WB News Live Updates: রাজ্যে নিম্নমুখী করোনার সংক্রমণ, ১ দিনে মৃত্যু ৩৬ জনের
Get the latest West Bengal News and Live Updates:পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধর। দেশের সংস্কৃতিকে অপমান কমিউনিস্টদের। আক্রমণ দিলীপের। বিভাজনকারী দলের পুরস্কার প্রত্যাখ্যান, প্রতিক্রিয়া বিকাশের
LIVE
Background
কলকাতা: পদ্মশ্রী (Padmashree) ফেরালেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee)। বিদ্বেষ থেকে পদ্মশ্রীর প্রস্তাব। ছাত্রতুল্যও নয়, এমন দুজনকে পদ্মভূষণ দিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান, প্রতিক্রিয়া কবীর সুমনের।
বাঙালি বলেই বঞ্চনা। কোন শিল্পীকে কী সম্মান, জানেই না কেন্দ্র, সমালোচনা সাহিত্যিক আবুল বাশারের। সম্মানের নামে প্রহসন, বেদনাহত। প্রতিক্রিয়া শুভাপ্রসন্নর।
পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধর। দেশের সংস্কৃতিকে অপমান কমিউনিস্টদের। আক্রমণ দিলীপের। বিভাজনকারী দলের পুরস্কার প্রত্যাখ্যান, প্রতিক্রিয়া বিকাশের। বাম ভোট পেতেই পুরস্কার, কটাক্ষ কুণালের।
সংঘাতের রেশ রেড রোডেও। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সৌজন্য দেখালেও আগাগোড়া কাঠিন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল এগিয়ে না আসা পর্যন্ত ওঠেননি চেয়ার ছেড়ে।
বিধানসভায় বেনজির সংঘাত। কড়া বার্তা অধ্যক্ষের। (এরপর নিজে থেকে বিধানসভায় এলে কারণ জানতে চাইব,অধ্যক্ষের রাজ্যপাল-বার্তা।
রেড রোডে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন। অনুষ্ঠানে প্রথমবার আমন্ত্রণ নয় বিরোধী দলনেতাকে। করোনাকালে বাদ বেশকিছু মন্ত্রীও।
সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে রাজপথে কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের ট্যাবলোর থিম নেতাজি। দিল্লিতে বাদ, প্রজাতন্ত্র দিবসে রেড রোডে বাংলার নেতাজি ট্যাবলোর প্রদর্শনী।
সল্টলেকে বেপরোয়া দুষ্কৃতী দৌরাত্ম্য। ৪ মাস ধরে প্রায়শই চুরির অভিযোগ। পুলিশ কামড়ে ফেরার, ৪৮ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা। আতঙ্কিত বাসিন্দারা। তল্লাশি চলছে, জানাল পুলিশ।
West Bengal News Live: তীব্র শব্দে কেঁপে উঠল সল্টলেকের বিএ ব্লক
তীব্র শব্দে কেঁপে উঠল সল্টলেকের বিএ ব্লক। একটি গেস্ট হাউসের চার তলার ঘরের দরজা ভেঙে উদ্ধার করার হল এক দগ্ধ মহিলাকে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে পেট্রোলের বোতল ও দেশলাই। ঘটনাটি ঘটেছে আজ রাত সাড়ে ৮টা নাগাদ। তীব্র শব্দে শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।
West Bengal News Live: তীব্র শব্দে কেঁপে উঠল সল্টলেকের বিএ ব্লক
তীব্র শব্দে কেঁপে উঠল সল্টলেকের বিএ ব্লক। একটি গেস্ট হাউসের চার তলার ঘরের দরজা ভেঙে উদ্ধার করার হল এক দগ্ধ মহিলাকে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে পেট্রোলের বোতল ও দেশলাই। ঘটনাটি ঘটেছে আজ রাত সাড়ে ৮টা নাগাদ। তীব্র শব্দে শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।
WB News Live Updates: যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও চাকরি না পাওয়ার অভিযোগ
যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও চাকরি না পাওয়ার অভিযোগ। হাজরা মোড়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ আটকাল পুলিশ। এদিন মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পথেই পুলিশ আটকালে ধস্তাধস্তি শুরু হয়। শারীর শিক্ষা, কর্ম শিক্ষার চাকরির প্রার্থীরা বিক্ষোভ দেখায় এদিন। আত্মহত্যার হুমকি দিয়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ।
West Bengal News Live: শিলিগুড়ির মেধাবী ছাত্র সোমনাথ সাহার আত্মহত্যায়
হোয়াইট বোর্ডে অঙ্কের আঁকিবুকি। পাশে একট্টা ছোট্ট স্মাইলি। লেখা 'মা আই কুইট'। শিলিগুড়ির মেধাবী ছাত্র সোমনাথ সাহার আত্মহত্যায় শোকস্তব্ধ ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকা। ঘটনাপ্রবাহ যেন মনে করিয়ে দেয় প্রখ্যাত হিন্দি সিনেমা 'ত্রি ইডিয়েটস'-এর সেই হৃদয় বিদারক দৃশ্য। যেখানে অত্যন্ত প্রতিভাবান এক ছাত্র পড়াশোনার চাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আর বোর্ডে লিখে গিয়েছিল 'আই কুইট'। শিলিগুড়ির পড়ুয়াও অবশ্য ঠিক কোন কারণে আত্মহননের পথ বেছে নিয়েছে, তা নিয়ে রয়েছে প্রবল ধোঁয়াশা। দুপুরের খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরের পড়াশোনা করছিল সে। বিকেলে সোমনাথের ঠাকুমা ঘরে ঢুকে দেখেন ফ্যান থেকে ঝুলছে সোমনাথ।
WB News Live Updates: কলকাতার নারকেলডাঙায় ক্যালকাটা জুটমিলে ঝুলল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস
কলকাতার নারকেলডাঙায় ক্যালকাটা জুটমিলে ঝুলল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। আজ সকালে কাজে এসে কারখানা বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিক মন্দার কারণেই মিল বন্ধ রাখা হয়েছে।