West Bengal News Live: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা গ্রেফতার
West Bengal News Live Updates : এক ক্লিকে জেলা থেকে জেলার খবরের লেটেস্ট আপডেট
LIVE
Background
কলকাতা : কালিয়াগঞ্জকাণ্ডে (Kaliaganj) ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), রাজ্য পুলিশের (Police) ডিজি (DG)-কে ভর্ৎসনা। 'কেন সক্রিয় ছিল না পুলিশ? গন্ডগোলের খবর আগাম কেন পেল না গোয়েন্দারা? কেন পুলিশ সক্রিয় ছিল না?কেন ঘটল এমন ঘটনা? নবান্নে (Nabanna) রাজ্য পুলিশের (West Bengal Police ) ডিজি-কে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
২১-এর বিধানসভা নির্বাচনে, কোচবিহার জেলায় ৯টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয় বিজেপি (BJP)। দুটিতে জেতে তৃণমূল (TMC)। সেই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এদিন বলেন, ' মোদির প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে ২০১৯ সালে মানুষ বিজেপি-কে ভোট দিয়েছিল। কেন্দ্রীয় সরকার (Central Government) জোর করে বাংলার বাড়ি তৈরির টাকা আটকে রেখেছে। আগামীদিনে জল, কল, মাথার ওপর ছাদ, পেটের খাবারের দাবিতে ভোট দেবেন'
২ মাসের জনসংযোগ যাত্রায় তাঁবুতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৈরি হয়েছে দুধসাদা রঙের পিরামিড আকৃতির তাঁবু। যার একেকটির উচ্চতা ১০ ফুট। ৩০ ফুট জায়গা জুড়ে তৈরি তাঁবুর মেঝেতে কার্পেট পাতা রয়েছে। থাকছে ক্যাম্প খাট, চেয়ার ও স্ট্যান্ড ফ্যান।
২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যের লক্ষ্য়ে সাক্ষাতে নীতিশ-তেজস্বী-মমতা। নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে আধ ঘণ্টারও বেশি সময় ধরে হল বৈঠক। ব্যক্তিগত ইগোকে দূরে সরিয়ে একসঙ্গে কাজের বার্তা দিয়েছেন মমতা। গোটাটাই আঞ্চলিক দলের নতুন করে রাজনৈতিক আক্রমণ বাড়ানোর চেষ্টা বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
'মমতার তৃণমূল হয়তো উঠে গেছে। দলে পুরনো লোক আর কে কে আছে হয়তো সেটাই দেখতে গেছেন। আলেকজান্ডার যেমন ভারত অভিযানে এসেছিলেন।' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাকে কটাক্ষ দিলীপ ঘোষের।
অবশেষে চালু হচ্ছে স্নাতকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি-প্রক্রিয়া। এক পোর্টালেই করা যাবে আবেদন ও ভর্তি। কলেজে নয়, ফি জমা দিতে হবে সংসদের অ্যাকাউন্টে।
WB News LIVE Updates: হেস্টিংসে এক তরুণীর মৃতদেহ উদ্ধার
হেস্টিংসে এক তরুণীর মৃতদেহ উদ্ধার। বুধবার সকালে হেস্টিংস হাউসের ভিতরের হোস্টেলে নিজের ঘর থেকে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম জয়শ্রী মণ্ডল। তিনি এমএড দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মঙ্গলবারই বাড়ি থেকে ফেরেন ওই তরুণী। প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা জানতে তদন্তে নেমেছে আলিপুর থানার পুলিশ।
West Bengal News LIVE Updates: যৌথ-মঞ্চে টানাপোড়েন!
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ও তাঁর সহযোগীর বিরুদ্ধে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন এক সরকারি কর্মচারী। দেবপ্রসাদ হালদার নামে ওই ব্যক্তি, এই নিয়ে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এমনকি, সেনাকেও অভিযোগপত্র পাঠিয়েছেন। পাল্টা দেবপ্রসাদ হালদারের বিরুদ্ধে মামলা লড়ার খরচে অনিয়মের অভিযোগ তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ।
WB News LIVE Updates: নিয়োগ-বিতর্কেও সুকন্য়া-যোগ
শুধু গরু পাচার মামলাই নয়, নিয়োগ দুর্নীতির অভিযোগেও জড়িয়েছিল সুকন্য়া মণ্ডলের নাম। অভিযোগ উঠেছিল, টেট ফেল করেও বাড়ির কাছে প্রাইমারি স্কুলে চাকরি পান অনুব্রত-কন্যা। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, চাকরি পাওয়ার পর, একদিনও স্কুল যাননি! বাড়িতেই পৌঁছে যেত হাজিরার খাতা!
West Bengal News LIVE Updates: ৩ মন্ত্রীকে মমতার প্রশ্ন!
নতুন কোনও প্রকল্প নিতে গেলে ওপরমহলের সঙ্গে কথা বলে নিতে হবে। নবান্নে আজ সব দফতরের মন্ত্রীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ইস্যুতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয় সেচমন্ত্রী, জনস্বাস্থ্য কারিগরি ও পর্যটনমন্ত্রীকে।
West Bengal News LIVE Updates: হাতজোড় করে প্রাণভিক্ষা চেয়েও রেহাই পেল না পুলিশ, ঝরল রক্ত
কালিয়াগঞ্জে আক্রান্ত উর্দি, বিজেপির চক্রান্তের তত্ত্ব মুখ্যমন্ত্রীর। থানার কাছে বাড়িতে লুকিয়েও রেহাই পেলেন না পুলিশকর্মীরা। ঘরের মধ্যে ঢুকে অসহায়ভাবে মার খেলেন পুলিশকর্মীরা! খাটের নীচ থেকে বের করে পুলিশকে লাঠি দিয়ে এলোপাথাড়ি মার। হাতজোড় করে প্রাণভিক্ষা চেয়েও রেহাই পেল না পুলিশ, ঝরল রক্ত