WB News Live Updates: আনিস খানের দাদাকে হুমকি ফোনের ঘটনায় গ্রেফতার ১
ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির চিন্তন বৈঠক। শুভেন্দুর গরহাজিরায় জল্পনা। কাজের জন্য আসতে পারবেন না বলে জানিয়েছিলেন, দাবি সুকান্তর। জেনে নিন জেলার সমস্ত খবরের আপডেট।
LIVE
Background
কলকাতা: পুরভোটে (Municipal) ভরাডুবির জন্য বাম-তৃণমূলের আঁতাঁতই দায়ী। চিন্তন বৈঠকে আক্রমণে সুকান্ত (Sukanta Mazumder)। পাগলের প্রলাপ, একসুরে পাল্টা আক্রমণে তৃণমূল (TMC)-বাম (CPM)।
ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির চিন্তন বৈঠক। শুভেন্দুর (Suvendu Adhikari) গরহাজিরায় জল্পনা। কাজের জন্য আসতে পারবেন না বলে জানিয়েছিলেন, দাবি সুকান্তর।
আইএমএ (IMA) কলকাতা শাখার নির্বাচন ঘিরেও ধুন্ধুমার। ছাপ্পা ভোট, জাল ভোটার, হুমকির অভিযোগে দফায় দফায় বিক্ষোভ।
তৃণমূল বিধায়ক বনাম তৃণমূল সমর্থিত চিকিৎসকের লড়াইয়ে তুলকালাম আইএমএ নির্বাচন। অভিযোগ, পাল্টা অভিযোগ।
মাঝ আকাশে ফের মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট। একধাক্কায় কয়েক হাজার ফুট নীচে নামল বিমান।
কাঁথিতে হারের জন্য অন্তর্দ্বন্দ্বের অভিযোগ ২ তৃণমূল প্রার্থীর। বিকল্প না থাকায় হার, পাল্টা অখিল। এগরা পুরসভা দখলে নির্দলের অপেক্ষায় তৃণমূল।
থানা থেকেই হুমকি ফোন, দাবি আনিসের পরিবারের। অভিযোগ পেলে পদক্ষেপ, জানাল পুলিশ। তদন্তে প্রশ্ন অধীরের। দোষীদের শাস্তির আশ্বাস ফিরহাদের।
২ বছর পরে সোমবার থেকে মাধ্যমিক। ৫০ হাজার বেড়ে ১১ লক্ষের বেশি রেকর্ড পরীক্ষার্থী। স্পর্শকাতর এলাকায় পরীক্ষা শুরুর আগে বন্ধ ইন্টারনেট।
সাউথ সিটি মলের কাছে তালতলা মাঠে খাইবার পাস। আজই শেষ দিন। জিভে জল আনা নানা পদের স্বাদ পেতে খাদ্যরসিকদের ভিড়।
WB News Live: বঙ্গ বিজেপির আত্মবিশ্লেষণ-সংঘাতের আবহে ট্যুইট তথাগত রায়ের
‘আত্মসমীক্ষা মানে দলগত, ব্যক্তিগত নয়, তা না হলে তো বাড়ির বাথরুমে বসেই করা যায়, বৈঠক ডাকবার দরকার হয় না, দল কী ভুল করেছে, কার নেতৃত্বে কীভাবে সেটা শোধরানো যাবে সেটাই দেখতে হবে, কে কত কিলোমিটার চক্কর মেরেছে তা নয়, কিন্তু এসব বুঝতে হলে একটু শিক্ষাদীক্ষা দরকার’, বঙ্গ বিজেপির আত্মবিশ্লেষণ-সংঘাতের আবহে ট্যুইট তথাগত রায়ের।
WB News Live: কলকাতায় মিছিল করল কংগ্রেস
ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত ও প্রকৃত দোষীদের গ্রেফতারির দাবিতে কলকাতায় মিছিল করল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
WB News Live: কলকাতাতেই একদিনে মৃত ২
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কমে ১০০-র নিচে, আক্রান্ত ৯০ জন। কলকাতাতেই একদিনে মৃত ২, আক্রান্ত ১৪ জন।
WB News Live: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃত ২
রাজ্যে ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত ২।
WB News Live: আনিস খানের দাদাকে হুমকি ফোনের ঘটনায় গ্রেফতার ১
আনিস খানের দাদাকে হুমকি ফোনের ঘটনায় গ্রেফতার ১, বেনিয়াপুকুর থেকে গ্রেফতার সারোয়ার খান।