(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live Updates: কাঁধে পুরনো আঘাত, ছোট অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
- ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে কাল অযোধ্যায় প্রধানমন্ত্রী। করবেন রোড শো। ফুলের তোরণে সেজেছে গোটা শহর। রামায়ণের থিম মেনে রাম জন্মভূমির প্রতিটি বাড়ি সেজে উঠেছে একই রঙে।
৫১ ইঞ্চির মূর্তিতে রামের বাল্যরূপ। তিন ধরনের পাথরে গড়া হয়েছে তিন মূর্তি। কোন মূর্তি জায়গা পাবে গর্ভগৃহে? আজ সিদ্ধান্ত নেবে রাম জন্মভূমি ট্রাস্ট। গোলাপি পাথরে তৈরি মূল মন্দির। - উদ্বোধন ২২শে, তার আগে এক সপ্তাহ জুড়ে আচার পালন। ১৬ জানুয়ারি দশবিধ স্নান, ১৮ জানুয়ারি বাস্তু পুজো। উনিশে জ্বলবে পবিত্র অগ্নি। উদ্বোেধনের আগে ১২৫ কলসের জলে স্নান করবে মূর্তি।
এবার রামমন্দির উদ্বোধন নিয়ে প্রচারে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি। পয়লা জানুয়ারি থেকে ১৫ দিনে জেলায় জেলায় ঘর ঘর যাত্রা কর্মসূচি। অযোধ্যায় যেতে রাজ্যবাসীকে জানানো হবে আমন্ত্রণ।
বীরভূমের মুরারইতে তৃণমূল বুথ সভাপতির বাড়ির পিছনে বোমাবাজি। ভাঙড়ে ধানক্ষেতের মধ্যে ব্যাগে সকেট বোমা। মুর্শিদাবাদের বড়ঞায় নির্মীয়মাণ বাড়িতে বালতি ভর্তি বোমা।
তুফানগঞ্জের কর্মিসভায় বিজেপিকে বেঁধে রাখার হুঁশিয়ারি রাজ্য তৃণমূলের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের। টিকিট পাওয়ার লড়াইয়ে টিকে থাকতে কুকথার প্রতিযোগিতা, পাল্টা সজল। - রেশন দুর্নীতি মামলায় বন্দি জ্যোতিপ্রিয়। এই প্রেক্ষাপটে রেশন ব্যবস্থা সংস্কারের দাবিতে পথে ডিলারদের সংগঠন। খাদ্য়ভবনের সামনে বিক্ষোভ। দেশজুড়ে ১ জানুয়ারি থেকে ধর্মঘটের ডাক।
ফের হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামে। বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বন প্রতিমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন।
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৭৯৭, গত ২২৫ দিনে সর্বোচ্চ। আরও ৫ জনের মৃত্যু। বছর শেষে রাজ্যেও করোনা আতঙ্ক। ৫ মাস পরে একজনের মৃত্যু।
WB News Live: আক্রমণ কুণালের
বাংলায় বিজেপিকে হারাতে অধীরের কোনও ভূমিকা নেই। বিজেপির বি টিমের ভূমিকা পালন করছে প্রদেশ কংগ্রেস, পাল্টা আক্রমণ কুণালের।
West Bengal Live News: ধিক্কার মিছিল করলেন হাওড়া পুরসভার কর্মীদের একাংশ
ক্রিসমাস কার্নিভাল ঘিরে কোন্দলে পুর প্রশাসককে নিগ্রহের প্রতিবাদে ধিক্কার মিছিল করলেন হাওড়া পুরসভার কর্মীদের একাংশ।
WB News Live: কাঁধে পুরনো আঘাত, ছোট অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর
চেক আপের জন্য আজ এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, তাঁর কাঁধের কাছে একটি পুরনো আঘাত রয়েছে। সেখানে ছোট অস্ত্রোপচারের পর মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এখন মুখ্যমন্ত্রী ভাল আছেন, এসএসকেএম সূত্রে খবর।
West Bengal Live News:পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন
পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। ৫ জানুয়ারি নয়, ২২ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ৫ জানুয়ারি নয়, রামমন্দির উদ্বোধনের দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে সিদ্ধান্ত কমিশনের, খবর সূত্রের। ২০১৮ সালেও ৫ জানুয়ারির পরিবর্তে ১০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। ২০১৯ সালে ৪ জানুয়ারির পরিবর্তে ১৪ জানুয়ারি প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা।২০২০ সালে ৭ ফেব্রুয়ারির পরিবর্তে ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়।
WB News Live:নতুন বছরের আগাম শুভেচ্ছা মমতার
নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।