West Bengal News Live : চাপের মুখে বিজ্ঞপ্তি প্রত্যাহার লরেটো কলেজ কর্তৃপক্ষের
ফের উত্তপ্ত হয়ে উঠল সামশেরগঞ্জ। বাসন্তীতে যুব তৃণমূলকর্মী খুনে প্রকাশ্যে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সঙ্গে আইএসএফ ও সিপিএম কর্মীদের সংঘর্ষ। আরও খবর
LIVE
Background
গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী : দুপুরে বোমা। রাতে গুলি। ফের উত্তপ্ত হয়ে উঠল সামশেরগঞ্জ। তৃণমূল বিধায়কের সামনেই কংগ্রেস কর্মী আরিফ শেখকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কংগ্রেসের। আমার গাড়িতেই হামলা চালানো হয়েছিল। কোনওক্রমে প্রাণে বেঁচেছি। পাল্টা দাবি তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের।
কংগ্রেসকর্মীর বাড়িতে বিস্ফোরণ : পঞ্চায়েত ভোটের আগে সামশেরগঞ্জে কংগ্রেস কর্মীর বাড়িতে বিস্ফোরণ। ভাঙল বাড়ির পাঁচিলের একাংশ। ভোটের আগে বাড়িতে বোমা মজুত করা হয়েছিল বলে অভিযোগ। পলাতক কংগ্রেস কর্মী। তাঁর স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
যুব তৃণমূলকর্মী খুনে CBI দাবি : বাসন্তীতে যুব তৃণমূলকর্মী খুনে প্রকাশ্যে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। রাজ্য পুলিশ নয়, রাজ্যপালে আস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি নিহতের তৃণমূল প্রার্থী মেয়ের। পরিবার সিবিআই তদন্ত চাইছে মানে রাজ্য় সরকারের ওপর আস্থা নেই। তোপ দেগেছে বিজেপি। নিহতের পরিবারের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের।
শাসক-বিরোধী সংঘর্ষ : পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সঙ্গে আইএসএফ ও সিপিএম কর্মীদের সংঘর্ষে ধুনধুমার কৃষ্ণপুরে। আইএসএফ ও সিপিএম কর্মীদের বিরুদ্ধে পতাকা লাগানোর সময় তাদের কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা রাজ্য়ের শাসক দলের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব হয়েছে বিরোধীরাও।
প্রচার ঘিরে তুলকালাম : পঞ্চায়েত ভোটের প্রচার ঘিরে আসানসোলের রানিগঞ্জে উত্তেজনা। চোর স্লোগান বিজেপি কর্মীদের। পাল্টা হকি স্টিক নিয়ে হামলা চালানোর চেষ্টা তৃণমূলকর্মীদের। প্রতিবাদে বিজেপি কর্মীদের নিয়ে রাস্তায় বসে পড়েন অগ্নিমিত্রা পাল।
মধ্যরাতে 'অন ডিউটি' বোস : কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতাকে দেখতে হাসপাতালে রাজ্যপাল। রাজনৈতিক অশান্তির অভিযোগ পেয়ে মাঝরাতেই রাজ্যপালের ফোন রাজীব সিনহাকে। রাজ্য নির্বাচন কমিশনারকে ফোনে না পেয়ে ফোন করলেন এসপি, ডিএম-কে।
মিছিলে হামলার অভিযোগ : জাঙ্গিপাড়ায় সিপিএম ও আইএসএফের যৌথ নির্বাচনী প্রচার মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত ৬ জন। চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলায়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
হুমকি-হুঁশিয়ারি অব্যাহত : বাঘটাকে জেলে ভরা হয়েছে, বাঘের ছাল কাজল শেখ হুমকি দিচ্ছে, ওরও ব্য়বস্থা হবে, বীরভূমে প্রচারে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের। এদিনই নানুরে কাজল শেখের গলায় হুমকির সুর শোনা গেল। ভোটের দিন হাজার হাজার কাজল শেখ দাঁড়িয়ে থাকবে। বাইরে বেরোবেন কীভাবে? cpm-কে হুমকি তৃণমূলের জেলা পরিষদের প্রার্থীর।
অ্যাম্বুল্যান্সে ভোট-প্রচার! ভোটের কাজে অ্যাম্বুল্যান্স ব্যবহার করছে তৃণমূল। নলহাটির বানিওড়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। দলীয় পতাকায় মুড়ে অ্যাম্বুল্যান্স নিয়েই চলছে প্রচার। অভিযোগ তুলে সরব বিজেপি। কেউ প্রচারের কাজে অ্যাম্বুল্যান্স ব্যবহার করে থাকলে ভুল করেছে। প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের।
'বিধি লঙ্ঘন' তৃণমূলের : নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে ঘোলায় কৃষিমন্ত্রীর প্রচারে বাইক র্যালি। পুলিশের সামনেই দলীয় পতাকা নিয়ে বাইক মিছিল করা হয় বলে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও তা অস্বীকার করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
West Bengal News Live :চাপের মুখে বিজ্ঞপ্তি প্রত্যাহার লরেটো কলেজ কর্তৃপক্ষের
চাপের মুখে বিজ্ঞপ্তি প্রত্যাহার লরেটো কলেজ কর্তৃপক্ষের
WB News Live : একের পর এক সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় রাজ্যপাল
একের পর এক সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় রাজ্যপাল। চাপ বাড়িয়ে কমিশনকে পাল্টা চিঠি তৃণমূলের। আইন-এক্তিয়ার বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগে পদক্ষেপ দাবি।
West Bengal News Live : ভোটের আগেই ১৫জন খুনের পরেও মাত্র ৮% স্পর্শকাতর বুথ!
ভোটের আগেই ১৫জন খুনের পরেও মাত্র ৮% স্পর্শকাতর বুথ!
WB News Live : রাজ্যপালের বিরুদ্ধে এবার রাজ্য নির্বাচন কমিশনে তৃণমূল
রাজ্যপালের বিরুদ্ধে এবার রাজ্য নির্বাচন কমিশনে তৃণমূল
West Bengal News Live : হাড়োয়ার শালিপুরে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর
পঞ্চায়েত ভোটের আগে বারবার রক্তাক্ত বাংলা। হাড়োয়ার শালিপুরে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। পুলিশের অনুমান, বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে। যদিও, তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁকে। গুরুতর জখম অবস্থায় ক্যানসার আক্রান্ত আরও এক শাসকদলের কর্মী নার্সিংহোমে ভর্তি রয়েছেন।