WB News Live Updates: রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১৩৯ জন
Get the latest West Bengal News and Live Updates:বারাণসীতে মমতাকে হেনস্থার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে তৃণমূল (TMC)। কলেজে কলেজে প্রতিবাদ জানাবে টিএমসিপি।
LIVE
Background
কলকাতা: বারাণসীর (Varanasi) দশাশ্বমেধ ঘাটে গিয়ে বিজেপির (BJP) বিক্ষোভের মুখে মমতা (Mamata Banerjee)। ছোড়া হল কালো পতাকা। স্থানীয় থানায় এফআইআর রাজ্য সরকারের।
জেড প্লাস সুরক্ষা সত্বেও বাংলার মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে কীভাবে বিক্ষোভ? কেন ছিল না যথেষ্ট নিরাপত্তা? উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন।
বারাণসীতে মমতাকে হেনস্থার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে তৃণমূলে (TMC)। কলেজে কলেজে প্রতিবাদ জানাবে টিএমসিপি। বাংলায় যা করেছেন, তারই ফল, পাল্টা বিজেপি।
১০৮টি পুরসভায় তৃণমূল একাই ১০২। অধিকারী-হীন কাঁথি। বহরমপুর হারাল কংগ্রেস। এই প্রথম জয়নগরও জোড়াফুল।
১০৮টি পুরসভার ভোটে ২ নম্বরে নির্দল। বাম দখলেই তাহেরপুর। দল গঠনের ৫ মাসেই দার্জিলিঙ পুরসভা হামরো পার্টির। ৪ পুরসভা ত্রিশঙ্কু।
নেই বাম-বিজেপি-কংগ্রেস। প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে এই প্রথম নির্দল। ৯৪ শতাংশ পুরসভাতেই ঘাসফুল ঝড়। ঝুলিতে ৬৩ শতাংশ ভোট।
২ হাজারের বেশি ওয়ার্ডের মধ্যে মাত্র ৬৫টিতে জয়। কাঁথি, বালুরঘাটে নিজের ওয়ার্ডেই হার শুভেন্দু, সুকান্তর। দিলীপ, অর্জুনের গড়েও ভরাডুবি।
ডায়মন্ড হারবার, চাকদা থেকে হালিশহর, সিউড়ি, ঘাটাল। ১০৮টির মধ্যে ৩৩টি পুরসভাই বিরোধীশূন্য।
ভোটে অশান্তির অভিযোগ খারিজ মমতার। বললেন, কোথাও কিছু ঘটেনি। ১১ হাজার ২৫টি বুথের মধ্যে মাত্র ৭টি বুথে অভিযোগ উঠেছে।
বিপুল ভোটে জয়ের পরে বিরোধীদের পাশে থাকার বার্তা ফিরহাদের। বিরোধীশূন্য শুনতে খারাপ লাগে, বললেন অখিল।
সবুজ সাইক্লোনেও বাম দখলে তাহেরপুর।
জেলে বসেই জয়ের খবর। জিতে জেল থেকে বেরোলেন বীরভূমের একমাত্র জয়ী বামপ্রার্থী রামপুরহাটের সঞ্জীব মল্লিক। প্রশংসায় অনুব্রতও।
৩ দশক পরে বহরমপুর হারাল কংগ্রেস। মক পোলের চ্যালেঞ্জ অধীরের। মানি না রেজাল্ট, আক্রমণে বিজেপি। কোর্ট-রাজ্যপালেই থাকুক, খোঁচা ফিরহাদের।
দার্জিলিঙে হামরো পার্টির ঝড়ে খাতাই খুলতে পারল না বিজেপি। দল জিতলেও হারলেন প্রতিষ্ঠাতা। এবার জিটিএ ভোট, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
বেলডাঙা, এগরা, ঝালদা, চাপদানি। ৪ পুরসভা ত্রিশঙ্কু। ঝালদায় তৃণমূলকে ১ নির্দলের সমর্থন।
পুরভোটে ভরাডুবির পরেই আক্রমণে জয়প্রকাশ। প্রভাব পড়বে না সংগঠনে, দাবি শমীকের।
দেউচা-পাঁচামি নিয়ে ফের বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বললেন, মিছিল-মিটিং-বিক্ষোভ সারাজীবন করে পঙ্গু করে দিয়েছে বিরোধীরা।
আনিস খুনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফের বিক্ষোভ। এআইডিএসও-র লালবাজার, ভবানীভবন অভিযান। পথে নামল টিএমসিপিও।
নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি। সিঙ্গল বেঞ্চের সিবিআই অনুসন্ধানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ। ১৪ মার্চ ফের মামলার শুনানি।
