WB News Live :'নির্বাচনের আগে গিমিক শো-এর মতো রামমন্দির তৈরি করা হচ্ছে',জয়নগরের প্রশাসনিক সভা থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Rashid Khan Demise: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
- চারদিন পরেও অধরা শাহজাহান। এলাকাতেই আছে, সংগঠনের কাজে ব্যস্ত। দেখা হয়েছিল গণ্ডগোলের পর, দাবি বেরমজুর পঞ্চায়েত প্রধানের। দাদা এলাকায় নেই, মত শাহজাহানের ভাইয়ের।
- সবে তো এক জায়গায় হয়েছে, এবার গোটা রাজ্যে হবে। ইডি গেলেই জন বিস্ফোরণ, সন্দেশখালিকাণ্ডের পর বিস্ফোরক শোভনদেব। বললেন, মোকাবিলায় তাঁদেরও আছে ছাত্র-যুব সংগঠন।
- সন্দেশখালি, বনগাঁয় হামলার পর, আজ ED-র আধিকারিকদের নিয়ে কলকাতায় বৈঠক ইডি ডিরেক্টরের। বৈঠকে যোগ সিআরপিএফের আইজি-র। আলোচনা রেশন দুর্নীতি মামলা নিয়েও, খবর সূত্রেও।
- শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটের সবকটিতে পার্থর নাম। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে মূল চক্রী হিসেবে উল্লেখ, খবর সূত্রের। নাম প্রাক্তন পিএ, এসএসসি-র প্রাক্তন চেয়ারপার্সন, নাইসা আধিকারিকের।
- ধান কেনাবেচায় মন্ত্রী নিজেই কমিশন নিতেন। সমস্ত রাইস মিল মালিকদের কাছ থেকে প্রতি কুইন্টালে ২০ টাকা কমিশন নিতেন জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতের রিপোর্টে বিস্ফোরক দাবি ইডি-র।
- লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠকে বিজেপি রাজ্য নেতৃত্ব। বৈঠকে হাজির বাংলার সমস্ত সাংসদ-বিধায়ক। বৈঠকে হাজির বিজেপির দুই কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে।
- হামলার পর ৪ দিন, এখনও বেপাত্তা শেখ শাহজাহান! DG-র হুঁশিয়ারির পর ঝাঁপাল পুলিশ, গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
WB News Live Update:খুনের অভিযোগ ঘিরে রণক্ষেত্র এয়ারপোর্ট থানা এলাকার গঙ্গানগর কাটাখাল
খুনের অভিযোগ ঘিরে রণক্ষেত্র এয়ারপোর্ট থানা এলাকার গঙ্গানগর কাটাখাল। দেহ এলাকায় পৌঁছতেই বিক্ষোভ, ভাঙচুর। ২৮ ডিসেম্বর বারাসাতের বাদু বাজারের কাছে গুরুতর আহত অবস্থায় একজনের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। গতকাল রাতে সুব্রত দাস নামে ওই ব্যক্তির মৃত্যুর পরেই অশান্ত হয়ে ওঠে এলাকা। দোষীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ, বাড়ি-বাইক ভাঙচুর। উত্তেজিত জনতাকে ঠেকাতে হিমশিম খেতে হয় পুলিশ। পরে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যানের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে।
WB News Live:বিস্ফোরণে ডায়মন্ড হারবারের মশাটহাটে আহত পঞ্চম শ্রেণির ছাত্র
বিস্ফোরণে ডায়মন্ড হারবারের মশাটহাটে আহত পঞ্চম শ্রেণির ছাত্র। হাত-পায়ে গুরুতর আঘাত নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি। এই ঘটনায় আরও ২জন সামান্য আহত। বাড়িতে কিছু বাজি মজুত করে রাখা ছিল, সেখানে থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে অনুমান পুলিশের।
WB News Live Update:কোচবিহারেও তৈরি হচ্ছে রাম মন্দির। তাতে সাহায্য করছেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক
কোচবিহারেও তৈরি হচ্ছে রাম মন্দির। তাতে সাহায্য করছেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। লম্বায় ১৫ ফুট এবং চওড়ায় ৩০ ফুটের এই রাম মন্দির তৈরিতে ব্যবহার করা হচ্ছে বেলেপাথর। ইতিমধ্যে রাজস্থান থেকে সেই পাথর আনা হয়েছে। ২২ জানুয়ারি কোচবিহারের রাম মন্দিরের উদ্বোধন করার কথা স্থানীয় বিজেপি সাংসদের।
WB News Live:'নির্বাচনের আগে গিমিক শো-এর মতো রামমন্দির তৈরি করা হচ্ছে',জয়নগরের প্রশাসনিক সভা থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
'নির্বাচনের আগে গিমিক শো-এর মতো রামমন্দির তৈরি করা হচ্ছে। কিন্তু তার জন্য ধর্মের বিভেদ করা চলবে না', জয়নগরের প্রশাসনিক সভা থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB News Live Update:কংগ্রেসের নাম মুখে না নিলেও, সিপিএম এবং বিজেপিকে ফের চড়া সুরে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কংগ্রেসের নাম মুখে না নিলেও, সিপিএম এবং বিজেপিকে ফের চড়া সুরে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিটফান্ড থেকে কেন্দ্রীয় এজিন্সিকে ব্যবহারের অভিযোগ তুলে সবর হলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে সিপিএম ও বিজেপি।