West Bengal News Live : ঢাকুরিয়ায় অ্যাডভোকেট জেনারেলের বাড়ির সামনে SLST চাকরিপ্রার্থীরা
West Bengal News : জেলা থেকে জেলা, সব খবর সবার আগে
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম
- কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্না অবস্থানে বসেছেন মুখ্য়মন্ত্রী। তার জেরে ওই জায়গাতেই দীর্ঘদিন ধরে চলা চাকরিপ্রার্থী ও DA-র দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনে বাধা পুলিশের। চাকরিপ্রার্থীদের জোর করে তোলা হল প্রিজন ভ্যানে। এদিকে ধর্নামঞ্চের উল্টোদিকে অবস্থান করতে চেয়ে সেনাবাহিনীর দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ।
- রাহুল গাঁধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'কে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের অন্য়তম শীর্ষ নেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, রাহুল গান্ধীর 'ন্য়ায় যাত্রা' 'অন্যায় যাত্রা' হয়ে গেছে। পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। বিজেপির সুরে তৃণমূল কথা বলছে, মিলে সুর মেরা তুমহারা, কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী।
- 'এক দেশ এক ভোট' সংক্রান্ত মিটিংয়ে যোগ দিতে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্য়মন্ত্রী। প্রতিবার ভোটের আগে এই নাটক, কটাক্ষ করেছে বামেরা। এরইমধ্য়ে বকেয়া নিয়ে বাংলার হয়ে সওয়াল করায়, রাজ্য়পালকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।
- ডায়মন্ড হারবার-সহ বিভিন্ন জায়গায় বেছে বেছে বিজেপির নেতা-কর্মীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। পাল্টা EVM মেশিনে কারচুপির অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
WB News Live Updates:১০০দিনের বকেয়ার দাবিতে মমতার ধর্না, দেখা গেল না অভিষেককে
১০০দিনের বকেয়ার দাবিতে মমতার ধর্না, দেখা গেল না অভিষেককে। মমতার ধর্নার আগেই দিল্লিতে অভিষেক, ফিরলেন না এখনও। রাজভবনের সামনে ধর্না প্রত্যাহার নিয়ে অভিমানেই কি গরহাজির অভিষেক? রেড রোডে মমতার ধর্নায় অভিষেকের গরহাজিরা নিয়ে জোর জল্পনা।
WB News Live : ধর্না মঞ্চ থেকে মোদিকে আক্রমণে মমতা, কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগ অমিত মালব্যর
ধর্না মঞ্চ থেকে মোদিকে আক্রমণে মমতা, কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগ অমিত মালব্যর
WB News Live Updates: ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তদন্তকারী সংস্থা
ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তদন্তকারী সংস্থা। এজেন্সির সরকার বলে কটাক্ষ করলেন বিজেপিকে। চৌকিদার আছে, চুরি করলে জেলে যাবে, পাল্টা বলল বিজেপি। বহাল তবিয়তে থাকার জন্য বিজেপির সঙ্গে সমঝোতা করে চলছেন, ফের সেটিং-তত্ত্ব উস্কে দিয়ে খোঁচা দিল সিপিএম।
WB News Live : মমতার ধর্নায় দেখা গেল না অভিষেককে
১০০দিনের বকেয়ার দাবিতে মমতার ধর্না, দেখা গেল না অভিষেককে । মমতার ধর্নার আগেই দিল্লিতে অভিষেক, ফিরলেন না এখনও। রাজভবনের সামনে ধর্না প্রত্যাহার নিয়ে অভিমানেই কি গরহাজির অভিষেক? রেড রোডে মমতার ধর্নায় অভিষেকের গরহাজিরা নিয়ে জোর জল্পনা।
WB News Live Updates: অগ্নি-সুরক্ষায় রেলের তরফে সচেতনতা প্রচার
অগ্নি-সুরক্ষায় রেলের তরফে সচেতনতা প্রচার। ঢাকুরিয়া স্টেশন এলাকায় মাইকে প্রচার করার পাশাপাশি, লিফলেটও বিলি করা
হয়। ঢাকুরিয়া স্টেশনের গায়েই রেলগেট। জনবহুল এলাকা হওয়ায়, রেলগেট দিয়ে বহু মানুষ পারাপার করেন। তাঁদের সচেতন করার উদ্যোগ নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। এ ছাড়াও, প্ল্যাটফর্ম দখল হয়ে যাওয়ায় কোনওভাবে আগুন লাগলে সমস্যা হবে, এ নিয়েও চলল প্রচার।