদেশ গিয়েছিলেন ? আর কী সম্পত্তি আছে ? অর্থের যোগান কোথা থেকে আসত ? তথ্য পাওয়ার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।
কোনও দল করি না, দাবি অর্পিতার। ২১ জুলাইয়ের মঞ্চে ছিলেন। ছবি পোস্ট করে দাবি শুভেন্দুর। অরাজনৈতিক রক্তদান শিবিরের অনুষ্ঠানের ছবি দিয়ে ভুয়ো পোস্ট, পাল্টা দেবাংশু।
২০১৩-১৪ সালের কেলেঙ্কারি নিয়ে অভিযোগ। নোটবন্দির পর এত টাকা এল করে ? উদ্ধার নোটগুলি নোটবন্দির পরের নোট। দাবি কুণালের। কুযুক্তি দিয়ে পাপ ঢাকা যাবে না। পাল্টা দিলীপ।
ওড়িশা থেকে রাইসিনা। পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ দ্রৌপদী মুর্মুর। বিদায় সম্ভাষণে মোদি সরকারের প্রশংসায় কোবিন্দ। তরুণ প্রজন্মকে ছিন্নমূল না হওয়ার ডাক।
বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন। যোগাযোগের সময়ই রাজ্যকে বলা হয় অসম্মতির কথা। জানাল নোবেলজয়ী অর্থনীতিবিদের পরিবার। তবে, জানানো হয়নি কারণ।
WB News Live Updates: আরও একটি বাড়ি ঘিরে উঠছে প্রশ্ন
পার্থ-অর্পিতার গ্রেফতারির পর, একের পর এক সম্পত্তির মালিকানা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ড, রাজডাঙা মেন রোডে ওপর একটি ৪ তলা বাড়ি নিয়েও প্রশ্ন। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের ওয়েবসাইট লেখা, বাড়ির মালিক অর্পিতা মুখোপাধ্যায়। ইনিই কি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা? উঠছে প্রশ্ন।
West Bengal News Live Updates: ৪৮ ঘণ্টা অন্তর শারীরিক পরীক্ষা
৪৮ ঘণ্টার ব্যবধানে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল টেস্টের নির্দেশ।
WB News Live Updates: অগস্ট পর্যন্ত ইডি-হেফাজত
৩ অগাস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজত।
West Bengal News Live Updates: আজ রাতে ভুবনেশ্বরেই থাকছেন পার্থ চট্টোপাধ্যায়
আজ রাতে ভুবনেশ্বরেই থাকছেন পার্থ চট্টোপাধ্যায়। কাল আনা হবে কলকাতায়। খবর ইডি সূত্রে।
WB News Live Updates: পার্থ-অর্পিতার হেফাজতের আর্জি ইডির, শুনানি শেষ, রায়দান স্থগিত
পার্থ-অর্পিতার হেফাজতের আর্জি ইডির, শুনানি শেষ, রায়দান স্থগিত। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য ইডির বিশেষ আদালতে আর্জি। কম সময়ের ইডি হেফাজতের আবেদন অর্পিতার আইনজীবীর। পার্থর ১৪ দিন, অর্পিতার ১৩ দিনের হেফাজত চেয়ে সওয়াল ইডির।