West Bengal News Live: প্রার্থী ঘোষণার আগে তৃণমূল কর্মীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
তিনি ছিলেন, শ্রোতাদের চিরদিনের হাসি-কান্নার সাথী। তাঁর জীবন ছিল, নদীর মতো গতিহারা। সেই তিনি আর নেই। শ্রোতাদের কাঁদিয়ে প্রয়াত সঙ্গীত শিল্পী মির্মলা মিশ্র (Nirmala Mishra)। রাত ১২.৫-এ চেতলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু হয় তাঁর। জানিয়েছেন প্রয়াত সঙ্গীতশিল্পীর চিকিৎসক (Doctor)। নির্মলা মিশ্রর বয়স হয়েছিল, ৮৪ বছর। চিকিত্সক জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। পরিবার সূত্রে খবর, এদিন রাতে শিল্পীর দেহ রাখা থাকবে দক্ষিণ কলকাতার (South Kolkata) নার্সিংহোমে। আজ সকালে নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে (Rabindra Sadan)। কেওড়াতলা শ্মশানে হবে শেষকৃত্য। শিল্পীর জন্ম ১৯৩৮-র ২১ অক্টোবর। ১৯৬০ সালে সঙ্গীত জগতে পা রাখেন শিল্পী। সঙ্গীত পরিচালক বালকৃষ্ণ দাস তাঁকে ‘শ্রী লোকনাথ’ ছবির গান গাওয়ার সুযোগ দেন। তিনি যেসব ছবির গানে কণ্ঠ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য- স্ত্রী, অভিনেত্রী, অনুতাপ ইত্যাদি। ছবির গানের পাশাপাশি তিনি গেয়েছেন, অসংখ্য আধুনিক বাংলা গান। তাঁর গানের মধ্যে উল্লেখযোগ্য, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতাপাখি রে, বল তো আরশি তুমি মুখটি দেখে, কাগজের ফুল বলে, সবুজ পাহাড় ডাকে প্রভৃতি।
জমি সংক্রান্ত বিবাদের ঘটনায় জরিমানা নেওয়া হয়েছিল। ১১ বছর পর সিপিএম কর্মীদের সেই টাকা ফেরানো হল তৃণমূলের তরফে। ডেবরার এই ঘটনায় তুঙ্গে রাজনীতি। ব্যক্তিগতভাবে কেউ টাকা নিয়ে ছিলেন। আরও কেউ নিয়ে থাকলেও টাকা ফেরানো হবে। জানালেন জেলা তৃণমূলের চেয়ারম্যান।
SSC’র আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে আশ্বাস দিলেও, চ্যাংদোলা করে, টেনে হিঁচড়ে তুলে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে অবস্থানে বসা ২০১৪’র টেট উত্তীর্ণদের! কেন এক যাত্রায় পৃথক ফল? এই প্রশ্নে শাসকদলকে তীব্র নিশানা করেছে বিরোধীরা। পাশাপাশি রাজনীতির পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল।
শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে, বিজেপির পোস্টার দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে হাজরায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতা-কর্মীদের। প্রায় ৪ ঘণ্টা পর লালবাজার থেকে ছাড়া হয়। এ’নিয়ে তুঙ্গে উঠেছে তরজা।
West Bengal Live Update: প্রার্থী ঘোষণার আগে তৃণমূল কর্মীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক
বনগাঁ পুরসভার (Bongaon Municipality) ১৪ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচনের (By Election) প্রার্থী ঘোষণার আগে তৃণমূল কর্মীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক। প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে তৃণমূলের প্রার্থী করতে হবে, পোস্টে দাবি। দল চাইলে লড়তে প্রস্তুত বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শঙ্কর আঢ্যর। এদিকে ফেসবুক পোস্টই বলে দিচ্ছে শাসকদলের গোষ্ঠীকোন্দল কোন পর্যায়ে পৌঁছেছে বলে কটাক্ষ করেছে বিজেপি। এই পরিস্থিতিতে শঙ্কর আঢ্যর দলীয় অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
West Bengal Live: ৫ অগাস্ট পর্যন্ত পথসভা করবে বিজেপি, জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
আজ থেকে ৫ অগাস্ট পর্যন্ত পথসভা করবে বিজেপি (BJP)। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নিজে বলেছেন উদ্ধার হওয়া টাকা ওঁর নয়। নেপথ্যে কি বৃহত্তর ষড়যন্ত্র ? বাংলা ও দেশের মানুষের সামনে আসা উচিত। ৬ অগাস্ট থেকে ৮ অগাস্ট, পরে ১৬ থেকে ১৮ অগাস্ট ব্লকস্তরে মিছিল, ধর্না চলবে। জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।
West Bengal Live Update: ফের ষড়যন্ত্রের অভিযোগে সুর চড়ালেন পার্থ চট্টোপাধ্যায়
উদ্ধার টাকা তাঁর নয়, দাবি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। হাওড়ায় গ্রেফতার কংগ্রেসের তিন বিধায়ক। ঝাড়খণ্ডের সরকার ফেলার চেষ্টা, অভিযোগ কংগ্রেসের। তুঙ্গে তরজা।
West Bengal Live: নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিভিন্ন জায়গায় মিছিল করল বামেরা
নিয়োগে দুর্নীতির প্রতিবাদ। শ্যামবাজার থেকে বেহালা, কলকাতার বিভিন্ন জায়গায় মিছিল করল বামেরা (Left Rally)।
West Bengal Live Update: দুর্নীতি ইস্যুতে এবার শুভেন্দুর নিশানায় হুগলির ২ তৃণমূল নেতা
SSC দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় হুগলির (Hooghly) দুই তৃণমূল নেতা। নাম করে সরাসরি তাঁদের দিকে আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। যদিও প্রমাণ দেখাক বলে পাল্টা দাবি জানিয়েছে অভিযুক্তরা।