West Bengal News Live: শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের প্রতিরোধ, সন্দেশখালিতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
Arabul Islam: ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেফতার। পঞ্চায়েত ভোটে আইএসএফ কর্মী খুনের মামলায় ৮ মাস পরে গ্রেফতার। আনা হল লালবাজারে। পঞ্চায়েত ভোটে ভাঙড়ে অশান্তির জন্য সওকতকেও ধরার দাবি নৌশাদের। তৃণমূল কর্মী হত্যা মামলায় পাল্টা নৌশাদের গ্রেফতারি চান সওকত।
TMC on Arabul Arrest: গ্রেফতার আরাবুল, রাজধর্মের বার্তা তৃণমূলের। শেখ শাহজাহানেও রাজধর্ম পালিত হোক, দাবি বিরোধীদের। সিবিআই আটকানোর চেষ্টা, দাবি নৌশাদের।
Sheikh Shajahan: বেপাত্তা শেখ শাহজাহান, অত্যাচারের অভিযোগে ফুঁসছে সন্দেশখালি। এককাট্টা গ্রামবাসীরা। নেতা থেকে পুলিশ-আছড়ে পড়ল ক্ষোভ।
Sandeshkhali Incident: রাস্তা কেটে, জলের পাইপ বন্ধ করে বিঘার পর বিঘা নোনা জলের ভেড়ি। প্রতিবাদে রুখে দাঁড়ালেন মহিলারা। শেখ শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারির দাবি।
TMC on Sandeshkhali Attack: ব্যুমেরাং ইডির উপরে হামলায় তৃণমূলের জনরোষের তত্ত্ব! গ্রামবাসীদের তাড়ার মুখে পালাল শেখ শাহজাহান বাহিনী!ইডির ভয়ে লুকিয়ে সন্দেশখালির বাঘ। ক্রমশ হারাচ্ছে সন্দেশখালির জমি? পুলিশের সঙ্গেই আঁতাঁতের বিস্ফোরক অভিযোগ।
State Budget 2023: ভোটের আগে কল্পতরু রাজ্য। দ্বিগুণ লক্ষ্মীর ভাণ্ডার, ডিএ বাড়ছে ৪%, মনরেগার পাল্টা কর্মশ্রী। সিভিক-গ্রিন পুলিশ থেকে চুক্তিভিত্তিক কর্মী, বাড়ল বেতন।
Lakshmir Bhandar: লোকসভা ভোটের আগে নজরে লক্ষ্মীর ভাণ্ডার। ৫০০ থেকে ভাতা বেড়ে হাজার টাকা। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০।
DA Hike: ভোটের আগে আরও ডিএ। মে থেকে ৪% দেওয়ার ঘোষণা রাজ্যের। সরকারি কর্মীদের ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। বাজেটে ভোটে হারার ভয়, কটাক্ষ শুভেন্দুর।
Police Job: পুলিশে সিভিকের চাকরিতে বাড়ল সংরক্ষণ। মিড ডে মিলে রাঁধুনির বেতনও বৃদ্ধি। সমুদ্রসাথী প্রকল্পে মৎস্যজীবীদের ২ মাসের ভাতা। স্বর্নিভর বাংলা, পোস্ট অভিষেকের।
100 Days Work: কেন্দ্রের ১০০ দিনের পাল্টা রাজ্যের ৫০ দিনের কাজ। বাজেটে নতুন প্রকল্প ঘোষণা। কর্মশ্রীতে বছরে ৫০ দিনের কাজ। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব চন্দ্রিমা।
Suvendu Adhikari: ভোটের আগে রাজ্য বাজেট, হারের ভয়ে দিশাহীন বাজেট। আক্রমণে শুভেন্দু। ডিএ-র টোপ দিয়ে রাজনীতি করার অভিযোগ।
CBI Investigation: রাজ্যে আরও এক মামলায় সিবিআই। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে নাবালিকা নিখোঁজ। সিআইডি তদন্তে সন্তুষ্ট নয় হাইকোর্ট। সিবিআইকে ১৩ মার্চ রিপোর্ট পেশের নির্দেশ।
West Bengal Live News: তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারির পর দিনই ভাঙড়ে তৃণমূল ও আইএসএফের মধ্যে গন্ডগোল
তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারির পর দিনই ভাঙড়ে তৃণমূল ও আইএসএফের মধ্যে গন্ডগোল। দুপক্ষের সংঘর্ষে আহত হল বেশ কয়েকজন। অশান্তি থামাতে এলাকায় পুলিশি অভিযান। অন্য়দিকে, ভাঙড়ের পোলেরহাটে স্কুলের অদূরে উদ্ধার হল তাজা বোমা।
WB News Live: শনিবার ফের বিক্ষোভ শুরু হবে, হুঁশিয়ার সন্দেশখালির আন্দোলনকারীদের
সন্দেশখালি থানার সামনে গ্রামবাসী মহিলাদের বিক্ষোভ। অবস্থান তুলে নিতে বারবার মাইকে প্রচার করলেন পুলিশ অফিসাররা। কিন্তু প্রতিবাদে অনড় গ্রামবাসীরা। শুক্রবার বিকেলে অবস্থান সাময়িকভাবে উঠলেও, শনিবার ফের তা শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
West Bengal Live News: ধোপে টিকল না আরাবুলের সওয়াল, পুলিশ হেফাজতের নির্দেশ
২১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে ভাঙড়ের 'তাজা নেতা'। ধোপে টিকল না আরাবুলের সওয়াল, পুলিশ হেফাজতের নির্দেশ। 'আরাবুল ইসলাম একজন সমাজসেবী, রাজনৈতিক নেতা, পালিয়ে যাওয়ার লোক নয়', কোর্টে সওয়াল আরাবুলের আইনজীবীর>
WB News Live: শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি
সন্দেশখালিতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি।
West Bengal Live News: 'যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে', বলছেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা
সন্দেশখালি ও বসিরহাটে দু-তিন ধরে কিছু ঘটনা ঘটেছে, পর্যাপ্ত পুলিশ বাহিনী আছে। তদন্ত চলছে। যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আট জনকে আটক করা হয়েছে। নেপথ্যে কারা, খতিয়ে দেখা হচ্ছে। জানালেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা।