West Bengal News Live Updates: হাসপাতালের পোশাক, বিছানার চাদর ও অন্যান্য সামগ্রীর ব্যবহার নিয়ে স্বাস্থ্য দফতরকে অ্যাডভাইসরি
West Bengal Live News : চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
LIVE
Background
কলকাতা: বোঝার উপর শাকের আঁটি। ইপিএফের সুদ (EPF Interest Rate) কমানোতেই মিলছে না রেহাই। আগামী সপ্তাহে বাড়তে পারে রেপো রেট। ফের বাড়তে পারে ইএমআই। খবর এএনআই (NIA) সূত্রে।
গ্র্যাজুয়েট-পোস্ট গ্র্যাজুয়েটদের চাকরি নিয়ে এবার প্রশ্ন মন্ত্রী শোভনদেবের (Sovandeb Chattopadhyay)। ওঁকে সমর্থন করি। ভয় হয়, এটা বলায় ওঁর চাকরি চলে যাবে না তো? প্রশ্ন অধীরের। মন্ত্রীকে অভিনন্দন বিজেপি-র।
'কাটমানি, সিন্ডিকেট থেকে সরে এসেছি। চিকিৎসকরা ছুটছেন টাকার পিছনে', বিস্ফোরক নির্মল মাজি। অপমানজনক, মন্তব্য আইএমএ সহ সভাপতির। ওঁর সম্পত্তি, কীভাবে হল, প্রশ্ন ডক্টরস ফোরামের।
ইলামবাজারে বিজেপি কর্মী খুনে ২ তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। সিবিআই ডাকলেই সবার ফিউজ উড়ে যাচ্ছে। এবার গেলে বিরিয়ানি খাওয়াবে। কটাক্ষ সুকান্তর। হেনস্থা, পাল্টা কুণাল।
বীরভূমের মহম্মদবাজারে ফের বিজেপিতে ভাঙন। প্রধান ও উপপ্রধান-সহ ৬ সদস্যের তৃণমূলে যোগ। আরও একটি পঞ্চায়েত দখল শাসক দলের। কামারহাটির বাম কাউন্সিলরও গেলেন তৃণমূলে।
চোখের চিকিত্সায় দুবাইয়ে অভিষেক। গতিবিধিতে নজর রাখতে বিদেশমন্ত্রকের মাধ্যমে দুবাই সরকারের কাছে আবেদন ইডি-র, দেওয়া হল চিঠি, খবর সূত্রের।
কোনও রিস্ক ম্যানেজমেন্টের ব্যবস্থা ছিল না। দর্শকসংখ্যার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। শিল্পী কেকে-র মৃত্যু নিয়ে মন্তব্য রাজ্যপালের। বিজেপির সুরে কথা বলছেন, পাল্টা তৃণমূল।
করোনার জন্য কোভিশিল্ড-কোভ্যাক্সিন টিকা নিলেও, দেওয়া যাবে করবেভ্যাক্স বুস্টার ডোজ, অনুমতি দিল ডিসিজিআই। বাড়াবে অ্যান্টিবডি, আশা চিকিত্সকদের।
ছ’দিন পর রাজ্যে করোনায় মৃত্যু। কেরল-কর্ণাটক-মহারাষ্ট্র-তেলঙ্গানা-তামিলনাড়ুকে সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রের। গাজিয়াবাদে মাঙ্কি পক্স সন্দেহে বালিকার নমুনা সংগ্রহ।
টিটাগড়ের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে ২৪ বছরের নাইজিরিয় ফুটবলার গিসানের মৃত্যু। কীভাবে পড় গেলেন ওই ফুটবলার। তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ।
শহরে ফের অঙ্গদানের নজির। ডোমজুড়ের বাসিন্দা সুজাতা প্রধানের অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের। শুক্রবার রাতে ব্রেনডেথ হয় সুজাতা প্রধানের। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি ছিলেন তিনি। সুজাতা প্রধানের লিভার ও কিডনি পাচ্ছেন এসএসকেএমে ভর্তি ২ রোগী। হৃদযন্ত্র পাঠানো হচ্ছে শহরের একটি বেসরকারি হাসপাতালে, খবর সূত্রের।
কোভিড বাড়ছে। এই পরিস্থিতিতে কোনও ফেস্ট হবে না। পরে হলে হবে পুলিশের বিধি মেনে। জানিয়ে দিলেন, আরজিকর ও কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। সঙ্গীতশিল্পী কেকে’র মৃত্যু ঘিরে বিতর্কের আবহে ফেস্ট নিয়ে ধাক্কা খেলেন দুই কলেজের উদ্যোক্তারা।
WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের সামনে আরও এক অনুব্রত-ঘনিষ্ঠ
ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের সামনে আরও এক অনুব্রত-ঘনিষ্ঠ। দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে গুসকরার অঞ্চল সভাপতি তাপস চট্টোপাধ্যায়। আউশগ্রামের এক তৃণমূল কর্মী ও এক ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিজেপির প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের।
WB Live News: অলকানন্দ গুহ এবং মনোজিত মজুমদারের বিয়ের পর প্রথমবার জামাইষষ্ঠী
অলকানন্দ গুহ এবং মনোজিত মজুমদারের বিয়ের পর প্রথমবার জামাইষষ্ঠী। শিয়ালদাতে বিপিনবিহাড়ী লেনে অলকানন্দার বাড়িতে জমজমাট আয়োজন।
WB News Live Updates: SSC চাকরি প্রার্থীদের মঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী
SSC চাকরি প্রার্থীদের মঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কটাক্ষ, আন্দোলনকারীরা ২৫-৩০টি বিধানসভা আসনে নির্ণায়ক ভুমিকা পালন করলে ছুটে আসতেন মুখ্যমন্ত্রী। জবাব দিয়েছে তৃণমূল। প্রদেশ কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করেছে বিজেপিও।
WB Live News: পূর্ব বর্ধমানের কাটোয়ায় পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে
পূর্ব বর্ধমানের কাটোয়ায় পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে তৃণমূল নেতা বলে দাবি অভিযোগকারিণীর। অভিযুক্তের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। পাল্টা দাবি তৃণমূলের। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি
WB News Live Updates: বালিগঞ্জের এক বিজ্ঞাপনী সংস্থার অফিসে র্যানসমওয়্যারের হানা
বালিগঞ্জের এক বিজ্ঞাপনী সংস্থার অফিসে র্যানসমওয়্যারের হানা! ভাইরাসের আক্রমণে মুহূর্তে অকেজো ২২টি কম্পিউটার। কিন্তু কীভাবে ফাঁদ পেতে বসে রয়েছে প্রতারকরা? কীভাবেই বা তাতে পা বাড়চ্ছে সাধারণ মানুষ?