WB News Live Updates :পলাতক বেলডাঙার বিজেপি কাউন্সিলরের ছেলে, সঙ্গীর খোঁজে কোচবিহারে তল্লাশি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম ( Headlines ) :
- খোদ পুলিশের বিরুদ্ধেই জবরদখলের অভিযোগ, ভরতপুর (Bharatpur) থানায় ঘেরাও তৃণমূল বিধায়কের (TMC MLA)। অভিযোগ খারিজ পুলিশের।
- মেডিক্যালে ভর্তি বিজেপি কর্মীরা। দেখতে এসে তৃণমূলকে বিজেপির (BJP) অনুসন্ধান টিমের হুঙ্কার।
- আহত বিজেপি কর্মীদের দেখতে এসে ২৪-র ভোটে জবাবের চ্যালেঞ্জ বিজেপির। পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের (TMC)।
- কলকাতায় এলেন বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত নেতা সুনীল বনসল। মেডিক্যালে দেখতে যাবেন আহত বিজেপি কর্মীদের। তারপরেই নেতৃত্বের সঙ্গে বৈঠক।
- বিজেপির হাতিয়ার অভিষেকের বুলেট-মন্তব্য। বাংলার মাথায় দুর্নীতির কলঙ্ক বলে আক্রমণ। কীভাবে তাণ্ডব, দেখেছে দেশ, পাল্টা খোঁচা তৃণমূলের।
- বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন, বিজেপি কাউন্সিলরের ছেলের খোঁজে মুর্শিদাবাদে পুলিশ। ফিরতে হল খালি হাতে।
- পেট্রোল দিয়ে গাড়িতে আগুন লাগিয়েছিল বেলডাঙার শুভজিৎ-ই, দাবি পুলিশের। ছবিতে থাকা যুবক আমার ছেলেই নয়, পাল্টা দাবি বিজেপি নেত্রীর।
- বিজেপির নবান্ন অভিযানে আক্রান্ত এসিপি, দত্তপুকুর থেকে গ্রেফতার আরও ৩। খুনের চেষ্টার মামলা। আহত অফিসারকে দেখতে গেলেন সিপি।
- বিজেপি কর্মীদের উপর পুলিশি হামলার অভিযোগ। আজই নাড্ডাকে কেন্দ্রীয় দলের রিপোর্ট। পরিকল্পিত সন্ত্রাস চালিয়েছে বিজেপিই, পাল্টা তৃণমূল।
- কলকাতায় এলেন বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত সুনীল বনসল। আজ দেখতে যাবেন কলকাতা মেডিক্যাল কলেজে আহত বিজেপি কর্মীদের। আইসিসিআরএ দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক।
- এবার দুর্নীতি ইস্যুতে সরব রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বিধাননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের নিশানায় প্রাক্তন মেয়র পারিষদ। দুজনের মধ্যে তুঙ্গে উঠেছে কথার লড়াই।
WB News Live: নন্দীগ্রামে সমবায় ভোটে ফলাফল ১-১
নন্দীগ্রামে সমবায় ভোটে ফলাফল ১-১। ভেকুটিয়া কৃষি সমবায় সমিতির নির্বাচনী জয়ী হল বিজেপি। এর আগে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে সমবায় সমিতির ভোটে জয়ী হয় তৃণমূল।
West Bengal News Live :রতুয়ার হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে বাম-কংগ্রেস জোটের জয়
রতুয়ার হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে বাম-কংগ্রেস জোটের জয়। মালদার রতুয়ায় জিএসএ হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন, ৬টি আসনের মধ্যে ৬টি আসনই দখল করল বাম-কংগ্রেস জোট। সবকটি আসনেই হার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের
WB News Live:নিজাম প্যালেসেই হল পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট
নিজাম প্যালেসেই হল পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট। বাইরে থেকে চিকিৎসক এসে দেখে গেলেন তাঁকে। নিরাপত্তার কারণেই পার্থ চট্টোপাধ্যায়কে বাইরে বের করা হয়নি বলে CBI সূত্রে খবর। এদিকে রবিবার ৫৫৩ দিনে পড়ল SSC-র চাকরি প্রার্থী আন্দোলন।
West Bengal News Live : কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট চায় রাজ্য বিজেপি
কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট চায় রাজ্য বিজেপি। কেন্দ্রের কাছে আবেদন করুক কেন্দ্রীয় নেতৃত্ব, চাইছে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর জন্য প্রয়োজনে আদালতে যেতেও প্রস্তুত রাজ্য বিজেপি
পুজোর আগেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে নজর বিজেপির।
WB News Live:মার, পাল্টা মারের অভিযোগ। ফের তেতে উঠল নিহত আনিস খানের গ্রাম
মার, পাল্টা মারের অভিযোগ। ফের তেতে উঠল নিহত আনিস খানের গ্রাম।