West Bengal News Live: সিমলাপালের পর বাঁকুড়ার ইন্দপুর, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সকুলে সকুলে মিড ডে মিলের মেনুতে মুরগির মাংস, ফল। এপ্রিল পর্যন্ত কোটির বেশি পড়ুয়ার জন্য বরাদ্দ ৩৭২ কোটি। কাঁথি পুরসভায় শ্মশানের টেন্ডার দুর্নীতির মামলাতেও এবার সিবিআই
LIVE
Background
পঞ্চায়েত ভোটের (panchayat election) আগে রাজ্যের স্কুলে স্কুলে মিড ডে মিলের (mid day meal) মেনুতে মুরগির মাংস (chicken), ফল। এপ্রিল পর্যন্ত কোটির বেশি পড়ুয়ার জন্য বরাদ্দ ৩৭২ কোটি।
কাঁথি পুরসভায় (contai municipality) শ্মশানের টেন্ডার দুর্নীতির মামলাতেও এবার সিবিআই। ৫ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব বিচারপতির মান্থার। মূল অভিযুক্তের জামিন (bail)।
প্রভাবশালী তত্ত্বেই হাইকোর্টে (high court) গরুপাচার মামলায় (coal scam) কেষ্টর জামিনের আর্জি খারিজ। এখনও ক্ষমতাশালী রাজনৈতিক পদে। প্রশাসনেও ব্যাপক প্রভাব, পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের।
হাইকোর্টে খারিজ কেষ্টর জামিনের আবেদন। ব্যাপক প্রভাব। শুধু সাক্ষী নয়, জামিন পেলে প্রভাব পড়তে পারে বিচারপ্রক্রিয়াতেও। আশঙ্কা হাইকোর্টের।
কেষ্টর জামিনে কাঁটা সেই দুবরাজপুর-মামলা। খুনের চেষ্টার অভিযোগের এক বছর পরে কেন গ্রেফতারি? পুলিশের অতি সক্রিয়তায় সন্দেহ খোদ হাইকোর্টের।
ভালবেসে নিশ্চয় অযোগ্যদের চাকরি দেওয়া হয়নি। কল্যাণময়ের জামিনের মামলায় সিবিআইকে আর্থিক লেনদেন খুঁজতে বলল হাইকোর্ট। আজ শুনানি।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে নজরে রহস্যময় ফোন নম্বর। চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র নিতে ফোন করেছিলেন কে? সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের।
৫৩জনের পর এবার ১৪০জন। প্রাথমিকে বিতর্কিত শিক্ষকদের চাকরি বাতিলের সিদ্ধান্ত অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়। বেতন বন্ধের নির্দেশও বহাল।
আবাসে দুর্নীতির অভিযোগ, তদন্তে আজই আসছে গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল। পূর্ব মেদিনীপুর, মালদা যাওয়ার কথা জানিয়ে রাজ্যকে চিঠি।
আবাস থেকে নিয়োগ দুর্নীতি-রাজ্যপালের দ্বারস্থ সুকান্ত-শুভেনদু। আগের রাজ্যপালের মতো নন বোস, তাই হতাশ হয়ে রাজভবনে, কটাক্ষ তৃণমূলের।
বন্দে ভারতে পাথর-হামলা। পাল্টা আবাস দুর্নীতিতে বিডিও অফিসে ঢিল মারার ফরমান সুকান্তর।
West Bengal News Live Update: সিমলাপালের পর বাঁকুড়ার ইন্দপুর, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
সিমলাপালের পর বাঁকুড়ার ইন্দপুর। তৃণমূলের অঞ্চল সভাপতির নাম ঘোষণা নিয়ে জেলা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুললেন তৃণমূলের ব্লক সভাপতি। প্রকাশ্যে না বলে দলের অন্দরে আলোচনা করা উচিত ছিল বলে দাবি করেছেন জেলা সভাপতি। ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বিজেপি।
WB News Live: বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে নাবালক ছেলের সামনেই স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে
বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে নাবালক ছেলের সামনেই স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের বেলদার এই ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
Awas Yojana: মালদায় ডিএম অফিসে বৈঠক কেন্দ্রীয় দলের
আবাস যোজনার তালিকায় ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ। রাজ্যে এসে পূর্ব মেদিনীপুর ও মালদায় কেন্দ্রীয় দল। মালদায় ডিএম অফিসে বৈঠক কেন্দ্রীয় দলের। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বিডিওদের সঙ্গে বৈঠক। আবাস যোজনার নথিপত্র খতিয়ে দেখে কেন্দ্রীয় দল।
West Bengal News Live Update: নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ফের দুর্ঘটনা
নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ফের দুর্ঘটনা। গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, আহত ১ মহিলা। ঘটনাস্থলে যায় টেকনো সিটি থানার পুলিশ।
আহত মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কিছুদিন আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনায় মৃত্যু হয় পড়ুয়ার।
WB News Live: আবর্জনা পোড়ানো চলছেই, মহানগরের বাতাসে ছড়াচ্ছে দূষণের বিষ
পুরসভার নিষেধাজ্ঞা অমান্য করে কলকাতার রাস্তায় যত্রতত্র পোড়ানো হচ্ছে শুকনো পাতা থেকে আবর্জনা। মহানগরের বাতাসে ছড়াচ্ছে দূষণের বিষ।