West Bengal News Live Updates: তৃণমূলের 'চোর চোর' স্লোগান, তেড়ে গেলেন শুভেন্দু
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
এখনই চাকরি যাচ্ছে না ২৬ হাজারের। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ১৬ জুলাই পরবর্তী শুনানি পর্যন্ত যোগ্য-অযোগ্য, সবার চাকরি বহাল। প্রত্যাহার অনশন। (SSC Recruitment Case)
এসএসসি যোগ্য-অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল ন্যায্য নয়। সংক্ষিপ্ত রায়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। চূড়ান্ত রায় পর্যন্ত বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ। (SSC Scam Case)
অতিরিক্ত শূন্যপদ সৃষ্টিকারী-সহ মন্ত্রিসভার ভূমিকায় চলবে সিবিআই তদন্ত, তবে এখনই কড়া পদক্ষেপ নয়, সংক্ষিপ্ত রায় সর্বোচ্চ আদালতের। অবৈধ ভাবে চাকরি প্রাপকদের বিরুদ্ধেও সিবিআই বহাল। (Supreme Court)
সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়কে স্বাগত মমতার (Mamata Banerjee)। বাংলার ভাবমূর্তি নষ্টে বিজেপির বিস্ফোরণ নিষ্ক্রিয়, আক্রমণে অভিষেক (Abhishek Banerjee)। শুভেন্দু বললেন, "মাফলার গেছে, হাওয়াই চটিও যাবে।" (Suvendu Adhikari)
প্রায় ১৯ হাজার বৈধ। ৮ হাজার ৩২৪ জনের নিয়োগ অবৈধ। চাপের মুখে মানল এসএসসি। সরকারি নিয়োগে মানুষের ভরসা উঠে গেলে কী রইল? প্রশ্ন সুপ্রিম কোর্টের।
নিয়োগে দুর্নীতি, কবুল এসএসসির। মমতা- ১০ লক্ষ চাকরি রেডি। বিজেপি-সিপিএমের লোকেরা কোর্টে চলে যাচ্ছে। সুকান্ত- জেলে যেতে হবে।
কপি না রেখেই ওএমআর নষ্ট, সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে এসএসসি। মেয়াদ উত্তীর্ণ প্যানেল, সাদা খাতায় চাকরির ক্ষেত্রে সিবিআই বহাল।
ভোট 'বয়কটের' পরেও 'জোর' করে বহিরাগতদের দিয়ে ভোট করার অভিযোগে রণক্ষেত্র মালদার হবিবপুর। বিডিও-ভোটকর্মীদের ঘিরে বিক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষ।
বুথের সামনে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শ্রীরূপার। পাল্টা অশান্তির চেষ্টার অভিযোগ শাসক শিবিরের।
ভোট শেষেও সংঘর্ষ। বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগে রণক্ষেত্র জঙ্গিপুর। রাস্তায় বসে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জ।
ভোটে অনিয়মের অভিযোগে রানিনগরে তুলকালাম। সেলিমের সঙ্গে তৃণমূল সমর্থকদের ধাক্কাধাক্কি। জঙ্গিপুরে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতার হাতাহাতি।
তৃতীয় দফায় বিকেল ৫ পর্যন্ত রাজ্যে ৪ লোকসভা কেন্দ্রে ভোটদানের হার প্রায় ৭৪ শতাংশ। ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে ৭৪ শতাংশ। জিয়াগঞ্জে ভোট দিলেন অরিজিৎ সিং।
West Bengal Live News Update:সন্দেশখালি থানায় বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে এফআইআর
বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে এফআইআর। ধর্ষণের মামলা তুলতে চাওয়ায় ভয় দেখানোর অভিযোগ। হুমকি দেওয়ার অভিযোগ, সন্দেশখালি থানায় এফআইআর।
WB Live News Update: বর্ধমানে দিলীপের প্রচারে 'বাধা'
বর্ধমানে দিলীপের (BJP Candidate Dilip Ghosh) প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ধুন্ধুমার। দিলীপ ঘোষের রোড শোয়ে অনুমতি না দেওয়ার অভিযোগ। প্রতিবাদে দিলীপের প্রতীকী পদযাত্রা ঘিরে ধুন্ধুমার। দিলীপ ঘোষের সামনেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। অনুমতি না দিলে, আগামীদিনে অনুমতি ছাড়াই পদযাত্রার হুঁশিয়ারি । হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের।
West Bengal Live News Update:ভোটের প্রচারে রকমারি ভূমিকায় হুগলি লোকসভা কেন্দ্রের দুই যুযুধান প্রার্থী
একজন আদিবাসীদের নিয়ে নাচ-গান করলেন। আরেক জন বাজারে গিয়ে কিনলেন মাছ, আলু, পেঁয়াজ। ভোটের প্রচারে রকমারি ভূমিকায় হুগলি লোকসভা কেন্দ্রের দুই যুযুধান প্রার্থী। এদিন পাণ্ডুয়ায় গিয়ে কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপর আদিবাসীদের নিয়ে নাচ-গানে মাতেন। অন্যদিকে, চুঁচুড়ায় জনসংযোগে গিয়ে বাজার করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
WB Live News Update:আরামবাগে মমতার সভা, অপরূপাকে মঞ্চে উঠতে 'বাধা'
এবারের লোকসভা ভোটে টিকিট পাননি আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। আর এর মধ্য়েই এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রচার সভায়, স্টেজে উঠতে বাধা দেওয়া হল তাঁকে। এনিয়ে অভিমানী অপরূপা আঙুল তুললেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের দিকে। কাঞ্চন মল্লিকের পর, এবার মঞ্চে ব্রাত্য় অপরূপা পোদ্দার, এনিয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে বঙ্গ বিজেপি।
West Bengal Live News Update:তৃণমূলের 'চোর চোর' স্লোগান, তেড়ে গেলেন শুভেন্দু
তৃণমূলের 'চোর চোর' স্লোগান, তেড়ে গেলেন শুভেন্দু । বাঁকুড়ার সিমলাপালে শুভেন্দুকে 'গো-ব্যাক' তৃণমূলের। বিরোধী দলনেতাকে 'গদ্দার' স্লোগান তৃণমূলের। স্লোগান শুনে তেড়ে গেলেন বিরোধী দলনেতা । পাত্রসায়র থেকে রাইপুর যাওয়ার পথে তৃণমূলের স্লোগান।