West Bengal News Live: দুর্ঘটনার কবলে কাঁচা-বাদামখ্যাত ভুবন বাদ্যকার, হাসপাতালে ভর্তি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: আমতাকাণ্ডে (Amta) এবার পাল্টা পথে নামছে তৃণমূল (TMC)। কাল রামলীলা পার্ক (Ramleela Park) থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ। আনিস খুনে সিবিআই (CBI) তদন্তের দাবিতে আজ পাঁচলায় পুলিশ সুপারের অফিসের সামনে চলে বিক্ষোভ। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কাল আনিসের দেহ আনতে যাবে পুলিশ (Police)।
জয়নগর-মজিলপুরে ডিসিআরসির কাছে গুলি চালানোর অভিযোগ! কংগ্রেসের অভিযোগ, গুলি চালিয়েছে তৃণমূল! অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। কংগ্রেস প্রার্থীর এজেন্টকে মারধর করার অভিযোগে কংগ্রেস ও তৃণমূল প্রার্থীর মধ্যে হাতাহাতির উপক্রম হয়।
পুরভোট শুরু হতে না হতেই একাধিক পুর এলাকায় ইভিএম ভাঙচুর। বসিরহাট, বারাসাত ও হরিণঘাটায় গ্রেফতার করা হয়েছে বিজেপি প্রার্থীকে। জঙ্গিপুরে বুথে ঢুকে ইভিএম ভাঙচুর করেন বিজেপি নেতা।
বহিরাগতদের দাপাদাপি, বুথ দখল, ভোটারদের বাধা থেকে অন্যের হয়ে ভোট দেওয়া। রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে এরকম গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠল। কালনা থেকে কামারহাটি, সর্বত্র একই ছবি।
উত্তর দমদম থেকে কাঁথি, শ্রীরামপুর। পুরভোটের খবর সংগ্রহ করতে গিয়ে, আক্রান্ত হলেন তিনটি সংবাদমাধ্যমের ন’জন প্রতিনিধি। উত্তর দমদমে এবিপি আনন্দর রিপোর্টারকে মেরে ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়। কাঁথিতে মেরে মুখ-চোখ ফাটিয়ে দেওয়া হয় এবিপি আনন্দর ক্যামেরাপার্সনের। দু’টি ঘটনায় পাঁচজন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে কমিশন।
পুরনির্বাচনে ব্যাপক ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। একটি ভিডিও দেখিয়ে অভিযোগ করলেন, হুগলির শ্রীরামপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ভারতী সেন। ভিডিও দেখিয়ে তাঁর দাবি, ভিডিওটি তোলা হয়েছে ১৩৪ নম্বর বুথে। যদিও হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি ও জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর দাবি, এই ভিডিওর কোনও সত্যতা নেই। তৃণমূলের বদনাম করার জন্য সিপিএম নিজে এই কাজ করেছে।
WB News Live Updates: মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোল রুম মধ্যশিক্ষা পর্ষদের
মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোল রুম খুলল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার থেকেই চালু হয়েছে কন্ট্রোল রুম। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এখানে ফোন করে পরীক্ষা সংক্রান্ত যেকোনও বিষয় জানতে পারবেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। করোনার কারণে গতবছর পরীক্ষা হয়নি। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ। কন্ট্রোল রুমের দু’টি ফোন নম্বর হল- ০৩৩ ২৩২১৩৮২৭ এবং ০৩৩ ২৩৫৯২২৭৪
West Bengal News Live Updates: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। হাসপাতাল সুত্রে দাবি, ওই রোগী পাইপ বেয়ে পালানোর চেষ্টা করেন। সেই চেষ্টা করতে গিয়ে এসি মেশিনের ওপর পড়ে গুরুতর আঘাত লাগে। দমকল কর্মীরা উদ্ধার করে ফের হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। এ নিয়ে হাসপাতালের প্রতিক্রিয়া মেলেনি।
WB News Live Updates: নিজের গড়ে আজও তৃণমূল আটকাল অধীর চৌধুরীকে
নিজের গড়ে আজও তৃণমূল আটকাল অধীর চৌধুরীকে। বহরমপুরে ঝাঁটা হাতে বিক্ষোভ শাসকদলের। স্থানীয় সাংসদকে ঘিরে দেওয়া হল গো ব্যাক স্লোগান। ভোটের পর কংগ্রেস কর্মীদের মারধর করছে তৃণমূল। অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। পাল্টা জবাব দিয়েছে শাসকদল।
West Bengal News Live Updates: নিজের গড়ে আজও তৃণমূল আটকাল অধীর চৌধুরীকে
নিজের গড়ে আজও তৃণমূল আটকাল অধীর চৌধুরীকে। বহরমপুরে ঝাঁটা হাতে বিক্ষোভ শাসকদলের। স্থানীয় সাংসদকে ঘিরে দেওয়া হল গো ব্যাক স্লোগান। ভোটের পর কংগ্রেস কর্মীদের মারধর করছে তৃণমূল। অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। পাল্টা জবাব দিয়েছে শাসকদল।
WB News Live Updates: ফের ভোট হবে শ্রীরামপুর ও দক্ষিণ দমদম পুরসভার দু’টি বুথে
কাল রাজ্যের ২টি বুথে পুনর্নির্বাচন হবে। ফের ভোট হবে শ্রীরামপুর ও দক্ষিণ দমদম পুরসভার দু’টি বুথে। খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। ভোটে এত সন্ত্রাস কেন? রাজ্য নির্বাচন কমিশনারের কাছে রাজপাল এর উত্তর জানতে চান বলে রাজভবন সূত্রে খবর।