WB News LIVE Blog: বিশ্বভারতী কর্তৃপক্ষ না করতে চাইলে, বোলপুর পুরসভার তরফে পৌষমেলার আয়োজন করা হবে : চন্দ্রনাথ সিনহা
Get the latest West Bengal News and Live Updates: বেশি ডিএ দিলে নেমে আসতে পারে আর্থিক বিপর্যয়, কার্যত সঙ্কট মেনে হাইকোর্টে রাজ্যের হলফনামা। অপ্রত্যাশিত সমস্যা তৈরির আশঙ্কা।
LIVE
Background
কলকাতা : বেশি ডিএ (DA) দিলে নেমে আসতে পারে আর্থিক (financial disaster) বিপর্যয়। কার্যত সঙ্কট মেনে হাইকোর্টে (High court) রাজ্যের হলফনামা (affidavit)। অপ্রত্যাশিত সমস্যা তৈরির আশঙ্কা।
মেলা-খেলায় খয়রাতি দিতে পারলে, কেন ডিএ নয়? রাজ্যকে কটাক্ষ বিরোধীদের। গরিব-দরদি সরকার, তাই অর্থে টান, পাল্টা যুক্তি শোভনদেবের।
জেলবন্দি কেষ্টকে (anubrata mondal) এবার বাঘের সঙ্গে তুলনা ফিরহাদের (firhal mondal)।
লটারির (lottery) কোটি টাকার রহস্যভেদে আরও তৎপর সিবিআই (CBI)। লটারি বিক্রেতাদের বয়ানের সূত্র ধরে এবার জেলে গিয়ে অনুব্রতকে জেরা।
কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি? ইডির ৩ দফার জিজ্ঞাসাবাদেও কেষ্ট-কন্যার (sukanya mondal) মুখে কুলুপ। সব বাবা কিংবা সিএ জানেন বলে বারবার দাবি।
ধর্নার ৬০০ দিন পার, এবার একযোগে পথে স্কুলের চাকরিপ্রার্থীরা। প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে পুলিশের বাধা, পরে মিছিলের অনুমতি।
এবার বারুইপুরের অস্ত্র ভাণ্ডারের হদিশ। প্রচুর অস্ত্র-গুলি-সহ গ্রেফতার ২। নিজেদের বিজেপি কর্মী বলে জেরায় স্বীকার করেছে ধৃতরা, দাবি পুলিশের।এবার বারুইপুরে অস্ত্রভাণ্ডার!
WB News Updates: রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি
রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি। নাইসেড সূত্রে খবর, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে DENG 2-র প্রকোপ বেড়েছে। এদিকে, কোনও ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা হয়েছে কিনা তা আলাদা করে নথিভুক্ত করে খতিয়ে দেখছে করছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যভবন সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু কমানোই এখন মূল লক্ষ্য।
WB News Live Updates: বিশ্বভারতী কর্তৃপক্ষ না করতে চাইলে, বোলপুর পুরসভার তরফে পৌষমেলার আয়োজন করা হবে : চন্দ্রনাথ সিনহা
বিশ্বভারতী কর্তৃপক্ষ না করতে চাইলে, বোলপুর পুরসভার তরফে পৌষমেলার আয়োজন করা হবে। বললেন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি আরও বলেন, এর জন্য, বিশ্বভারতীর কাছে পূর্বপল্লী মাঠটি পাওয়ার ব্যাপারে আবেদন জানাবে তারা। চাইলে ভাড়াও দিতে প্রস্তুত। রবিবার বিকালে, বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে জেলা কমিটির বৈঠক ছিল৷ সেখানে চন্দ্রনাথ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন, শতাব্দী রায়, আশিস বন্দ্যোপাধ্যায় সহ জেলা তৃণমূলের নেতারা। সেখানেই এই মন্তব্য করেন চন্দ্রনাথ সিনহা।
WB News Updates: কাল মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের বসতে নিষেধ পুলিশের, সরব শুভেন্দু
কাল মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের বসতে নিষেধ পুলিশের। পুলিশি নিষেধাজ্ঞার সমালোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘আইনশৃঙ্খলার অজুহাত তুচ্ছ’, ট্যুইটে আক্রমণ শুভেন্দুর ।
WB News Live Updates: সিউড়িতে খুনের ঘটনায় সরগরম লালমাটির জেলা, গ্রেফতার তৃণমূল নেতা সহ ১৫
সিউড়িতে খুনের ঘটনায় সরগরম লালমাটির জেলা। গ্রেফতার তৃণমূল নেতা সহ ১৫ জন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মৃতের পরিবারের।
WB News Updates: ডেঙ্গি নিয়ে রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে সরব বিরোধীরা
রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ২জনের। মধ্যমগ্রাম ও নাগেরবাজারের দুই বাসিন্দার ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গি শক সিনড্রোমের। এদিকে, ডেঙ্গি নিয়ে রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে সরব বিরোধীরা। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা জবাব শাসকদলের।