West Bengal News Live Updates: ইডি তল্লাশি নিয়ে বিস্ফোরক দমকলমন্ত্রী
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: রেশন (Ration) বন্টন-দুর্নীতিতে এবার ইডির (ED) হাতে রহস্য়ে মোড়া মেরুন ডায়েরি। ইডি সূত্রে দাবি, এই ডায়েরির উপরে লেখা বালুদা। যার পাতায় পাতায় লেখা রয়েছে বিপুল লেনদেনের হিসেব। এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন, ডায়েরির পাতায় যে তথ্য মিলেছে তা চমকে দেওয়ার মতো।
মেডিসিন বিশেষজ্ঞ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের অধীনে CCU-তে ভর্তি করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick)। পরামর্শ দেওয়ার জন্য টিমে রয়েছেন নেফরোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং নিউরোলজিস্ট। রবিবার জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক পরীক্ষা হবে বলে হাসপাতাল সূত্রে খবর।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ট্যাঙ্কারের ধাক্কায় মৃত কিশোরের পরিবারকে আর্থিক সাহায্য় দিতে গিয়ে বিক্ষোভের হেনস্থার মুখে পড়লেন স্থানীয় বিধায়ক দুলালচন্দ্র দাস। ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন্দল। হেনস্থার জন্য় মহেশতলার তৃণমূল যুব সভাপতির দিকে আঙুল তুলেছেন বিধায়ক। তৃণমূল যুব সভাপতির সঙ্গে যোগাযোগ করা যায়নি।
থানার ভিতরে রক্তাক্ত অবস্থায় যুবকের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। নিজেকে অনুব্রত মণ্ডলের আত্মীয় বলে দাবি করলেন আহত যুবক। পুলিশের কাছে জানালেন চিকিৎসার আর্জি। যদিও এতে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।পুলিশমন্ত্রীকে আক্রমণ করে সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতার।
একা জ্যোতিপ্রিয় মল্লিক নন, রেশন দুর্নীতিতে যুক্ত তাঁর স্ত্রী ও মেয়েও! শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীকে পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। এদিন বিচারক বলেন, আমার কাছে এটা আশ্চর্যের যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর সম্পত্তি কী করে একবছরে ৪৫ হাজার টাকা থেকে বেড়ে ৬ কোটি টাকা হয়ে গেল?
দেড় বছরের মধ্যে দুই মামলায় গ্রেফতার হলেন তৃণমূলের দুই হেভিওয়েট মন্ত্রী। প্রথমে পার্থ চট্টোপাধ্য়ায়। এবার জ্য়োতিপ্রিয় মল্লিক। এখনও জেলবন্দি তৃণমূলের আরেক হেভিওয়েট অনুব্রত মণ্ডলও। অস্বস্তি ক্রমেই বাড়ছে শাসক দলের।
WB News LIVE Updates: আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের
আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। জানাল অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে রোগীর প্রচুর চাপ থাকায়, মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব নয় বলে আদালতে জানাল কমান্ড হাসপাতাল। নাটক করছেন মন্ত্রী। কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব এসেছে তৃণমূলের দিক থেকেও।
West Bengal News LIVE Updates: পথেই লক্ষ্মীপুজো সারলেন চাকরিপ্রার্থীরা
পথেই লক্ষ্মীপুজো সারলেন চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় ধর্নামঞ্চে বেদি তৈরি করে ধনদেবীর উদ্দেশে প্রার্থনা সারলেন SSC-র গ্রুপ C, গ্রুপ D চাকরিপ্রার্থীরা। আন্দোলনের ৫০০ দিনে বঞ্চনার পাঁচালি শোনা গেল উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের মুখে।
WB News LIVE Updates: 'মেরুন ডায়েরি' ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি
প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন CA এবং ব্যবসায়ী অভিজিৎ দাসকে। এদিনও, 'মেরুন ডায়েরি' ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।
West Bengal News LIVE Updates: ইডি তল্লাশি নিয়ে বিস্ফোরক দমকলমন্ত্রী
তাঁর নাম লিখে দিলে আপ্ত সহায়ক নিতাই দত্তকে ছেড়ে দেওয়া হবে বলা হয়েছে। পুর নিয়োগ দুর্নীতিতে আপ্ত সহায়কের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে বিস্ফোরক দমকলমন্ত্রী সুজিত বসু। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্য়দিকে, তদন্তের স্বার্থে ইডি ডাকলে ফের যাবেন বলে জানিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্য়ান গোপাল সাহা।
WB News LIVE Updates: স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দিয়ে পলাতক স্বামী
স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দিয়ে পলাতক স্বামী। বারুইপুর থানার দক্ষিন দুর্গাপুর মনসাতলা এলাকার ঘটনা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তোলা হল দেহ। অন্যদিকে, হাওড়ার বালি থানা এলাকায় এক গৃহবধূ খুনের ঘটনায় সুন্দরবন থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।