(Source: Poll of Polls)
WB News Live Updates: রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ১,০৮৯; মৃত্যু ১২ জনের
Get the latest West Bengal News and Live Updates:রাজ্যে (West Bengal) একদিনে করোনা আক্রান্ত ৭৫২, ৭জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে উদ্বেগ বহাল কলকাতায় (Kolkata)। ১ জানুয়ারি বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দির।
LIVE
Background
কলকাতা: এবার ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) ক্যাম্পেই মিলতে পারে করোনার ভ্যাকসিন (Corona Vaccine)। জানুয়ারি থেকেই শুরুর পরিকল্পনা। প্রস্তুতিতে ডিএম-সিএমওএইচদের নির্দেশ।রাজ্যে (West Bengal) একদিনে করোনা আক্রান্ত ৭৫২, ৭জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে উদ্বেগ বহাল কলকাতায় (Kolkata)। ১ জানুয়ারি বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দির।
করোনা আক্রান্ত সৌরভ। দেওয়া হল ককটেল অ্যান্টিবডি ডোজ। অবস্থা স্থিতিশীল। ওমিক্রনের জন্য নমুনা গেল জিনোম সিকোয়েন্সিংয়ে। রাতে হাসপাতালেই ছিলেন সৌরভ। ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। খবর নিল পিএমও। মেসেজ করেন অমিতাভ বচ্চন।
কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ। ডেপুটি অতীন। চেয়ারপার্সন মালা রায়। পুরসভায় দালাল-রাজ বন্ধে অনলাইন পরিষেবার পথে হাঁটছেন ফিরহাদ। শুরু হচ্ছে শো ইওর মেয়র। দ্বিতীয়বারের জন্য মেয়র পদে বসেই কলকাতার জমা জলের সমস্যা মেটাতে নজর ফিরহাদের।
সিদ্ধান্ত বদলে শিলিগুড়ি পুরভোটে লড়ছেন অশোক। বামেদের সঙ্গে জোটে আপত্তি নেই কংগ্রেসের। বিজেপির মদতে জেতার ইচ্ছে, খোঁচা তৃণমূলের।
২২ জানুয়ারি ৪ পুরসভায় ভোট। বিজ্ঞপ্তি জারি করল কমিশন। দলের ঘোষণার আগেই নির্দল হিসেবে আসানসোলে পরপর প্রার্থীর মনোনয়ন।
এক মাসে দ্বিতীয়বার। ফের গোয়া গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সফর ঘিরে জল্পনা।
৩দিনের সফরে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী। পুজো দিলেন কপিলমুনির মন্দিরে । বঞ্চনার অভিযোগে কেন্দ্রকে আক্রমণ।
৬দিনের লড়াই শেষ। ২টি ঘুমপাড়ানি গুলিতে অবশেষে কুলতলিতে খাঁচা বন্দি রয়্যাল বেঙ্গল। পায়ে চোটের অনুমান। সুস্থ থাকলে ছাড়া হবে জঙ্গলে।
মোহনবাগানের পর ইস্টবেঙ্গল। আইএসএলে ব্যর্থতার পরেই অপসারিত ম্যানুয়েল দিয়াজ। লাল-হলুদের অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিংহ।
ক্যানসারের সঙ্গে লড়াই করেও বিরতিহীন সাংবাদিকতা। অবশেষে থামল পথচলা। প্রয়াত আমাদের বীরভূমের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়। শোকস্তব্ধ এবিপি আনন্দ।
West Bengal News Live: জলপাইগুড়ির রাজগঞ্জে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য
জলপাইগুড়ির রাজগঞ্জে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। অসুস্থ শিশু-সহ পরিবারের আরও ৪ জন। শাকের তরকারি খেয়ে সকলে অসুস্থ হন বলে দাবি আত্মীয়দের। সূত্রের খবর, খাদ্যে বিষক্রিয়ার জেরে মৃত্যু বলে অনুমান চিকিৎসকদের।
West Bengal News Live: হুগলিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল
করোনা মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে হুগলিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল। জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রের স্বাস্থ্য কর্তারা। এদিকে, করোনা সচেতনতায় পথে নামল উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভা।
West Bengal News Live: সমালোচনায় সরব হয়েছে বিজেপি
আসন্ন পুরভোটে (Municipality Vote) পূর্ব মেদিনীপুরের (East Midnapur) তমলুকে যাঁরা বিজেপির (BJP) হয়ে প্রচার করবেন, তাঁদের সামাজিকভাবে বয়কটের ডাক দিলেন শহর তৃণমূল (TMC) সভাপতি। এই ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সমালোচনায় সরব হয়েছে বিজেপি। হুমকি বিতর্কে পরে সাফাই দিয়েছেন তৃণমূল নেতা (TMC Leader)।
West Bengal News Live: উত্তর ২৪ পরগনার ঘোলায় পুকুর ভরাটের অভিযোগ
উত্তর ২৪ পরগনার ঘোলায় পুকুর ভরাটের অভিযোগ। পঞ্চায়েত প্রধানের করা অভিযোগের ভিত্তিতে জমির মালিক-সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
West Bengal News Live: প্রার্থী ঘোষণার আগেই রামপুরহাটে প্রচারে নেমে পড়ল তৃণমূল
প্রার্থী ঘোষণার আগেই রামপুরহাটে প্রচারে নেমে পড়ল তৃণমূল। প্রার্থীর নাম ছাড়াই প্রতীক একে শুরু হল দেওয়াল লিখন। যা নিয়ে অবশ্য কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা।