West Bengal News Live: নজরে '২৪, পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ-কে আরও ৭৫ কোটি, কার্শিয়ঙে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
মহুয়ার বিরুদ্ধে কী সিদ্ধান্ত? আজই লোকসভায় এথিক্স কমিটির বহিষ্কারের সুপারিশ-রিপোর্ট। বলার সুযোগ দেওয়ার দাবি তৃণমূলের। সাংসদদের হাজিরায় হুইপ বিজেপির।
দেশকে সম্মান জানাতে জাতীয় সঙ্গীত, নাকি ফাঁসাতে? অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের। ফুটেজে মিলল না প্রাথমিক প্রমাণ। তদন্তে স্থগিতাদেশ।
কার্যত ব্যুমেরাং জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের নালিশের উদ্দেশ্য নিয়েই সন্দেহ হাইকোর্টের। জারি অন্তর্বর্তী স্থগিতাদেশ।
তৃণমূলের নালিশে তড়িঘড়ি এফআইআর দায়ের করে বিজেপি বিধায়কদের তলব। পুলিশের অতিসক্রিয়তায় বিস্মিত আদালত। অন্য মামলার উদাহরণ টেনে তিরস্কার।
গোঘাটে কৃষকদের উপর ওসির আচরণ নিয়ে হইচই।
সরকারি নিয়ম শুধুই নিয়মে। কুইন্টাল পিছু ধানে ৫ কেজি করে কেন বাদ? গোঘাটে মিল মালিকদের বিরুদ্ধে অভিযোগে তোলপাড়।
উত্তরবঙ্গে মমতা-অভিষেক। আত্মীয়র বিয়ের অনুষ্ঠান নিয়ে কটাক্ষ শুভেন্দুর, জবাব কুণালের।
মমতাকে নিয়ে গিরিরাজের মন্তব্যে বিধানসভায় তোলপাড়। সংসদ ভবনের সামনে তৃণমূলের প্রতিবাদ। হাজরা মোড়ে নেচেই বিক্ষোভ।
দফতর হাতছাড়া হওয়ার পরে ফের সংঘাতে বাবুল-ইন্দ্রনীল। বিধানসভাতেই কথা কাটাকাটি। মিটমাটের চেষ্টা অরূপ-ব্রাত্যর। মিটিয়ে নেওয়ার দাবি ২জনেরই।
কেন্দ্রীয় প্রকল্পের টাকায় কীভাবে উন্নয়ন? প্রকৃতরাই পেয়েছেন আবাস যোজনায় ঘর, নাকি নয়ছয়? সরেজমিনে খতিয়ে দেখতে এবার ২ দিনাজপুরে কেন্দ্রীয় দল।
কণ্ঠস্বরের নমুনা দিতে কালীঘাটের কাকু কি সক্ষম ? আজ ইএসআই জোকাতে হবে মেডিক্যাল পরীক্ষা। মেডিক্যাল বোর্ড ছাড়পত্র দিলেই সংগ্রহ করা যাবে ভয়েস স্যাম্পল।
জেল থেকে ভার্চুয়ালি নয়, কোর্টে সশরীরেই হাজিরা দিতে চান পার্থ। এসএসসির একাধিক কর্মীর বিরুদ্ধে সাক্ষীদের হুমকি-প্রমাণ লোপাটের অভিযোগ সিবিআইয়ের।
ফের তৃণমূলের বিক্ষোভের মুখে রাজ্যপাল। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে যাওয়ার সময় কালো পতাকা, গো ব্যাক স্লোগান।
মুর্শিদাবাদ মেডিক্যালে একদিনে ১০ শিশুর মৃত্যু। জন্মের সময় কম ওজন, গোল্ডেন আওয়ার পেরিয়ে যাওয়ায় রেফার করেও বাঁচানো যায়নি, দাবি কর্তৃপক্ষের।
আলমারিতে ঠাসা তাড়া তাড়া নোট, ৫০ কোটি গুনেই 'ক্লান্ত' যন্ত্র! রাঁচি, সম্বলপুর-সহ ঝাড়খণ্ড-ওড়িশায় পানীয় জলের সংস্থার ৪টি ঠিকানায় ম্যারাথন আয়কর হানা।
ঘূর্ণিঝড়ের ২দিন পরেও লন্ডভন্ড চেন্নাই। হাসপাতাল থেকে হস্টেল-জলের তলায় বহু এলাকা। নেই বিদ্যুৎ, ত্রাণও অমিল। চারিদিকে চূড়ান্ত দুর্ভোগ।
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। আজ থেকে শীতের আমেজ ফেরার সম্ভাবনা। উত্তরে ঝকঝকে আকাশ বরফ পড়ল সান্দাকফুতে।
