West Bengal News Live : কাউন্সিলরের মদতে শোভাযাত্রার জন্য দোকান ভাঙার অভিযোগ
'কালীঘাটের কাকু' গ্রেফতার বায়রনে বিস্ফোরক চিরঞ্জিৎ ১ লক্ষেরও বেশি চাকরি-ঘোষণা রাজ্য সরকারের আরও খবর ...
LIVE
Background
'কালীঘাটের কাকু' গ্রেফতার: নিয়োগ দুর্নীতিতে আরও এক হাইপ্রোফাইল গ্রেফতারি। প্রায় ১২ ঘণ্টা ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের পর, এবার ED-র হাতে গ্রেফতার কালীঘাটের কাকু। তাঁকে গ্রেফতার করে কি বিশেষ কোনও মাথার কাছে পৌঁছতে চাইছে ED?
অবশেষে গ্রেফতার 'কাকু' : কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করল ইডি। সূত্রের দাবি, ম্য়ারাথন জিজ্ঞাসাবাদে বারবার উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে তিনি তথ্য় গোপনও করেন। এরপরই, গ্রেফতার করা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে।
বায়রনে বিস্ফোরক চিরঞ্জিৎ : বায়রনে বিস্ফোরক চিরঞ্জিৎ। সাগরদিঘির বিধায়কের দলবদল নিয়ে বিস্ফোরক বারাসাতের তৃণমূল বিধায়ক।
তৃণমূলে চিরঞ্জিত 'অস্বস্তি' : দল ভাঙানোর নিন্দা তৃণমূলেরই অন্দরে। বিস্ফোরক বারাসাতের বিধায়ক। এতদিন কেন চুপ ছিলেন? কটাক্ষ শমীকের। তৃণমূল অভিধানে নীতি-নৈতিকতা নেই, আক্রমণে অধীর।
'বিশ্বাসঘাতক বায়রন' : ‘হাত’ ছেড়ে জোড়াফুলে বায়রন বিশ্বাস। এবার বায়রনকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের। '৩ মাস আগে জয়ী কংগ্রেস বিধায়ককে লোভ দেখিয়ে ভাঙিয়েছে তৃণমূল।' 'সাগরদিঘির ভোটারদের রায়ের প্রতি বিশ্বাসঘাতকতা'। ট্যুইট এআইসিসি-র সাধারণ সম্পাদকের।
বাড়ল বায়রনের সুরক্ষা : ভোটে জেতার ৩ মাসের মধ্যেই দলবদল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসতেই সুরক্ষা বাড়ল বায়রনের। এবার বাড়িতেও সবসময়ের জন্য থাকবে নিরাপত্তারক্ষী।
১ লক্ষেরও বেশি চাকরি-ঘোষণা : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই বড় ঘোষণা সরকারের। ১ বছরের মধ্যেই রাজ্যে ১ লক্ষেরও বেশি সরকারি চাকরির ঘোষণা। ১ লক্ষ ২৫ হাজার সরকারি কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
৯৪৯৩ জনকে অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের ঘোষণা। বিভিন্ন পদে আরও ১৭ হাজার কর্মসংস্থান তৈরির ঘোষণা।
কাকু'কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ : 'কালীঘাটের কাকু'কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডি-র। সকাল সাড়ে ১১টা থেকে সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ। ৩টি সংস্থার সঙ্গে সুজয়কৃষ্ণের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মেলার দাবি ইডি সূত্রে। ৩টি কোম্পানির কোটি কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে, দাবি ইডি সূত্রে। কোম্পানির কর্মীদের বয়ান নেওয়ার পরই সুজয়কৃষ্ণকে তলব।
কমিশনার সংঘাত : সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনারের নাম বাছাই নিয়ে মন্তব্য রাজ্যপালের। পছন্দ না হলে ফাইল ফেরত দিন। পাল্টা মুখ্যমন্ত্রী।
প্রতিবাদে বাইক র্যালি : কুড়মি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ঝাড়গ্রামের লোধাশুলিতে বাইক র্যালি। ধৃত ৯ কুড়মি নেতাকে নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল। অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার করা হয় ৯ কুড়মি নেতাকে।