একদিনে উচ্চমাধ্যমিক-জেইই মেন। ২ এপ্রিল থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিকের দিন বদলানোর সম্ভাবনা। আগামী সপ্তাহে ঘোষণা, জানাল সংসদ।
WB News Live: সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা
সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে মধ্যশিক্ষা পর্ষদের দফতরের সামনে ধুন্ধুমার। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বেশ কয়েকজন পড়ুয়া ও অভিভাবকদের ধস্তাধস্তি। অ্যাডমিট কার্ড না মেলায় আজ ওই পড়ুয়া ও অভিভাবকরা মধ্যশিক্ষা পর্ষদের দফতরে যান। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, যাঁরা অ্যাডমিট কার্ডের দাবি করছে, তারা পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেনি। স্কুলের তরফে থেকেও তাদের জন্য কোনও আবেদন করা হয়নি।
West Bengal News Live Updates: ICSE ও ISC-র চূড়ান্ত সিমেস্টারের নির্ঘণ্ট ঘোষণা করল কাউন্সিল
ICSE ও ISC-র চূড়ান্ত সিমেস্টারের নির্ঘণ্ট ঘোষণা করল কাউন্সিল। ২৫ এপ্রিল থেকে শুরু হবে ICSE-র চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা। চলবে ২০ মে পর্যন্ত। অন্যদিকে ISC-র চূড়ান্ত সিমেস্টার শুরু হবে ২৫ এপ্রিল। পরীক্ষা চলবে ৬ জুন পর্যন্ত।
WB News Live: কেন্দ্রীয় মন্ত্রী পরিচয় দিয়ে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ
কেন্দ্রীয় মন্ত্রী বা উত্তরপ্রদেশের মন্ত্রী পরিচয় দিয়ে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। রাজারহাট থেকে গ্রেফতার অভিযুক্ত। অভিযোগ, সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে ৪০ লক্ষ টাকার বেশি হাতিয়ে নেয় রাজারহাটের বাসিন্দা তপন সরকার।২০২১-এ বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। দীর্ঘদিন ফেরার ছিল অভিযুক্ত। স্থানীয় সূত্রে খবর, গতকাল তাকে বাড়িতে ঢুকতে দেখে মারধর করেন প্রতারিতরা। পরে অভিযুক্তকে গ্রেফতার করে বেলেঘাটা থানার পুলিশ।
West Bengal News Live Updates: এসএসসি সমস্ত শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে নবান্ন অভিযানের ডাক চাকরিপ্রার্থীদের
এসএসসি পরীক্ষা নোটিফিকেশন জারি-সহ সমস্ত শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে নবান্ন অভিযানের ডাক চাকরিপ্রার্থীদের। কলেজ স্ট্রিটে উত্তেজনা। কলেজ স্কোয়ারে ব্যারিকেড করে মিছিল আটকাল পুলিশ।
WB News Live: সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা
সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে মধ্যশিক্ষা পর্ষদের দফতরের সামনে ধুন্ধুমার। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বেশ কয়েকজন পড়ুয়া ও অভিভাবকদের ধস্তাধস্তি। অ্যাডমিট কার্ড না মেলায় আজ ওই পড়ুয়া ও অভিভাবকরা মধ্যশিক্ষা পর্ষদের দফতরে যান। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, যাঁরা অ্যাডমিট কার্ডের দাবি করছে, তারা পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেনি। স্কুলের তরফে থেকেও তাদের জন্য কোনও আবেদন করা হয়নি।