West Bengal News Live: GTA জয়ের পর আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনীত থাপা
Get the latest West Bengal News and Live Updates: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম ( Headlines )
- নবান্নের ( Nabanna ) পর এবার কালীঘাট (Kalighat ) । মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া হাসনাবাদের হাফিজুলের পুলিশ হেফাজত। কী উদ্দেশ্যে প্রবেশ? জানতে চায় পুলিশ।
- জেড প্লাসের ( Z plus) ঘেরাটোপ এড়িয়ে কীভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে গা ঢাকা দিয়ে ৭ ঘণ্টা ধরে নজরদারি? সুরক্ষায় প্রশ্ন ওঠার পরেই বাড়ল পুলিশি কড়াকড়ি।
-বিজয়ওয়াড়ায় ( Vijayawada )মাঝআকাশে প্রধানমন্ত্রীর কপ্টারের কাছে হঠাৎ কালো বেলুন! ৫ কংগ্রেস কর্মী গ্রেফতার। বিঘ্নিত হয়নি সুরক্ষা, দাবি পুলিশের।
- ভোটের পর থেকে নিষ্ক্রিয়, বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছেন মিঠুন। বিজেপি দফতরে সুকান্তর সঙ্গে বৈঠক।
- পঞ্চায়েত ভোটের আগে দলকে চাঙ্গা করতে ফের বিজেপির (BJP ) হাতিয়ার মহাগুরু। মিঠুনকে পরমাণু বোমা বলে ব্যাখ্যা সুকান্তর। লাভ নেই, পাল্টা তৃণমূলের।
- মুকুলের ইস্তফার পর এবার পিএসির চেয়ারম্যান রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিধায়ককে কেন? প্রশ্ন বিজেপির।
- নির্মলের পর এবার বাগদার বিধায়ক বিশ্বজিত। মমতার সঙ্গে রানি রাসমণির সঙ্গে তুলনা।
- বালির তৃণমূল নেতা তপন দত্তর খুনের মামলায় এবার এফআইআর দায়ের করল সিবিআই। হাইকোর্টের নির্দেশে মামলা রুজু।
- এসএসসির পরে এবার দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ। দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ।
- বাংলা চলচ্চিত্রে যুগের অবসান। প্রয়াত দাদার কীর্তি, বালিকা বধূর স্রষ্টা তরুণ মজুমদার। শেষ ইচ্ছে অনুযায়ী নিঃশব্দে এসএসকেএমে দেহদান।
West Bengal News Live: GTA জয়ের পর আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনীত থাপা
কলকাতায় অনীত থাপা। আজ বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান নিজেই জানিয়েছেন একথা। রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে পাহাড়ে জিটিএ পরিচালনার বার্তা দিয়েছেন তিনি। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
West Bengal News Live: অতিথি অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ
অতিথি অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ। কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ। প্রতিক্রিয়া দিতে চাননি তৎকালীন পরিচালন সমিতির সভাপতি দিব্যেন্দু অধিকারী
West Bengal News Live: অতিথি অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ
অতিথি অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ। কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ। প্রতিক্রিয়া দিতে চাননি তৎকালীন পরিচালন সমিতির সভাপতি দিব্যেন্দু অধিকারী।
WB News Live: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কিন্তু, তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এই ইস্যুতে এবার হাইকোর্টে যাওয়ার ভাবনা বিজেপির।
West Bengal News Live: শুধু লুকিয়ে থাকাই নয়, জামার নীচে লোহার রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাসনাবাদের হাফিজুল মোল্লা
শুধু লুকিয়ে থাকাই নয়, জামার নীচে লোহার রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাসনাবাদের হাফিজুল মোল্লা। কালীঘাট থানায় এই মর্মে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক। শনিবার রাত ১টা ২০ নাগাদ গার্ড রেল টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে ওই সন্দেহভাজন। ৭ ঘণ্টা লুকিয়েছিল কনফারেন্স রুমের পিছনে। সকালে তাকে দেখতে পান নিরাপত্তা রক্ষীরা। জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী। সেখানে হাই প্রোফাইল সিকিওরিটি জোনে, ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী ভেঙে কীভাবে অভিযুক্ত ঢুকে পড়ল? তাহলে কি নিরাপত্তায় বড়সড় কোনও গলদ ছিল? উঠছে প্রশ্ন।