'দমন পীড়ন নীতি ঠিক নয়' : কনভয় হামলায় গ্রেফতার ৯। কুড়মি নেতা, মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। 'দমন পীড়ন নীতি অবলম্বন করা ঠিক হবে না' 'জঙ্গলমহলে সকলের সঙ্গে আলোচনা করুন', বললেন পার্থ।
৫ দিন সময় : গঙ্গায় পদক বিসর্জন দিতে হরিদ্বারে সাক্ষী, ভিনেশ, বজরং পুনিয়ারা। সেখানে হাজির কৃষকনেতা নরেশ টিকাইত। কুস্তিগিরদের কাছ থেকে পদকগুলি নিয়ে রাখলেন নিজের কাছে। যৌন নির্যাতনে অভিযুক্ত কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ৫ দিন সময় দিলেন সরকারকে।
Nisith Pramanik: অ্যাম্বুুল্যান্সে কফিনে মাদক পাচারের চেষ্টা! নিশীথ প্রামাণিকের ছবি পোস্ট করে বিজেপিকে আক্রমণ
অ্যামবুুল্যান্সে কফিনে মাদক পাচারের চেষ্টা! সেই ঘটনাতেও এবার লাগল রাজনীতির রং! মাদককাণ্ডে ধৃত একজনের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ছবি পোস্ট করে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন উদয়ন গুহ। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। এনিয়ে নিশীথ প্রামাণিককে ফোন করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Bankura News: কাউন্সিলরের মদতে শোভাযাত্রার জন্য দোকান ভাঙার অভিযোগ
কাউন্সিলরের মদতে শোভাযাত্রার জন্য দোকান ভাঙার অভিযোগ। নালিশ জানাতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের কাছেই হেনস্থা হতে হয়েছে বাজার কমিটির সম্পাদককে। কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগে বুধবার সকাল থেকে বাজার ও দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। পাল্টা অভিযোগ কাউন্সিলরের। বাঁকুড়া পুরসভার রাজগ্রামের ঘটনা।
Purba Medinipur News: পূর্ব মেদিনীপুরের রামনগরে বাইকের চাকায় দড়ি জড়িয়ে দুর্ঘটনা
পূর্ব মেদিনীপুরের রামনগরে বাইকের চাকায় দড়ি জড়িয়ে দুর্ঘটনা। বাইকআরোহী এক মহিলার মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার নিরাপত্তায়, রাস্তার দু'পাশে ব্যারিকেডের জন্য দড়ি ফেলা ছিল। স্থানীয়দের একাংশের দাবি, রাস্তায় পড়ে থাকা দড়িতে বাইকের চাকা জড়িয়ে দুর্ঘটনা ঘটে। বাইক থেকে পড়ে যান মহিলা। সেসময় উল্টো দিক থেকে আসা একটি ম্যাটাডোর ধাক্কা মারে ওই মহিলাকে। কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রামনগর থানার পুলিশ সূ্ত্রে দাবি, ব্যারিকেডের দড়ির কারণে কোনও দুর্ঘটনা ঘটেনি। বাইকচালক ভারসাম্য হারিয়ে ফেলায় মহিলা মাটিতে পড়ে যান। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি ম্যাটাডোর ধাক্কা মেরে চলে যায় তাঁকে।
Birbhum News: বীরভূমে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব
বীরভূমে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব। এবার খয়রাশোলের ব্লক সভাপতিকে ফেসবুকে নিশানা করলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। পাল্টা আক্রমণ শানিয়েছেন ব্লক সভাপতি। ভুল স্বীকার না করলে পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে জেলা তৃণমূল।
Nadia News: ফের বিস্ফোরণ, নদিয়ায় উড়ল তৃণমূলকর্মীর বাড়ি
ফের বিস্ফোরণ, নদিয়ায় উড়ল তৃণমূলকর্মীর বাড়ি! দুবরাজপুর, ভাঙড়ের পর চাপড়া, তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ। বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ, অভিযোগ গ্রামবাসীদের।