(Source: Matrize)
WB News Live Updates: রাজ্যে নতুন করে আক্রান্ত ৩ হাজার ৪৫১, ২৪ ঘণ্টায় মৃত্যু ৭ জনের
Get the latest West Bengal News and Live Updates:সংক্রমণে দেশে চতুর্থ বাংলা। দেশে ৮ জেলার মধ্যে কলকাতায় পজিটিভিটি রেট ১২ দশমিক ৫ শতাংশ। বাংলায় ১১ ওমিক্রন আক্রান্তের হদিশ।
LIVE
Background
কলকাতা: ব্রিটেন ফেরত কলকাতার (Kolkata) কৈখালি, আলিপুর, সল্টলেক, শ্যামবাজার, হাতিবাগানে শিশু সহ আরও পাঁচ ওমিক্রন (Omicron) আক্রান্তের হদিশ।বুধবারের তুলনায় রাজ্যে (West Bengal) দৈনিক সংক্রমণ বাড়ল দ্বিগুণ। একদিনে আক্রান্ত ২১২৮ জন। চারদিনে সংক্রমণ বৃদ্ধি ৫ গুণ। সংক্রমিতের অর্ধেকই কলকাতার।করোনা সংক্রমণে দেশে চতুর্থ বাংলা। দেশে ৮ জেলার মধ্যে কলকাতায় পজিটিভিটি রেট ১২ দশমিক ৫ শতাংশ। বাংলায় ১১ ওমিক্রন আক্রান্তের হদিশ। জানালেন কেন্দ্রের যুগ্ম স্বাস্থ্য সচিব।
এক সপ্তাহের মধ্যে রাজ্যে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সতর্কবার্তা স্বাস্থ্য দফতরের। দৈনিক ৩০-৩৫ হাজার সংক্রমণের আশঙ্কা। পরীক্ষায় জোর দিতে বাংলা সহ ৫ রাজ্যকে চিঠি কেন্দ্রের।এখনই সব বন্ধের প্রয়োজন নেই, লোকাল ট্রেন নিয়ে পর্যালোচনা চলছে। জানালেন মুখ্যমন্ত্রী। ৩ জানুয়ারি থেকে কলকাতায় ব্রিটেনের উড়ানে নিষেধাজ্ঞা। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে চিঠি রাজ্যের।
ওমিক্রন পরীক্ষার জন্য রাজ্যের কাছে কী পর্যাপ্ত ল্যাবরেটরি আছে ? প্রশ্ন অধীরের। মুখ্যমন্ত্রী নিজে করোনা বিধি মানছেন তো ? কটাক্ষ সুজনের।করোনা আক্রান্ত কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। সংক্রমিত আর আহমেদ ডেন্টাল কলেজের ১২ জন চিকিৎসক।
গঙ্গাসাগর মেলায় কাউকে আসতে বারণ করব না, বললেন মুখ্যমন্ত্রী। মেলার আগেই সবার টিকাকরণ, জানালেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। মেলার আয়োজন নিয়ে প্রশ্ন দিলীপের।
করোনা আবহে বর্ষবরণে কড়া নজরদারি। ওয়াকিং স্ট্রিট নয়, পার্ক স্ট্রিটে আজ সন্ধের পর চলবে গাড়ি। পয়লা জানুয়ারি কালীঘাটের গর্ভগৃহে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা।
করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল।স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন। দেখছেন টিভিও। চলছে স্টিম ও ভিটামিন থেরাপি।
৪ পুরনিগমের প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের। বিধাননগরে নতুন মুখ ২৭। প্রার্থী সব্যসাচী, কৃষ্ণা, তাপসের বদলে প্রার্থী মেয়ে আরাত্রিকা। বাদ শৈলেন-কন্যা। শিলিগুড়িতে প্রার্থী গৌতম দেব, রঞ্জন।
হাওড়া-বালি বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছিলেন বলা ভুল ছিল। আদালতে স্বীকার এজির। ত্রুটি সংশোধন করে আদালতে নতুন হলফনামা দাখিলের আর্জি। পরবর্তী শুনানি ৬ জানুয়ারি।
কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন বিনীত গোয়েল। অবসর নিচ্ছেন সৌমেন মিত্র, আসতে পারেন ওএসডি ট্রেনিং পদে। সিআইডির সঙ্গে এসটিএফের দায়িত্বে জ্ঞানবন্ত সিংহ।
আইন অগ্রাহ্য করে চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ। প্রত্যাহার না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জগদীপ ধনকড়ের। সুকুমার রায়ের কবিতা উদ্ধৃত করে পাল্টা খোঁচা শিক্ষামন্ত্রীর।
প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দি নিখোঁজ। জেল সুপারের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট। সিসি ক্যামেরার ফুটেজ তলব। জেল সুপারকে সশরীরে হাজিরার নির্দেশ।
সল্টলেকের নয়াপট্টিতে আবর্জনার ভ্যাটে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। আহত দুই বালক। ব্যাটারি ফেটেই বিস্ফোরণ, অনুমান পুলিশের।
এবছর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন ব্রাত্য বসু। মীরজাফর ও অন্যান্য নাটক বইয়ের জন্য স্বীকৃতি। বহুদিনের পরিশ্রমে সাফল্য। প্রতিক্রিয়া ব্রাত্যর।
আজ থেকেই পরিষ্কার আকাশ, নামবে তাপমাত্রা। নতুন বছরের শুরুতেই ফিরবে শীত। আজ থেকে জাঁকিয়ে ঠাণ্ডা জেলায়। জানাল আবহাওয়া দফতর
WB News Live Updates: করোনা-ওমিক্রন আতঙ্কের মধ্যেই বর্ষবরণ
করোনা-ওমিক্রন আতঙ্কের মধ্যেই বর্ষবরণ। বিদায় একুশ। আতসবাজি, আলোর রোশনাইয়ে ২০২২-কে স্বাগত জানাল বিশ্ব। সিডনি থেকে অকল্যান্ড। হংকং থেকে কলকাতা। বর্ষবরণের আনন্দে মাতোয়ারা সকলেই।
West Bengal News Live: বিদায় ২০২১, স্বাগত ২০২২
শুভ নববর্ষ। বিদায় ২০২১। স্বাগত ২০২২। নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন বিশ্ববাসী।
WB News Live Updates: সংক্রমণ বৃদ্ধিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা
রাজ্যে এবং কলকাতায়, তিনদিনে তিনগুণেরও বেশি বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেল সাড়ে তিন হাজারের দোরগোড়ায়। নতুন করে মৃত্যু হয়েছে সাত জনের। শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্ত দু’হাজারের কাছাকাছি। তাতেই করোনার তৃতীয় ঢেউ ঘিরে আশঙ্কা দেখা দিয়েছে।
West Bengal News Liveআসানসোলে পুরযুদ্ধে নেই জিতেন্দ্র তিওয়ারি
বহু বছর পর আসানসোলে পুরযুদ্ধে নেই জিতেন্দ্র তিওয়ারি। শিবির বদল করলেও, তাঁর নাম দেখা গেল না বিজেপির প্রার্থী তালিকায়। তার বদলে প্রার্থী করা হল তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারিকে।
WB News Live Updates: দিঘায় করোনা বিধি ভেঙে উৎসব উদযাপন পর্যটকদের
বছর শেষের আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী। দিঘায় করোনা বিধি ভেঙে উৎসব উদযাপন পর্যটকদের। বিধিভঙ্গে চলে পুলিশি ধরপাকড়। দার্জিলিং, বীরভূম থেকে পুরুলিয়ায় উৎসবের আমেজ।