বীরভূমের চাতরা-মুরারই স্টেশনের মাঝে লাইনের কাজ। রবিবার থেকে ১২দিনের জন্য বাতিল ১১ দূরপাল্লার ট্রেন। বাতিল হচ্ছে না কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
উত্তরবঙ্গে চা শ্রমিক বেশে মুখ্যমন্ত্রী। মকাইবাড়ি চা বাগানে তুললেন চা পাতা। নাচের তালে পা মেলালেন আদিবাসীদের সঙ্গে। (অ্যাম...)
চা বাগানে মমতা
১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসসি পরীক্ষা, শেষ ৩ এপ্রিল। আইসিএসই পরীক্ষা শুরু ২১ ফেব্রুয়ারি থেকে। শেষ ২৮ মার্চ। মে মাসে রেজাল্ট আউট।
ফেব্রুয়ারিতে আইএসসি, আইসিএসই
West Bengal Live: সংসদ থেকে বহিষ্কৃত, সাংসদ পদ খারিজ মহুয়া মৈত্রর
সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র। সাংসদ পদ খারিজ করা হল তাঁর। এথিক্স কমিটির রিপোর্টের পর মহুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত স্পিকারের।
West Bengal News Live: কোচবিহারে গভীর রাতে সোনার দোকানে দুঃসাহসিক চুরি
কোচবিহার শহর সংলগ্ন বাবুরহাটে গতকাল রাতে তিনটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দোকানের শাটার ভেঙে ঢুকে দোকান থেকে লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গহনা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। এদিন সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর থেকেই আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
West Bengal Live: ঝাড়গ্রাম জেলা জুড়ে দাঁতাল হাতির তাণ্ডব
ঝাড়গ্রাম জেলা জুড়ে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যেমন খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল, তেমনি প্রকাশ্য দিবালোকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ,ঝাড়গ্রাম, জামবনি, সাঁকরাইল থানা এলাকার বাসিন্দারা ।
West Bengal News Live: পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ-কে আরও ৭৫ কোটি টাকা, প্রস্তাব মমতার
পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ-কে আরও ৭৫ কোটি টাকা, কার্শিয়ঙে ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাহাড়ে লগ্নির জন্য ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব।
West Bengal Live: কেন গুরুত্বপূর্ণ কালীঘাটের কাকুর কণ্ঠস্বর?
কেন নিয়োগ দুর্নীতি মামলায় এত গুরুত্বপূর্ণ 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বর? সুজয়কৃষ্ণ ভদ্রর মোবাইল ফোন ট্য়াপ করে মেলে চাঞ্চল্যকর তথ্য। ''চলতি বছরের ২০ ফেব্রুয়ারি বিকেল ৫.৪৬-এ নিজের মোবাইল থেকে ফোন করে তথ্য ডিলিটের নির্দেশ। কাউকে ফোন করে যাবতীয় তথ্য়, চাকরিপ্রার্থীদের মার্কশিট, অ্য়াডমিট কার্ড ডিলেটের নির্দেশ। তাই তদন্তের স্বার্থে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা প্রয়োজন'' আদালতে দাবি করে ইডি।