WB Live News Updates: শ্বেতাকে নিয়ে বাড়ছে রহস্য়, গাড়ি, লক্ষ লক্ষ টাকা লেনদেনে ইডির নজর
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
সোনার খনিতে প্রবেশ করেছি, কত সোনা আছে জানি না। যে পরিমাণ টাকার হদিশ পাওয়া যাচ্ছে তাতে আমরা স্তম্ভিত। অয়ন শীলকে আদালতে পেশ করে দাবি ইডির (SSC Case)।
রাজ্যজুড়ে ৬০টি পুরসভায় ৫০০০ চাকরি বিক্রির মিডলম্যান অয়ন। শুধু শিক্ষক নয়, শ্রমিক থেকে টাইপিস্ট, সব নিয়োগে দুর্নীতি। আদালতে দাবি ইডির (Enforcement Directoarte)। খতিয়ে দেখবেন হাকিম, বললেন ফিরহাদ (Firhad Hakim)।
গাড়িচালক, থেকে গ্রুপ ডি, চাকরির দাম ৪ লক্ষ। টাইপিস্ট ও গ্রুপ সি পদে নিয়োগ ৭ লক্ষে। ফিক্স ছিল পুরসভায় দেদার চাকরি বিক্রির রেট চার্ট। টাকা যেত অয়নের কাছে। দাবি ইডির।
১০ দিনে ৭ কোটি। শান্তনুর অ্যাকাউন্ট থেকে অয়নের অ্যাকাউন্টে ঢুকেছে ২৫ কোটি। ৫০ থেকে ৬০ কোটির লেনদেন। নথি দেখে তারা স্তম্ভিত। একমাত্র কৃষ্ণই পথ দেখাতে পারেন। আদালতে বলল ইডি।
পার্থ-অয়নের সেতু ছিলেন কুন্তল। ওএমআর শিট থেকে পরীক্ষা পরিচালনা, সবকিছুর বরাত পেয়েছিলেন একজন। মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। শিউরে ওঠার মতো তথ্য। আদালতে দাবি ইডির।
শুধু ২০১৪-র নয়, ২০১২-র টেট পরীক্ষার্থীদের নামের তালিকাও সল্টলেকে অয়ন শীলের অফিসে, চাঞ্চল্যকর দাবি ইডি-র। মিলেছে ২০ জন এজেন্টের হদিশ, দাবি তদন্তকারী সংস্থার।!
হৈমন্তী, সোমার পর নিয়োগ-দুর্নীতি মামলায় আরও এক রহস্যময়ীর খোঁজ। এক মহিলার অ্যাকাউন্টে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পাঠিয়েছিলেন অয়ন। চাকরি বিক্রির টাকা? জানতে চায় ইডি।
সিবিআই তলবে হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ। ব্যাঙ্কের নথি নিয়ে নিজাম প্যালেসে আইনজীবী। সুজয়কৃষ্ণের আইনজীবীর জানিয়েছেন, তাঁর মক্কেলকে সশরীরে যেতে বলা হয়নি। নথি দিতে বলা হয়েছিল শুধু।
গরুপাচার মামলায় অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির ১৪ দিনের জেল হেফাজত। ঠাঁই হল তিহাড়ে। সোমবারও হাজিরা এড়ালেন সুকন্যা। ফের তলব বিজয় রজককে।
দলের অস্বস্তি বাড়ালেন অর্জুন সিংহ। বাবুল সুপ্রিয়কে নিয়ে মন্তব্য। বললেন, "অর্জুন সিংহর বাইট- বাবুল সুপ্রিয় বিজেপিরও মন্ত্রী ছিল, তৃণমূলেরও মন্ত্রী।"
আপাতত হেফাজতেই জিতেন্দ্র তিওয়ারি। কম্বলকাণ্ডে বিজেপি নেতার গ্রেফতারি নিয়ে রাজ্যের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। আরও ২ বিজেপি নেতার গ্রেফতারিতে আগাম স্থগিতাদেশ।
আজ বগটুই হত্য়াকাণ্ডের বর্ষপূর্তি। নিহতদের শ্রদ্ধা জানাতে যাচ্ছেন শুভেন্দু। শহিদ বেদি বানিয়ে কর্মসূচি ঘোষণা তৃণমূলের। সেলিমের নেতৃত্বে মৌন মিছিল বামেদের।
১.২৫ একর নয়, ১.৩৮ একর জমিই অমর্ত্য সেনের নামে। নোবেলজয়ীকে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিসের মধ্যেই রেকর্ড প্রকাশ ভূমি সংস্কার দফতরের। দখল তত্ত্বে অনড় বিশ্বভারতী।
মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মালিকের স্ত্রী-পুত্র ছাড়াও প্রতিবেশী কিশোরীর মৃত্যু।
ভারতজয়ের পর কলকাতায় ফেরা সবুজ মেরুন ফুটবলারদের তাঁবুতে গিয়ে সম্বর্ধনা মুখ্যমন্ত্রীর। ক্লাবের উন্নয়নে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা দেওয়া হবে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
WB Live News: শ্বেতাকে নিয়ে বাড়ছে রহস্য়। গাড়ি, লক্ষ লক্ষ টাকা লেনদেনে ইডির নজর
প্রথম পোস্টিং হুগলির পঞ্চায়েত দফতরে। ইঞ্জিনিয়ার ছিলেন কামারহাটি পুরসভাতেও। শ্বেতাকে নিয়ে বাড়ছে রহস্য়। গাড়ি, লক্ষ লক্ষ টাকা লেনদেনে ইডির নজর।
WB News Live Updates:বান্ধবী শ্বেতার জন্য টলিউডেও লগ্নি!
কুন্তলের পর এবার শান্তনু-ঘনিষ্ঠ অয়ন। বান্ধবী শ্বেতার জন্য টলিউডেও লগ্নি! লকডাউনের সময় শ্যুটিং শুরু হলেও আর হয়নি শেষ।
WB Live News: ট্যাংরার যুবকের মৃতদেহ উদ্ধার, পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ, থানায় চড়াও উত্তেজিত জনতা
১৮ দিন পর ট্যাংরার যুবকের মৃতদেহ উদ্ধার
পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে থানায় চড়াও উত্তেজিত জনতা
থানার সামনে গাড়িতে ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ
ঘটনাস্থলে ডিসি ইএসডি গৌরব লাল
WB Live News: মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করল ইডি
মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করল ইডি। কাগজের বান্ডিল নিয়ে আদালতের পুলিশ লকআপে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি।
WB Live News: কোটি টাকার সোনার গয়না আর বাট উদ্ধার হল হাওড়া স্টেশনে
নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে প্রায় প্রতিদিনই উঠে আসছে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের খবর। সামনে এসেছে টাকার পাহাড়ের ছবি। এমন একটা আবহে কোটি টাকার সোনার গয়না আর বাট উদ্ধার হল হাওড়া স্টেশনে। উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।