Bangladesh: রিজভি বাংলাদেশের চিকিৎসার ভুয়সী প্রশংসা করলেও, ওপারের নাগরিকদের ভরসা কলকাতারই হাসপাতাল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশে রাজনৈতিক নেতারা যখন ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছেন, তখন চিকিৎসার জন্য বাংলাদেশের নাগরিকদের ভরসা কলকাতারই হাসপাতাল। বুধবারও এই শহরে দেখা মিলল বাংলাদেশের একাধিক নাগরিকের। যাঁরা বাংলাদেশের তুলনায় কলকাতার চিকিৎসা পরিষেবাকে ঢের এগিয়ে রেখেছেন।
আরও খবর..
বিদেশসচিব পর্যায়ের বৈঠকের পরও সোশাল মিডিয়ায় সামনে আসছে বাংলাদেশের নানা হিন্দু বিদ্বেষী ক্রিয়াকলাপের ছবি। তাতে দেখা যাচ্ছে, কোথাও মঠের সামনে জমি দখলমুক্ত করার দাবিতে প়ড়ছে পোস্টার, কোথাও 'শাহজালালের বাংলায় নো-বিফের ঠাঁই নাই' পোস্টার হাতে চলছে সমাবেশ। যার জেরে প্রশ্ন উঠছে, আদৌ অশান্তির অবসান চায় বাংলাদেশ?
টিচার ইন চার্জের দায়িত্বকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বাঁধল মালদার বামনগোলার জগদলা হাইস্কুলে। বিদ্যালয় চত্বরের মধ্যেই শিক্ষকদের দুপক্ষের মধ্যে বাঁধল হাতাহাতি। ঝামেলার ভিডিও ভাইরাল হতেই অস্বস্তির মুখে স্কুল কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে জেলার স্কুল পরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।