West Bengal News Live: চিড়িয়াখানায় গন্ডগোল মামলায় বিজেপি নেতা রাকেশ সিংহকে সতর্ক করল কোর্ট
Get the latest West Bengal News and Live Updates: গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট এক ক্লিকেই
LIVE
Background
• প্রার্থী নিয়ে বিক্ষোভ এবার বিজেপিতেও। মুর্শিদাবাদে নেতাকেই জুতোপেটা। শ্রীরামপুরে বিক্ষোভ।
• আনুষ্ঠানিক ঘোষণার আগেই জেলায় প্রার্থী তালিকা পাঠাল বিজেপি। খড়গপুরের পুরভোটে প্রার্থী বিধায়ক হিরণ। কাঁথির ২ বিধায়কও প্রার্থী।
• প্রার্থী তালিকা বিতর্কে মোড়। পার্থ, বক্সী, ফিরহাদরা থাকলেও তৃণমূলের সমন্বয় কমিটিতে নেই অভিষেক। দূরত্ব আরও বাড়বে, খোঁচা বিরোধীদের।
• তালিকা নিয়ে বিতর্কে কড়া বার্তা মমতার। প্রার্থী নিয়ে আর সমস্যা নেই। জেলায় জেলায় নতুন করে তালিকা পাঠানোর কথা জানিয়ে দাবি পার্থর।
• রাতারাতি অভিষেকের অনুগামী ডায়মন্ড হারবারের তৃণমূল নেতা জাহাঙ্গিরের পুলিশি সুরক্ষা প্রত্যাহার।
• শেষমুহূর্তে অভিষেকের গোয়া সফর বাতিল। নামই নিলেন না মমতা।
• প্রার্থী তালিকা নিয়ে বিতর্কের মধ্যেই জল্পনা বাড়ালেন পার্থ। এড়ালেন আইপ্যাক নিয়ে প্রশ্ন।
• প্রার্থী নিয়ে অব্যাহত বিক্ষোভ। কামারহাটি, খড়দায় অবরোধ,বিক্ষোভ। দুঃখ পেলেও দলের সৈনিক হয়ে থাকতে হবে, বার্তা ফিরহাদের।
• পুরভোটে প্রার্থী নিয়ে বিস্ফোরক তৃণমূল (TMC) বিধায়ক। সাময়িক ক্ষোভ, দাবি নেতৃত্বের।
• নির্বাচনী কার্যালয়ে হামলায় অভিযুক্তরা কেন এখনও অধরা? প্রশ্ন তুলে বিজেপির (BJP) বিধাননগর কমিশনারেট অভিযান ঘিরে ধুন্ধুমার।
• ভোটের আগে বিধাননগরে অশান্তি অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী (Central Forces) চেয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা। বুধবারের মধ্যে কমিশন-রাজ্যকে অবস্থান জানাতে নির্দেশ।
• অখিলেশের (Akhilesh Yadav) হয়ে ভোটের প্রচারে লখনউয়ে মমতা (Mamata Banerjee)।
• সংসদে রাষ্ট্রপতির বক্তৃতার উপর জবাবি ভাষণে কংগ্রেসকে তুলোধনা প্রধানমন্ত্রীর।
• সংসদে বিদ্রুপের সুরে কংগ্রেসকে আক্রমণে মোদি। তীব্র প্রতিবাদে অধীররা। দফায় দফায় হইচই। মুগাম্বো খুশ হুয়ার মতো কি? খোঁচা তৃণমূলের।
• রাজ্যে ২৩দিন পরে তিরিশের নীচে নামল করোনায় মৃত্যু। শুধু উঃ ২৪ পরগনাতেই ১০। তারপরেই কলকাতা। উদ্বেগ বাড়ল জলপাইগুড়িতে।
• লতা মঙ্গেশকরের প্রয়াণে দেশে ২ দিনের রাষ্ট্রীয় শোক। রবীন্দ্র সদনে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর। টাইমস স্কোয়ারের বিলবোর্ডে ভারতরত্নের প্রতিকৃতি।
• ভালো আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। শারীরিক অবস্থা অপেক্ষাকৃত স্থিতিশীল। প্রয়োজন হচ্ছে না অক্সিজেনের। রক্তচাপও স্বাভাবিক।
West Bengal News Live: চিড়িয়াখানায় গন্ডগোল মামলায় বিজেপি নেতা রাকেশ সিংহকে সতর্ক করল কোর্ট
চিড়িয়াখানায় গন্ডগোল সংক্রান্ত মামলায় বিজেপি নেতা রাকেশ সিংহকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে সংযত থাকার নির্দেশ দিয়েছে আদালত। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। ইউনিয়নের দখল ঘিরে আলিপুর চিড়িয়াখানার ধুন্ধুমার বাধে।
WB News Live Updates: উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাম-কংগ্রেস সমঝোতা নিয়ে জল্পনা
উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি পুরসভায়, একাধিক ওয়ার্ড একে অন্যের জন্য ছেড়ে রেখেছে বাম-কংগ্রেস। তাহলে কি দুই জেলায় আসন সমঝোতা করে লড়বে দুই শিবির? তেমনটাই ইঙ্গিত দিয়েছেন দুই দলের নেতারা।
West Bengal News Live: বিধানসভায় হারের পরেও টিকিট, গৌতম দেবের কাছে যথার্থই প্রেস্টিজ ফাইট
বিধানসভা ভোটে পরাজিত হওয়া সত্ত্বেও তাঁকে শিলিগুড়ি পুরসভার প্রশাসক করেছিল তৃণমূল সরকার। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের কাছে এবারের পুরভোট যথার্থ অর্থেই যেন প্রেস্টিজ ফাইট। নিজেকে জিতে দেখাতে তো হবেই। সেই সঙ্গে শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডে ঘাসফুল ফোটানোর গুরু দায়িত্ব তাঁর কাঁধে।
WB News Live Updates: প্রার্থী তালিকা নিয়ে বাঁকুড়া সংগঠনিক জেলার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
প্রথম তালিকায় একজনের নাম, তাকে বাদ দিয়ে কেন অন্য একজনকে কেন প্রার্থী? প্রতিবাদে প্রাক্তন বাঁকুড়া সাংগঠনিক জেলার চেয়ারম্যানকে ঘিরে বিষ্ণুপুরে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ। কোনও বিক্ষোভ হয়নি, দাবি প্রাক্তন মন্ত্রীর।
West Bengal News Live: টিকিট না পেয়ে দলত্যাগ তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য জুথিকা রায় বাসুনিয়ার
টিকিট না পেয়ে দলত্যাগ তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য জুথিকা রায় বাসুনিয়ার। তাঁকে প্রার্থী করেছে বিজেপি।