(Source: Matrize)
WB News Live Updates : খেজুরিতে বোমা বিস্ফোরণ, তৃণমূল কর্মীর মৃত্যু
Get the latest West Bengal News and Live Updates: সন্ধে সাতটার পর আর চলবে না লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়েই চালাতে হবে লোকাল ট্রেন।
LIVE
Background
কলকাতা : করোনা( (COVID Situation) মোকাবিলায় রাজ্য সরকারের জারি করা বিধিনিষেধের (COVID Rules) জেরে মেট্রোর সময়সূচিতে বদল। দিনের প্রথম মেট্রো(Metro Services) নির্ধারিত সময় অনুযায়ী চললেও, শেষ মেট্রো ছাড়ার সময় আধঘণ্টা এগিয়ে এল।
মেট্রোরেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ‘৩ জানুয়ারি থেকে দিনের শেষ মেট্রো ছাড়ার সময় বদলাচ্ছে। দক্ষিণেশ্বর (Dakshineshwar) থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে, যা আগে রাত ৯টা ১৮ মিনিটে ছাড়ত। দমদম থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়, যা এতদিন রাত সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের শেষ মেট্রো রাত সাড়ে ৯টার বদলে ছাড়বে রাত ৯টায়।’
মেট্রোরেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দিনের প্রথম মেট্রো সকাল ৭টাতেই ছাড়বে। সোমবার থেকে আর পাওয়া যাবে না টোকেন। শুধু স্মার্টকার্ড যাঁদের আছে, তাঁরাই মেট্রোয় যাতায়াত করতে পারবেন। সবাইকে করোনাবিধি মেনে চলতে হবে।
করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল লোকাল ট্রেন ও মেট্রোরেল। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা। প্রথমে টোকেন চালু করা হয়নি। গত মাস থেকে চালু করা হয় টোকেন। কিন্তু কাল থেকে আবার বন্ধ হয়ে যাচ্ছে টোকেন। ফলে মেট্রোয় যাতায়াতের জন্য ভরসা সেই স্মার্টকার্ড। কাল থেকে নতুন করে স্মার্টকার্ড দেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। ফলে শেষ লোকাল ট্রেন না পেলে নিত্যযাত্রীদের পক্ষে বাড়ি ফেরা সমস্যায় হয়ে যাবে।
WB News Live Updates : কোচবিহারে স্কুলে সুবর্ণ জয়ন্তী পালনের দাবিতে রাস্তা অবরোধ পড়ুয়াদের
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কোচবিহারের তুফানগঞ্জে স্কুলে সুবর্ণ জয়ন্তী পালনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের । বিক্ষোভের সময় অধিকাংশের মুখে ছিল না মাস্ক। উধাও দূরত্ব বিধি। পরে স্কুল কর্তৃপক্ষ অনুষ্ঠান করার আশ্বাস দিলে ২ঘণ্টা পর ওঠে অবরোধ।
West Bengal News Live Updates : মুচলেকা দিতে হবে আগে, দলত্যাগ রুখতে দাওয়াই অর্জুন সিংহ
জেতার পর যাতে কেউ দল ছাড়তে না পারেন সেজন্য আগে থেকেই লিখিয়ে নেওয়া হবে পদত্যাগপত্র। জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বিজেপি কাউকে বিশ্বাস করতে পারছে না, পাল্টা কটাক্ষ তৃণমূলের। এদিকে, গেরুয়া শিবিরের বৈঠকে চার বিধায়কের অনুপস্থিতিতেও জল্পনা চলছে।
WB News Live Updates : খেজুরিতে বোমা বিস্ফোরণ, তৃণমূল কর্মীর মৃত্যু
খেজুরিতে বোমা বিস্ফোরণ, তৃণমূল কর্মীর মৃত্যু। আহত ২জনের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক।‘খেজুরির জনকায় বাড়িতে বিজেপির হামলা। বিজেপির বোমাবাজিতে ১জনের মৃত্যু', দাবি তৃণমূলের। 'বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ', পাল্টা দাবি বিজেপির। কীভাবে বিস্ফোরণ, মৃত্যু, তদন্ত চলছে, দাবি পুলিশের।
West Bengal News Live Updates : করোনা মোকাবিলায় রাতে কড়াকড়ি, কলকাতায় নাকা চেকিং
করোনা মোকাবিলায় রাতে কড়াকড়ি। কলকাতায় নাকা চেকিং। ২ বর্ধমান-উত্তরপাড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়িতে তল্লাশি। বিধি না মানায় গ্রেফতার।
WB News Live Updates : ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ, উত্তরবঙ্গে পরিকাঠামো বৃদ্ধিতে নজর স্বাস্থ্য দফতরের
আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ির মতো জেলায় ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য কর্তাদের আশঙ্কা ফেব্রুয়ারি-মার্চে পরিস্থিতি আরও খারাপ হবে উত্তরবঙ্গের। মোকাবিলায় টেস্ট, ভ্যাকসিনেশনের পাশাপাশি পরিকাঠামো বৃদ্ধিতে নজর দিয়েছে স্বাস্থ্য দফতর।