West Bengal News Live Updates: ৩ জুন মাধ্যমিকের রেজাল্ট
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: গত ১৪ দিনে, ৪ জন। ৩ অভিনেত্রী (Actress)-মডেলের (Model) পর, এবার কসবায় (Kasba) মেকআপ আর্টিস্টের (Makeup Artist) অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা।
সকাল হোক বা সন্ধে, হাঁটতে বেরোলেই পড়তে হচ্ছে ছিনতাইবাজদের খপ্পরে! নম্বরবিহীন বাইকে এসে দুষ্কৃতীরা ছিনিয়ে নিচ্ছে হার বা মোবাইল ফোন। অভিযোগ দুর্গাপুরের গোপালমাঠ এলাকায়। নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন মেয়র পারিষদ।
জলপাইগুড়ির নাগরাকাটায়, পাহাড়ি নদীতে হড়পা বানে তলিয়ে মৃত্যু হল মা-মেয়ের। পুলিশ সূত্রে খবর, রবিবার, গাঠিয়া নদী তীরবর্তী এলাকায় বেড়াতে যান, গাঠিয়া চা বাগানের ফ্যাক্টরি ম্যানেজার রূপক বিশ্বাস, তাঁর স্ত্রী, মেয়ে। সঙ্গে ছিলেন কলকাতা থেকে যাওয়া আত্মীয় স্বজন। সূত্রের খবর, মোট ৮ জন গাঠিয়া নদীতে স্নান করতে নামেন। তখনই আচমকা হড়পা বান আসে। জলের তোড়ে ভেসে যায় সকলে। ৬ জনকে উদ্ধার করা গেলেও, তলিয়ে যান ফ্যাক্টরি ম্যানেজারের স্ত্রী ও মেয়ে। পরে, মা-মেয়ের মৃতদেহ উদ্ধার হয়।
এক SI-এর মন্তব্যকে ঘিরে মালদার মানিকচকের বালুটোলা গ্রামে সংঘর্ষের ঘটনা নতুন মাত্রা পেল। পুলিশের বক্তব্যকে হাতিয়ার করে গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যুতে তৃণমূলকে ফের নিশানা করল বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির।
পূর্ব বর্ধমানে সরকারি বৈঠকে মহিলা বিডিওর উদ্দেশ্যে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ। নাম জড়াল এক তৃণমূল নেতার। মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন বিডিও। যদিও অভিযুক্তর দাবি, বিডিওর সঙ্গে তিনি অশালীন আচরণ করেননি।
গত বছরের ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ তুলে ৫ ও ৬ জুন রাজ্য জুড়ে পথে নামছে তৃণমূল। মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
WB News Live Updates: অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিল সংস্কৃত কলেজ
পড়ুয়াদের একাংশের বিক্ষোভের মধ্যেই অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিল সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
West Bengal News Live Updates: বউবাজার বিপর্যয়ের কারণ জানতে IIT রুরকি-কে দিয়ে সমীক্ষা
ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজে বউবাজারে বারবার বিপর্যয়ের কারণ জানতে এবার IIT রুরকি-কে দিয়ে সমীক্ষা করাল KMRCL কর্তৃপক্ষ। বিপর্যস্ত এলাকার বিভিন্ন দিক খতিয়ে দেখলেন বিশেষজ্ঞরা। কয়েকদিনের মধ্যেই রিপোর্ট দেবেন তাঁরা।
WB News Live Updates: স্থানীয় এক যুবকের নামের অভিযোগ 'আক্রান্ত' ব্যবসায়ীর
রাজু নস্কর নামে এক স্থানীয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ ব্যবসায়ীর। এই নামে কাউকে চিনি না, পাল্টা দাবি অভিযুক্ত রাজু নস্করের। নার্সিংহোমে গিয়ে আক্রান্তের বয়ান রেকর্ড করল বেলেঘাটা থানার পুলিশ। হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, খবর পুলিশ সূত্রে।
West Bengal News Live Updates: ভর দুপুরে বেলেঘাটায় 'আক্রান্ত' ব্যবসায়ী
‘তোলা’ না দেওয়ায় ভর দুপুরে বেলেঘাটায় আক্রান্ত ব্যবসায়ী। বেলেঘাটায় প্লাইউড ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। মাথা, বুক, পায়ে গুরুতর আঘাত নিয়ে নার্সিংহোমে ভর্তি ব্যবসায়ী।
WB News Live Updates: সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম চারজনকে অভিনন্দ বার্তা মমতার
‘শ্রুতি শর্মা, অঙ্কিতা আগরওয়াল, গামিনী সিংলা, ঐশ্বর্য বর্মাকে অভিনন্দন। ২০২১ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম চারজনকে অভিনন্দন। তোমরা আমাদের গর্বিত করেছ।’ ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।