West Bengal News Live : পঞ্চায়েত ভোটের আগে বাংলায় জাতপাতের রাজনীতিতে শান ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে
WB News Live : রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা : ঝাড়গ্রামে (Jhragram) অভিষেকের (Abhishek Banerjee) কনভয়ে হামলার দায় বিজেপির দিকে ঠেলল তৃণমূল। 'দিলীপ ঘোষ সেল্ফগোল করে ফেলার পর বিজেপির (BJP) মেকআপ করা খুব দরকার ছিল। হলুদ ফেট্টি মাথায় বেঁধে বিজেপির গুন্ডাদের প্ল্যান করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কুর্মিদের (Kurmi) সঙ্গে কথা বলেছেন। তারপর কোনও কুর্মি এই কাজ করবেন না', ট্যুইট তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।
বাঁশের ব্রিজ ভেঙে চূর্ণী নদীতে পড়ল যাত্রী বোঝাই বোলেরো গাড়ি। বৃহস্পতিবার রাতে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জের শিবনিবাস এলাকায়।জানা গিয়েছে, তিন মদ্যপ ব্যক্তি শিবনিবাস মন্দির থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য কংক্রিটের ব্রিজ থাকলেও ওই নড়বড়ে বাঁশের ব্রিজ দিয়ে পারাপার করার চেষ্টা করেন তাঁরা বলে দাবি স্থানীয়দের। স্থানীয় ঘাট মালিক তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা তাঁর কথা না শুনে ওই ব্রীজ দিয়েই পাড় হওয়ার চেষ্টা করে। নদীর মাঝখানে যেতেই হুড়মুড়িয়ে ব্রিজ ভেঙে চূর্ণী নদীতে পড়ে যায় যাত্রী-সহ গাড়িটি। মুহুর্তেই গাড়িটি চূর্ণী নদীর জলে তলিয়ে যায়।স্থানীয়দের তৎপরতায় গাড়ির মধ্যে থাকা তিন ব্যক্তিকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা।
রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। কালিয়াগঞ্জ, শীতলকুচির পর ভাটপাড়ায় পুলিশের উপর হামলার অভিযোগ। গতকাল বিকেলে নাকা চেকিংয়ের সময় আক্রান্ত হয় পুলিশ। হেলমেটহীন বাইক আরোহীকে ধরতে গেলে হামলা করা হয় বলে অভিযোগ। এক এএসআই ও র্যাফের ৩ কর্মীকে আঁচড়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জনৈক এক ব্যক্তির আবেদনে সাড়া দিয়ে রবীন্দ্র সরোবরে যজ্ঞ করার অনুমতি দিল জাতীয় পরিবেশ আদালতের দিল্লির বেঞ্চ। এই রায়ে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবেশবিদ সুভাষ দত্ত। যেখানে ছট পুজো বন্ধ করা হয়েছিল, সেখানে কী করে যজ্ঞ করার অনুমতি দিল দিল্লির বেঞ্চ। চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত সুভাষ দত্তের।
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুলিশ আইনি ব্যবস্থা নেবে বলে শালবনিতে বললেন মমতা। এদিকে, হামলার ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্বে একমত হয়েও সিবিআই তদন্তের দাবি তোলা হল কুড়মিদের তরফে।
WB News Live : পঞ্চায়েত ভোটের আগে বাংলায় জাতপাতের রাজনীতিতে শান ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে
কোটি কোটি টাকা ছড়িয়ে আদিবাসী ও কুর্মিদের মধ্যে লড়াই লাগাতে চাইছে বিজেপি। শালবনির সভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জাতপাতের প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করেছেন শুভেনদু অধিকারীও। পঞ্চায়েত ভোটের আগে বাংলায় জাতপাতের রাজনীতিতে শান? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
West Bengal News Live : বাংলার দুর্গা পুজোর থিম সংস্কৃতি পৌঁছে যাচ্ছে সুদূর মার্কিন মুলুকে
বিদেশেও এবার থিম পুজো। বাংলার দুর্গা পুজোর থিম সংস্কৃতি পৌঁছে যাচ্ছে সুদূর মার্কিন মুলুকে। বিশেষ ভাবনায় দুর্গা পুজো আয়োজনে উদ্য়োগী হয়েছে আমেরিকার নিউজার্সির দুর্গা পুজো উদ্যোক্তা উৎসব। শিল্পী ভরতোষ সুতার ফুটিয়ে তুলছেন ভাবনা।
WB News Live : দক্ষিণ ২৪ পরগনার কুলপির বেলপুকুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের
ফের বেপরোয়া গতির বলি দুই। দক্ষিণ ২৪ পরগনার কুলপির বেলপুকুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। আহত হন ৩ জন। গতকাল রাত ৯টা নাগাদ ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। তিন আত্মীয় মিলে একটি বাইকে চড়ে কুলপি থেকে নিশ্চিন্তপুরের দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টো দিক থেকে আসা আরেকটি বাইক ও মোটরভ্যানে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে মাইল স্টোনে ধাক্কা মেরে বাইক থেকে ছিটক পড়েন তিন আরোহী। হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রথম বাইকের এক আরোহী, দ্বিতীয় বাইকের চালক ও মোটরভ্যান চালক হাসপাতালে ভর্তি।
West Bengal News Live : ব্যারাকপুরে শ্যুটআউটের পর, চরমে উঠেছে অর্জুন সিং ও সৌগত রায়ের বাগযুদ্ধ
ব্যারাকপুরে শ্যুটআউটের পর, চরমে উঠেছে অর্জুন সিং ও সৌগত রায়ের বাগযুদ্ধ। আজ অর্জুন সিং বলেন, জুটমিল নিয়ে খবরই রাখেন না সৌগত রায়। পাল্টা, জবাব দিয়েছেন সৌগত রায়ও।