West Bengal News Live Updates: কলকাতার রাস্তায় বিমান বসুর হাত ধরে হাঁটলেন প্রদীপ ভট্টাচার্য
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
মার্কিন অস্ত্র সন্দেশখালিতে! উদ্ধার ৩টি অত্যাধুনিক মার্কিন রিভলভার। নেপথ্যে আন্তর্জাতিক চক্র? অস্ত্রপাচারেও কি যুক্ত শেখ শাহজাহান? তদন্তে সিবিআই। (Sandeshkhali Case)
উধাও শাহজাহান সঙ্গী, ডেরায় অন্তত ৪০ লক্ষ টাকার অস্ত্রের হদিশ। তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে সিবিআই, আবু তালেবের স্ত্রীর বয়ান রেকর্ড। (Sheikh Shahjahan)
ফের মমতার নিশানায় কেন্দ্রীয় এজেন্সি (Mamata Banerjee)। সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার নিয়ে বললেন, "এটাও হতে পারে, নিজেরা বাক্স করে এনে অস্ত্র রেখেছে।" এর পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বক্তব্য, "দুর্নীতি-অত্যাচার-বোমা-বন্দুক, মমতা জমানায় এখন এটাই বাংলা।"
পুলিশকে না জানিয়েই একতরফা অভিযান এনএসজি-সিবিআইয়ের, দাবি মমতার। পুলিশকে সঙ্গে নিয়েই অভিযান, পাল্টা বিজেপি। মন্তব্যে নারাজ বসিরহাট পুলিশ জেলার এএসপি।
সন্দেশখালিতে এনএসজি নিয়ে অস্ত্র উদ্ধার সিবিআইয়ের। ভোটের মধ্যে ভাবমূর্তি নষ্টের অভিযোগে কমিশনে তৃণমূল। তৃণমূলকে দেশদ্রোহী বললেন সুকান্ত মজুমদার। (Sukanta Majumdar)
শাহজাহান-শাগরেদের বাড়িতে অস্ত্র কুঠুরি। সিবিআই যাতে উদ্ধার করতে না পারে, সেজন্য আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়, আক্রমণে শুভেন্দু। সাজানো ঘটনা, বলছে তৃণমূল।
উদ্ধার পুলিশের রিভলভার কি রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি যাওয়া? ডিজিপিকে হেফাজতে নেওয়ার দাবি অমিত মালব্যর। পুলিশ শাহজাহানকে না ধরলে এতকিছু উদ্ধার হত? পাল্টা পার্থ। (Sandeshkhali Weapons Recovery)
ফের সন্দেশখালিতে সিবিআই। জমি দখলের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় এজেন্সি। গ্রামে গিয়ে অভিযোগকারীদের সঙ্গে কথা।
ফের সন্দেশখালিতে সিবিআই
সন্দেশখালি-আবহেই হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ। আটক সস্ত্রীক বিজেপি কর্মী। বাড়ি ঘিরে তল্লাশি সিআইডির বম্ব স্কোয়াডের, নমুনা সংগ্রহ ফরেন্সিকের।
বিজেপি নেতার ঘরে বোমা জমা। বোমা মেরে, চাকরি খেয়ে জিততে পারবে না: মমতা। শমীক, "সন্দেশখালি থেকে নজর ঘোরানোর চেষ্টা।" সেলিম, "তৃণমূলেরও হতে পারে, বিজেপিরও হতে পারে।"
এলাকা ছেড়ে কেন ময়নার বিজেপি কর্মীর দেহ উদ্ধারের জায়গায় ওসি, ভূপতিনগর? আক্রমণে শুভেন্দু। এফআইআরের পরামর্শ অভিজিতের। পুলিশের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের।
তৃণমূলই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে। কুলটির সভা থেকে হুঙ্কার মমতার। গুরুত্ব দিতে নারাজ বিজেপি। অধীরকে পাশে নিয়ে '২৬শে মমতাকে ক্ষমতাচ্যুত করার হুঙ্কার সেলিমের। (I.N.D.I.A Alliance)
প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য, এসএসসি, পর্ষদের মামলা। দেশের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। (SSC Case)
নিয়োগ দুর্নীতির মাসুল, ভোটের মধ্যেই চাকরিহারা প্রায় ২৬ হাজার। যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে বামেদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্টের পর আরও চাপে কালীঘাটের কাকু। জেলে গিয়ে সুজয়কৃষ্ণকে জেরা সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতির তদন্তে শান্তনুকেও জেরা।
