(Source: Poll of Polls)
WB News Live Updates: কলকাতায় নতুন করে ৫ জন ওমিক্রন আক্রান্ত হিসেবে চিহ্নিত
Get the latest West Bengal News and Live Updates:রাজ্যে আরও বাড়ছে ওমিক্রন-আতঙ্ক। আক্রান্ত আরও ৫। বিদেশ না গিয়েও ৪জনের সংক্রমণে উদ্বেগ। জিন পরীক্ষায় গেল হাজার জনের নমুনা।
LIVE
Background
কলকাতা: উদ্বেগ বাড়িয়ে ৬ মাস পরে ফের রাজ্যে করোনার দৈনিক (COVID Infection) সংক্রমণ হাজার পার! শুধু কলকাতাতেই (Coronavirus in Kolkata) অর্ধেক। একদিনে ১২জনের মৃত্যু।
কলকাতা পুরসভায় (KMC) করোনার হানা। শপথগ্রহণের অনুষ্ঠানের পরেই সংক্রমণের শিকার বিধায়ক তাপস রায়, বরো চেয়ারম্যান সাধনা বসু।
রাজ্যে আরও বাড়ছে ওমিক্রন-আতঙ্ক। আক্রান্ত আরও ৫। বিদেশ না গিয়েও ৪জনের সংক্রমণে উদ্বেগ। জিন পরীক্ষায় গেল হাজার জনের নমুনা।
ফের চোখ রাঙাচ্ছে করোনা। ৩ জানুয়ারি থেকে কলকাতায় ফের ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোনের (Containment Zone) ভাবনা।
করোনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে স্কুল-কলেজ ফের বন্ধ, খতিয়ে দেখতে শিক্ষাসচিবকে নির্দেশ। সংক্রমণ বাড়ার পরে বলে কী লাভ? প্রশ্ন সুকান্তর।
ওমিক্রন-উদ্বেগের (COVID Variant Omicron) মধ্যেই ৩ পড়ুয়া করোনা আক্রান্ত। বন্ধ করে দেওয়া হল রায়গঞ্জের বেসরকারি স্কুল। চুঁচুড়ায় এল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দল।
করোনায় বন্ধ স্কুল
৩ জানুয়ারি কলকাতার ১৬টি স্কুলে ১৫ ঊর্ধ্বদের কোভ্যাক্সিন। ৪ তারিখ থেকে শুরু ৫০টি স্কুলে। ১০ জানুয়ারি থেকে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ।
করোনা আক্রান্ত সৌরভের অবস্থা স্থিতিশীল। নতুন করে জ্বর আসেনি, রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, জানাল উডল্যান্ডস। করোনা নেগেটিভ ডোনা-সোনা।
করোনা রুখতে সতর্কতা। কল্পতরু উৎসবে বাগবাজারে মায়ের বাড়িতেও দর্শনার্থী প্রবেশে নিষেধ। বৃহস্পতি-শুক্রবার আইলিগের ম্যাচ স্থগিত।
শিলিগুড়ি পুরভোটে ফের গুরু-শিষ্যের লড়াই। ৬ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী অশোক, ২৪ নম্বরে বিজেপির শঙ্কর। সস্ত্রীক ভোটের লড়াইয়ে নান্টু পাল।
বাড়ছে করোনা। ২২ জানুয়ারি ৪ পুরসভার ভোট কীভাবে? প্রশ্ন বিজেপির। বিশেষজ্ঞ-মতামতের দাবি। ৫ রাজ্যেও কী ভোট পিছোবে? প্রশ্ন তৃণমূলের।
কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগে বামেদের কমিশন অভিযানে ধুন্ধুমার। বেশ কয়েকজন গ্রেফতার। প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি।
ফের গোয়ায় অভিষেক। গেলেন মন্দির, মঠে। গৃহলক্ষ্মী প্রকল্পের প্রচার।গোয়াতে শুরুতেই ভাঙন, খোঁচা দিলীপের। হারা দলের অপসারিত নেতা, পাল্টা সৌগত।
হোয়াটসঅ্যাপে বিভ্রান্তি ছড়াচ্ছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাঠাচ্ছেন মেসেজ। দাবি সৌগতর। ব্যক্তিগত মেসেজ প্রকাশ করে ঠিক করলেন না, পাল্টা বিজেপি।
বিজেপির হয়ে প্রচার করলে সামাজিক বয়কট, তমলুকে হুমকি বিতর্কে তৃণমূল নেতা। বয়কট করবে ভোটাররাই, পাল্টা বিজেপি।
প্রায় ৩ কোটি কোটি টাকা পুরকর বকেয়া। ক্যামাক স্ট্রিটের হোটেলে অভিযান চালিয়ে সিল করল পুরসভা। তাগাদা দিয়েও কর বকেয়ার অভিযোগ।
ধরা পড়েনি কোনও অসুস্থতা। রামগঙ্গা রেঞ্জের ধূলিভাসানির জঙ্গলে ছাড়া হল কুলতলির রয়্যাল বেঙ্গলকে। পুরস্কারের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর।
বর্ষশেষে কলকাতায় প্রায় উধাও শীত। ঠান্ডায় কাঁপছে দার্জিলিং। টাইগার হিলে তুষারপাত। বরফে মুড়ল বাতাসিয়া, জোড়বাংলো।
West Bengal News Live: গঙ্গাসাগর মেলার আগেই সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে, জানালেন মুখ্যমন্ত্রী
বিধি মেনেই গঙ্গাসাগর মেলা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। মেলার আগেই সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে বলে, জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। মেলা নিয়ে কটাক্ষ করেছে সিপিএম ও বিজেপি।
WB News Live Updates: বিধাননগর পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী ঘিরে অসন্তোষ
বিধাননগর পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী ঘিরে অসন্তোষ। মধ্যমগ্রাম লাগোয়া বিধাননগর পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী পিনাকী নন্দী। পিনাকী নন্দীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, আগে ছিলেন সুস্মিতা দাস। ১ নম্বর ওয়ার্ডে গণেশ চন্দ্র রায়কে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ।
West Bengal News Live: সল্টলেকের নয়াপট্টিতে আবর্জনার ভ্যাটে বিস্ফোরণে জখম দুই বালক
সল্টলেকের নয়াপট্টিতে আবর্জনার ভ্যাটে বিস্ফোরণে জখম দুই বালক। দু’জনকেই বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিত্সা করানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো ব্যাটারি থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
WB News Live Updates: হাওড়া পুরসভা সংশোধনী বিল নিয়ে ভুল তথ্য, স্বীকার করলেন অ্যাডভোকেট জেনারেল
হাওড়া পুরসভা সংশোধনী বিল নিয়ে আদালতে ভুল তথ্য পেশ করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে তার দায় স্বীকার করলেন অ্যাডভোকেট জেনারেল। ৬ জানুয়ারি, মামলার পরবর্তী শুনানিতে ত্রুটি সংশোধনের জন্য আবেদনপত্র দাখিল করবেন তিনি। ওইদিনই রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
West Bengal News Live: STF’এর দায়িত্ব দেওয়া হচ্ছে জ্ঞানবন্ত সিংকে, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী
সৌমেন মিত্রর অবসরের পর, কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল। ADG CID’র পাশাপাশি STF’এর দায়িত্ব দেওয়া হচ্ছে জ্ঞানবন্ত সিংকে। অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন প্রবীণকুমার ত্রিপাঠী।