WB News Live Updates: প্রায় ৯ দিন পর জামিন পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
WB News Live Updates: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
LIVE
Background
কলকাতা : ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত ও প্রকৃত দোষীদের গ্রেফতারির দাবিতে কলকাতায় (kolkata) মিছিল করল কংগ্রেস (congress)। নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury)।
এবার কলকাতা পুলিশের কর্তার বাড়িতে চুরি। কলকাতা পুলিশের ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস ঘোষের বারুইপুরের বাড়িতে একের পর এক তালা ভেঙে চুরি। বাড়ির সামনের মন্দির থেকে গয়না চুরির অভিযোগ। বাড়ি থেকে নগদ টাকা চুরির অভিযোগ।
অ্যানাস্থেটিস্টের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চর্মরোগের চিকিত্সা! রাজ্যের একাধিক জায়গায় চেম্বার। চিকিৎসা করতেন কলকাতাতেও। সহযোগী-সহ অভিযুক্ত ভুয়ো চিকিত্সককে গ্রেফতার করল রবীন্দ্র সরোবর থানার পুলিশ। ভুয়ো ডাক্তারের বাড়ি সল্টলেকে।
পরপর চারবার চিকিত্সক সংগঠন IMA-এর কলকাতা শাখার সভাপতি পদে নির্বাচিত হলেন নির্মল মাজি। প্রতিদ্বন্দ্বী প্রশান্ত ভট্টাচার্যকে ৯ ভোটে হারিয়েছেন চিকিত্সক-বিধায়ক। IMA-এর সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মৌসুমী বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভিমানি ও অসীম সরকার। সম্পাদক পদে নির্বাচিত মানব নন্দী। সহ সম্পাদক পদে জয়ী হয়েছেন আসিফ ইকবাল, কৌশিক বিশ্বাস ও শিল্পা বসু রায়। বিরোধীপক্ষের আরেক প্রার্থী অনির্বাণ দলুই কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। তাঁর জয়ের ব্যবধান ২৮টি ভোট। নির্মল মাঝি জানিয়েছেন, তাঁর পরের লক্ষ্য IMA-এর রাজ্য শাখা। যার সম্পাদক চিকিত্সক-সাংসদ শান্তনু সেন।
অবসর নেওয়ার পরেও শিক্ষকদের একাংশ পেনশন পাচ্ছেন না। এই অভিযোগে সরগরম শিক্ষা মহল। কেউ কেউ অভিযোগ করছেন, কাগজপত্র জমা দেওয়ার পরেও, পেনশনের নিশ্চয়তা মিলছে না। অর্থ দফতর সূত্রে খবর, পেনশনের ফাইলের প্রসেসিং চলছে। শিক্ষামন্ত্রী অবশ্য জানিয়েছেন, সমস্যা মোকাবিলায় নতুন পেনশন নীতি আনছে সরকার।
West Bengal Live News: জামিন পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ১৬ জন হাওড়া জেলা আদালত থেকে জামিন পেলেন। পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ দেখানোর ৯দিন পরে জামিন পেলেন তাঁরা।
WB News Live: ইস্তফার ইচ্ছে প্রকাশ করলেন উত্তর দিনাজপুরের বিজেপির সহ সভাপতি
ইস্তফার ইচ্ছে প্রকাশ করলেন উত্তর দিনাজপুরের বিজেপির সহ সভাপতি। জেলা বিজেপি সভাপতিকে পাঠালেন চিঠি। বিষয়টিতে গুরুত্ব নিতে চান না জেলা বিজেপির আরেক সহ সভাপতি। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
West Bengal Live News: আগরপাড়ায় শিক্ষকের মুখে কালি লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের
আগরপাড়ার নেতাজি শিক্ষায়তনে মাধ্যমিকের অ্যাডমিট না পাওয়ার অভিযোগে শিক্ষকের মুখে কালি লাগিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।
WB News Live: ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দফতরে শ্রাবন্তী
সোমবার ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দফতরে গেলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে সকাল ১১ টার সময় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দফতরে যাওয়ার কথা থাকলেও সেখানে না গিয়ে প্রথমে অরণ্য ভবনে পৌঁছে যান অভিনেত্রী। পরে দুপুর দুটো নাগাদ যান ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দফতরে। ১৫ জানুয়ারি একটি প্রাণীর গলায় শিকল বাধা অবস্থায় তার সঙ্গে সেলফি তোলেন তিনি। সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য শ্রাবন্তীকে তলব করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল।
West Bengal Live News: পটাশপুরে ২৩টি বিজেপি পরিবার যোগ দিল তৃণমূলে
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ২৩টি বিজেপি পরিবার যোগ দিল তৃণমূলে। স্থানীয় বিধায়কের উপস্থিতিতে হল দলবদল। তৃণমূলে যোগ দিয়েই পুরনো দলের বিরুদ্ধে তোপ দেগেছেন দলত্যাগীরা