যে সত্যি সত্যি টাকা নিল, সে বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিন: ফিরহাদ। "শুভেন্দুর সঙ্গে সম্পর্ক নেই, প্রমাণ করতে বলতে পারেন", খোঁচা শমীকের।
কল্যাণের গাড়িতে ব্রাত্য, কাঞ্চনকেই নিজের কেন্দ্রে প্রচারে আমন্ত্রণ দেবের। বললেন, "আমার প্রচারে এলে মার্জিন বাড়বে।" কাঞ্চনের বক্তব্য, "এটা দেবের বদান্যতা।"
ফের দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী। কপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন দুর্গাপুরে। সামলে নিয়ে সভা করলেন কুলটিতে। সুস্থ আছেন, পা-ও মেলালেন আদিবাসীদের নাচে।
রেহাই নেই দহনজ্বালায়। কলকাতায় ৪১ ডিগ্রি। আগামী কয়েকদিন আরও চড়বে পারদ। ৮ জেলায় চলবে তাপপ্রবাহ, জারি সতর্কতা।
WB Live News: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ শুভেন্দু অধিকারীর
তৃণমূলের আবাস-আশ্বাস, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ শুভেন্দু অধিকারীর। ''ভোটারদের প্রলুব্ধ করতে তোলামূলের নতুন প্রতারণার ফাঁদ'
'আবাসে বাড়ি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ভোটারদের ফর্ম বিলি। ভোটের পর পাকা বাড়ি করে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি তৃণমূলের। নির্বাচনী বিধিভঙ্গ তৃণমূলের, ব্যবস্থা নিক কমিশন'', পোস্ট শুভেন্দুর। ভোটারদের কমিশনে নালিশ জানাতে বললেন বিরোধী দলনেতা।
West Bengal News Update Live: সালকিয়ায় গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল ২ জন
উত্তর হাওড়ার সালকিয়ায় গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলো দুজন। প্রচন্ড গরমের মধ্যে বন্ধুদের সাথে স্নান করতে গেছিল দুজন। শাহবাজ হোসেন(২১) হুগলি ডক ঘাটে ও আব্দুল রেজ্জাক(১৪) ছাতুবাবুর ঘাটে স্নান করতে এসেছিল। এদের মধ্যে শাহাবাজ হোসেন সাঁতার জানলেও আব্দুল সাঁতার জানতো না। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ। খবর দেওয়া হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম ও রিভার ট্রাফিক পুলিশকে। তল্লাশি শুরু হলেও এখনো খোঁজ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নদীতে জোয়ারের টানে দুজনেই তলিয়ে যায়।
WB Live News: ভোটের আগে ইলামবাজারে ভাঙল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাঁচিল
ভোটের আগে বীরভূমে বিস্ফোরণের অভিযোগ, ইলামবাজারে ভাঙল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাঁচিল। 'বিস্ফোরণে জেরে মাটিতে বিশাল গর্ত তৈরি হয়'
প্রমাণ লোপাটে বালি ফেলে ভরাট করা হয় গর্ত, অভিযোগ গ্রামবাসীদের। এখনও এ বিষয়ে কিছু জানি না, খোঁজ নিয়ে দেখব, জানিয়েছেন এসপি।
West Bengal News Update Live: কলকাতার রাস্তায় বিমান বসুর হাত ধরে হাঁটলেন প্রদীপ ভট্টাচার্য
কলকাতার রাস্তায় বিমান বসুর হাত ধরে হাঁটলেন প্রদীপ ভট্টাচার্য। রবিবার এই ছবিই দেখা গেল কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে।
পটুয়াটোলা লেনে বাড়ি বাড়ি ঘুরে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যর হয়ে ভোট চাইলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
WB Live News: রবিবাসরীয় ভোটপ্রচারে অধীর, বহরমপুরে হুডখোলা গাড়িতে জমজমাট রোড শো
রবিবাসরীয় ভোটপ্রচারে অধীর চৌধুরী। বহরমপুরে হুডখোলা গাড়িতে জমজমাট রোড শো। লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির।