WB News LIVE Blog: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ১৪ নভেম্বর পর্যন্ত জেলেই পার্থ
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন দিনভর কোথায় কী ঘটছে, সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপটেড
LIVE
Background
কলকাতা: ২০১৬-তে কলকাতায় পোস্তা (Posta) উড়ালপুল (Bridge) বিপর্যয়ের পর কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। গুজরাতে (Gujarat) সেতু বিপর্যয়ের পর ট্যুইটে সেই প্রসঙ্গ টেনে তৃণমূল (TMC) সাংসদ সুখেন্দুশেখর রায় লিখেছেন, সংস্কারের পর গুজরাতে সেতু বিপর্যয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে। একটু চোখের জল ফেলুন, মোদিজী (PM Modi)।
অকারণে মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। সম্মান চলে গেলে ফিরে পাওয়া যায় না। আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
একশ্রেণির মানুষ গণতান্ত্রিক শক্তিকে কুক্ষিগত করেছে। এরকম চললে দেশে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হবে। মন্তব্য মুখ্যমন্ত্রীর।
দুর্নীতির বিরুদ্ধে বিচারব্যবস্থার পদক্ষেপে আতঙ্কিত মুখ্যমন্ত্রী। কটাক্ষ শুভেন্দুর। বিচারব্যবস্থার ওপর চাপ তৈরির চেষ্টা, আক্রমণ অধীরের।
নৈহাটির শিবদাসপুরে অপারেশন ব্ল্যাক। আলো নিভিয়ে মুখোশধারী দুষ্কৃতীদের হামলা। গুলি, বোমাবাজিতে খুন তৃণমূলকর্মী, আহত ১। অভিযুক্তের বাড়ি ভাঙচুর, গ্রেফতার ৩।
নৈহাটিতে হামলায় নেপথ্যে মাদকচক্র? মাস্টারমাইন্ড নাবালক? মাদক কারবারের প্রতিবাদ করায় খুন তৃণমূলকর্মী। বারবার কেন সন্ত্রাস? প্রশ্ন স্থানীয়দের।
রাজনৈতিক লাভের জন্য দুষ্কৃতীদের আশ্রয় তৃণমূলের। কটাক্ষ দিলীপের। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, আক্রমণ কংগ্রেস-সিপিএমের। সিপিএম জমানায় তুলনায় কমেছে সন্ত্রাস, পাল্টা পার্থ ভৌমিক।
পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা বিজেপির পাশে থাকবে কিনা উত্তর দিতে পারে রাজ্য নেতৃত্বই। শান্তনু ঠাকুরের মন্তব্যে অস্বস্তিতে বিজেপি। মমতার পাশেই থাকবেন, পাল্টা মমতাবালা।
ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। দেগঙ্গায় মৃত্যু গৃহবধূর। দোসর ম্যালেরিয়া। ২ মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩ গুণের বেশি। রাজ্যের রিপোর্টে উল্লেখ।
WB News Live Updates: পর্ষদের ‘OMR’ তথ্য
২০১৪-র টেটে অংশগ্রহণ করেছিলেন ১২ লক্ষ ৯৫ হাজার চাকরিপ্রার্থী। প্রত্যেকেরই OMR Sheet নষ্ট করে হয়েছে। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, এমনটাই দাবি করলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। OMR শিট নষ্ট নিয়ে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
WB News Live Updates: বুধে মমতা-স্তালিন সাক্ষাৎ
রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ২ তারিখই দেখা করবেন ডিএমকে নেতা স্তালিনের সঙ্গে। ফিরবেন তারপরের দিন।
West Bengal News Live: ন্যাশনালে প্রসূতির রহস্যমৃত্যু
নিখোঁজ ছিলেন গতকাল দুপুর থেকে। সকালে দেহ মিলল প্রসূতি বিভাগের পিছনে। ন্যাশনাল মেডিক্যালে প্রসূতির রহস্যমৃত্যু। হাসপাতাল সূত্রে খবর, ওপর থেকে পড়েই মৃত্যু হয়েছে বলে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। তদন্তকারীদের অনুমান, ৫ তলার ভাঙা জানালা দিয়ে দিয়ে বেরিয়ে পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে যান প্রসূতি। খুনের অভিযোগ করেছে পরিবার।
WB News Live Updates: মোহনবাগানের সঙ্গে ATK-এর মেলবন্ধন নিয়ে সমর্থকদের একাংশের ক্ষোভ
মোহনবাগানের সঙ্গে ATK-এর মেলবন্ধন নিয়ে সমর্থকদের একাংশের ক্ষোভ। শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ করা হবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হল ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে। বিভিন্ন সমাজ মাধ্যমে অনেকেই ATK নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। কোথাও কোথাও বিক্ষোভও দেখানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে মোহনবাগানের নামের আগে ATK নিয়ে আপত্তি রয়েছে বর্তমান কর্মকর্তাদের একাংশের মধ্যেও। এ নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে কর্তৃপক্ষ। ক্লাবের সঙ্গে সংস্থার চুক্তি মাঝপথে ভেঙে দেওয়া যায় না, বললেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।
West Bengal News Live: পার্টি অফিস দখল ঘিরে পানিহাটিতে ২ তৃণমূল কাউন্সিলরের লড়াই
পার্টি অফিস দখল ঘিরে পানিহাটিতে ২ তৃণমূল কাউন্সিলরের লড়াই। ২ তৃণমূল কাউন্সিলরের লড়াইয়ে রণক্ষেত্র পানিহাটি, নামতে হল পুলিশকে।