Tmc News: 'আদানি নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি', জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : 'উপনির্বাচনে ৬ আসনে তৃণমূলের জয়, মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মমতার'।'কর্মসমিতিতে যুক্ত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভুঁইঞা, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও জাভেদ খান'।'সংসদের ডিসিপ্লিনারি কমিটিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক','দলের ডিসিপ্লিনারি কমিটিতে সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য''বিধানসভা ডিসিপ্লিনারি কমিটিতে শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য','দিল্লিতে দলের মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন,কাকলি,ঘোষ,দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ','তৃণমূলের তরফে মিডিয়া কো-অর্ডিনেটর অরূপ বিশ্বাস','উত্তরবঙ্গে তৃণমূলের মুখপাত্র গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বরাইক','ঝাড়গ্রাম নিয়ে বলবেন বীরবাহা হাঁসদা, চা বাগান নিয়ে বলবেন মলয় ঘটক','বাংলার হয়ে বলবেন কুণাল ঘোষ, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য'।
রাজ্যজুড়ে ট্যাব কেলেঙ্কারি মাঝে ফের উঠল বিস্ফোরক অভিযোগ। জন সাধারণের দাবি অনুযায়ী, রাজ্য সরকারের যে প্রকল্প শো স্টপার, এবার সেই প্রকল্প নিয়েই উপনির্বাচনে জয়ের পর উঠে এল গুরুতর অভিযোগ ! পূর্ব মেদিনীপুর জেলায় ট্যাবের টাকা না পাওয়ার পর এবার, তমলুক শহরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগ এলাকার মহিলাদের। প্রতিকার চেয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন উপভোক্তারা। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। শুরু রাজনৈতিক তরজা।




















