WB News Live : বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার পর এখনও চলছে উদ্ধারকাজ, জারি প্রাণের খোঁজ
জেলা থেকে জেলা, রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবর প্রতি মিনিটে।
LIVE
Background
দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বুধবার পর্যন্ত। পশ্চিমের জেলায় লু বইবে আগামী এক সপ্তাহ। চরমে উঠবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। তৈরি হবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বাড়বে গরম-অস্বস্তি। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
অভিন্ন কেন্দ্রীয় অনলাইন সাইটে নয় প্রত্যেক কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেই ১ জুলাই থেকে শুরু হবে কলেজে নিয়োগ প্রক্রিয়া। যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। পনেরো দিনের অনলাইন ভর্তি আবেদনের পর ২০ জুলাই বিভিন্ন কলেজকে তাদের মেরিট লিস্ট প্রকাশ করতে হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মেরিট লিস্ট প্রকাশের পর জুলাই মাসের শেষপর্যন্ত চলবে বিভিন্ন কলেজে ভর্তির পরের প্রক্রিয়া। ৩১ জুলাই পর্যন্ত মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ হবে। যার পরের দিন অর্থাৎ ১ অগাস্ট থেকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হয়ে যাবে।
'নৌশাদকে তৃণমূলে টানতে আমি কোনও প্রস্তাব দিইনি, আমি যদি ওকে তৃণমূলে টানতে নেমে থাকি, তাহলে ওকে তৃণমূলে আসতে হবেই। যে নাটকই করুক না কেন, আমি নামলে কাল না হয় পরশু তৃণমূলে ওকে আসতে হবেই। কুণাল ঘোষের অপারেশন ফেল করে না', নৌশাদ সিদ্দিকির চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা কুণাল ঘোষ।
সোমবার প্যারোলে ছাড়া পাচ্ছেন সারদাকাণ্ডে ধৃত দেবযানী মুখোপাধ্যায়। অসুস্থ মাকে দেখতে যেতে সোমবার ৪ ঘণ্টার জন্য প্যারোলের আবেদন মঞ্জুর। সোমবার ৪ ঘণ্টার জন্য দমদম জেল থেকে প্যারোলে ছাড়া পাবেন দেবযানী। অসুস্থ মা, দেখতে যেতে চাই, বিশেষ সিবিআই আদালতে আবেদন করেন দেবযানী। ৫ জুন ৪ ঘণ্টার জন্য প্যারোলে ছাড়ার অনুমতি বিশেষ সিবিআই আদালতের।
৭৪ বছরে জীবনের নতুন ইনিংস শুরু তমলুকের প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের। প্রথম স্ত্রী তমালিকার মৃত্যুর ৭ বছর পরে মানসী দের সঙ্গে ২৪ মে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন। এই বয়সে অন্ধের যষ্ঠীর মতো একজনকে চাই। সারাদিন কাজ করার পর বাড়ি ফিরে যাঁর সঙ্গে গল্প করতে পারব। ৭৮ বছর বয়সে দ্বিতীয় বিয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এমনটাই বললেন লক্ষ্মণ শেঠ।
Coromandel Express Derailed Live : বিজ্ঞান, প্রযুক্তি তরতরিয়ে এগোনো সত্ত্বেও ট্রেনে যাত্রীসুরক্ষা এখনও সেই তিমিরে কেন?
১৯৮১ সালের পর ভয়াবহতম রেল দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। ১৯৯৯ সালে গাইসালের রেল দুর্ঘটনায় যত মানুষের মৃত্য়ু হয়েছিল, তাকে ছাপিয়ে গেল বালেশ্বরের দুর্ঘটনা। কিন্তু, বিজ্ঞান, প্রযুক্তি তরতরিয়ে এগোনো সত্ত্বেও ট্রেনে যাত্রীসুরক্ষা এখনও সেই তিমিরে কেন? বালেশ্বরকাণ্ডে জোরাল হচ্ছে সেই প্রশ্ন।
Coromandel Express Accident Live : দুর্ঘটনার সঙ্গে অ্যান্টি কোলিশন ডিভাইসের সম্পর্ক নেই : অশ্বিনী বৈষ্ণব
এই দুর্ঘটনার সঙ্গে অ্যান্টি কোলিশন ডিভাইসের সম্পর্ক নেই। এটা পয়েন্টের বিষয়, বললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Coromandel Express Derailed Live : বালেশ্বরের হাসপাতালে এখন শুধুই হাহাকার
বালেশ্বরের হাসপাতালে এখন শুধুই হাহাকার। স্বজনহারাদের কান্নার আওয়াজ হাসপাতাল চত্ত্বর জুড়ে। সোরো হাসপাতালে রাখা বহু মৃতদেহ এখনও শনাক্ত করতে পারেনি পরিবারের লোকজন।
Coromandel Express Accident Live : বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার পর ২৬ ঘণ্টা পরেও চলছে উদ্ধারকাজ, জারি প্রাণের খোঁজ
বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার পর ২৬ ঘণ্টা পার। এখনও চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের মধ্যে আর কোনও প্রাণের সন্ধান মেলে কি না ।
West Bengal News Live : প্রাণ হারিয়েছেন হাওড়ার শেখ মুন্না
তামিলনাড়ুতে জরির কাজ করতেন শেখ মুন্না। যশোবন্তপুর হামসফর এক্সপ্রেসে চড়ে পাঁচ মাস পর, হাওড়ার নলপুরের মধ্যমপাড়ার বাড়িতে ফিরছিলেন। ট্রেন দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর পাওয়ায় শোকস্তব্ধ গোটা পরিবার।