West Bengal News Live : মনমোহন সিংহ প্রয়াত বলে পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্টে তোলপাড়
Get the latest West Bengal News and Live Updates: মনমোহন সিংহ প্রয়াত বলে পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্টে তোলপাড়। নাম না করে দলেরই মহাসচিবকে ধিক্কার জানিয়ে পাল্টা পোস্ট করলেন কুণাল ঘোষ।
LIVE
Background
মনমোহন সিং (Manmohan Singh) প্রয়াত বলে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ফেসবুক (Facebook) পোস্টে তোলপাড়। দায়িত্বজ্ঞানহীনের মতো অপকীর্তি, নাম না করে দলেরই মহাসচিবকে ধিক্কার কুণাল ঘোষের (Kunal Ghosh)।
গরুপাচারকাণ্ডে আজ সিবিআইয়ের (CBI) কাছে হাজিরা দিতে পারেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এলেন চিনার পার্কের ফ্ল্যাটে। সকাল ১১টায় নিজাম প্যালেসে যাওয়ার সম্ভাবনা।
কয়লাপাচারকাণ্ডে দিল্লিতে ইডির (ED) তলব। অভিষেক-রুজিরার দ্রুত শুনানির আর্জিতে সাড়া সুপ্রিম কোর্টের। তালিকাভুক্ত করে আগামী সপ্তাহেই শুনানির নির্দেশ।
কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) নিশানায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অমিত শাহের (Amit Shah) কাছে দরবারের অভিযোগ। বড় নেতার নাম বলে প্রচারে আসার চেষ্টা, পাল্টা বিজেপি (BJP)।
সিবিআই তদন্তের নির্দেশের আবহেই ঝালদায় নির্দলের সমর্থনে পুরবোর্ড গঠন তৃণমূলের। প্রতিবাদে তপন কান্দুর স্ত্রীর নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভে তুলকালাম।
পুরসভার ভিতরেও কংগ্রেসের বিক্ষোভ। আজ ১২ ঘণ্টার ঝালদা বন্ধের ডাক।
সিবিআই তদন্ত শুরুর আগেই ঝালদাকাণ্ডে নতুন অডিও ক্লিপে তোলপাড়। হুমকির অডিওর সত্যতা মানলেন অভিযুক্ত তৃণমূল কর্মী।
১৬দিনে ১৪ বার! প্রায় ১ টাকা বেড়ে আজ থেকে কলকাতায় পেট্রোল (Petrol Price) ১১৫ টাকা পার। রাজ্যের অধিকাংশ জেলাতেই ডিজেলের (Diesel Price) সেঞ্চুরি!
বাংলাদেশের বাইরে বিক্রি নিষিদ্ধ। তাও কাঁথি হাসপাতালের আউটডোরে সেই ওষুধ! তোলপাড় হতেই তদন্তের নির্দেশ জেলা স্বাস্থ্য দফতরের।
রক্ষাকবচ পেয়েই সিবিআইয়ের কাছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা। ফের জিজ্ঞাসাবাদ। দুর্নীতির শেষ দেখে ছাড়ব, বললেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি।
চতুর্থ ডিভিশন বেঞ্চ থেকেও সরল এসএসসি (SSC) দুর্নীতি মামলা। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশে পঞ্চম ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ।
আলিয়াকাণ্ডের (Aliah University) ৩দিন পরে উপাচার্যের কাছে রিপোর্ট চাইল রাজ্য! এত দেরি কেন? প্রশ্ন বিরোধীদের।
এবার হুমকি-বিতর্ক যাদবপুরে বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। আলিয়া থেকে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা এসএফআই।
ছাত্র সংঘর্ষে এবার রণক্ষেত্র নিউটাউনের টেকনো ইন্ডিয়া কলেজের ক্যাম্পাস। ভয় দেখিয়ে ছাত্রছাত্রীদের ক্যাম্পাসেই আটকে রাখার অভিযোগ।
হুমকিতেও চুপ করানো যাবে না, বিজেপিকে চ্যালেঞ্জ সনিয়ার। শুধুই হারছে কংগ্রেস। ঠিক করুক পরিবারের বাইরে ক্ষমতা যাবে কি না, পাল্টা অনুরাগ।
রুশ হামলার দেড় মাসের মাথায় ইউক্রেনের বুচা শহরে গণকবরের হদিশ। ক্রেমলিনের উপরে ফের নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন।
শ্রীলঙ্কায় সঙ্কট আরও তীব্র। খাবার থেকে জ্বালানির জন্য তীব্র হাহাকার। জারি জরুরি অবস্থা। সরকার থেকে সমর্থন তুললেন ৪১জন সাংসদ।
আইপিএলে আজ কলকাতা-মুম্বই ডুয়েল। রাসেল ফর্মে ফেরার পর আত্মবিশ্বাসী নাইটরা। ফিরছেন কামিন্সও। এখনও জয়ের মুখ দেখেনি রোহিতের মুম্বই।
West Bengal News Live : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ তুললেন বাবুল সুপ্রিয়
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ তুললেন বাবুল সুপ্রিয়। যা শুনে বিজেপির কটাক্ষ, নিজের দর বাড়াতেই এমন ভিত্তিহীন অভিযোগ করছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী।
West Bengal News Live Updates: মনমোহন সিংহ প্রয়াত বলে পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্টে তোলপাড়
মনমোহন সিংহ প্রয়াত বলে পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্টে তোলপাড়। নাম না করে দলেরই মহাসচিবকে ধিক্কার জানিয়ে পাল্টা পোস্ট করলেন কুণাল ঘোষ। লিখলেন ‘যাঁরা মৃত্যুসংবাদ ছড়ালেন এবং যাঁরা দায়িত্বজ্ঞানহীনের মতো সেই অপকীর্তিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিলেন, তাদের ধিক্কার জানাই।’