West Bengal News LIVE Updates:লোকসভা ভোটে প্রথম দফায় বাংলার ২০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
LIVE
Background
কলকাতা: দিল্লি থেকে রাজ্যে আগামীকালই আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার সন্ধে ৬টায় বৈঠক রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার। চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার কলকাতায় এসে পৌঁছবেন কাল রাতে। ফুল বেঞ্চে থাকছেন অরুণ গোয়েল, ধর্মেন্দ্র শর্মা, নীতেশ ব্যাস সহ মোট ১৩ জনের টিম। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখতে থাকুন-
কৃষ্ণনগরের (Krishnanagar) সভার পর সুকান্ত (Sukanta Majumdar)-শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে আলাদা বৈঠক প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)। বিজেপির (BJP) রাজ্য সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কথা মোদির। সুকান্ত ও শুভেন্দুর সঙ্গে প্রায় ১০ মিনিট বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
জেরায় অসহযোগিতা করছেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। বারবার প্রশ্ন করা হলেও উত্তর দিচ্ছেন না! বলছেন ঊর্ধ্বতন আধিকারিককে সব জানিয়ে দিয়েছেন। একই কথা বারবার বলতে পারবেন না। এমনই দাবি সিআইডি (CID) সূত্রে। আর এসব দেখেশুনেই এখনও আতঙ্ক কাটছে না সন্দেশখালির (Sandeshkhali) বাসিন্দাদের। এরইমধ্যে বয়ান রেকর্ডের জন্য ED-র ডেপুটি ডিরেক্টরকে ৩ মার্চ ভবানী ভবনে ডেকে পাঠাল সিআইডি।
মেট্রো যাত্রীদের জন্য সুখবর। লোকসভা ভোটের আগে তিনটি নতুন রুটে মেট্রো পেতে পারেন কলকাতাবাসী।৬ মার্চ বারাসতের সভা থেকে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। অবশেষে গঙ্গা নীচ গিয়ে গন্তব্যে পৌঁছনোর শখ পূরণ হতে পারে তিলোত্তমাবাসীর। সঙ্গে থাকতে পারে তারাতলা থেকে মাঝের হাট ও নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুটের উপহার।
বৃহস্পতিবার থেকেই, একের পর এক সোশাল মিডিয়া পোস্টে, নাম না করে দলের একাংশকে নিশানা করছিলেন। শুক্রবার তৃণমূলের দু'টি পদে ইস্তফা দিয়ে, সরাসরি সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করলেন কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে তুললেন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার মতো চাঞ্চল্য়কর অভিযোগও। প্রতিক্রিয়ার জন্য় ফোন করা হলে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় ফোন ধরেননি। হোয়াটসঅ্য়াপেরও জবাব দেননি।
WB News LIVE Updates: সুদীপকে কুণাল-তাপসের আক্রমণের মধ্যেই মুখ খুললেন সুব্রত বক্সী
সুদীপকে কুণাল-তাপসের আক্রমণের মধ্যেই মুখ খুললেন সুব্রত বক্সী। 'কানা হোক, খোঁড়া হোক, তৃণমূলের প্রতীক থাকলে তাঁকেই ভোট দিন। যাঁর কাছে তৃণমূলের প্রতীক, তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। কারও মধ্যে কোনও ভেদাভেদ থাকলে উপেক্ষা করুন। দল বাঁচলে সবাই বাঁচবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নবীন-প্রবীণের সমন্বয় রাখার চেষ্টা করেছেন', দলে দ্বন্দ্বের মধ্যেই ডেবরায় বার্তা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর।
WB News LIVE Updates:ফের তৃণমূলকে আক্রমণে দুর্নীতিকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী
ফের তৃণমূলকে আক্রমণে দুর্নীতিকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী। বললেন, তৃণমূলের অর্থই এখন বদলে গেছে। তৃণমূল মানে তু ম্যায় অউর করাপশন হি করাপশন। তৃণমূল যখন ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়াচ্ছে, এদিন তখন ২৫ লক্ষ ভুয়ো জবকার্ড তৈরিরও বিস্ফোরক অভিযোগ করেন নরেন্দ্র মোদি। পাল্টা জবাব দিয়েছে রাজ্য়ের শাসকদলও।
West Bengal News LIVE Updates: নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহকাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেফতার
নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহকাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেফতার। ১ মাস ৫ দিন পর অভিযুক্ত সৈয়দ ইমতিয়াজ আহমেদ গ্রেফতার। কামালগাজি থেকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ।
WB News LIVE Updates: সুদীপকে কুণাল-তাপসের আক্রমণের মধ্যেই মুখ খুললেন সুব্রত বক্সী
সুদীপকে কুণাল-তাপসের আক্রমণের মধ্যেই মুখ খুললেন সুব্রত বক্সী। 'কানা হোক, খোঁড়া হোক, তৃণমূলের প্রতীক থাকলে তাঁকেই ভোট দিন। যাঁর কাছে তৃণমূলের প্রতীক, তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। কারও মধ্যে কোনও ভেদাভেদ থাকলে উপেক্ষা করুন। দল বাঁচলে সবাই বাঁচবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নবীন-প্রবীণের সমন্বয় রাখার চেষ্টা করেছেন', দলে দ্বন্দ্বের মধ্যেই ডেবরায় বার্তা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর।
West Bengal News LIVE Updates: মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফাপত্র গ্রহণ করল তৃণমূল: সূত্র
মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফাপত্র গ্রহণ করল তৃণমূল: সূত্র। রাজ্য সাধারণ সম্পাদক পদে কুণালের ইস্তফা এখনও গৃহীত হয়নি: সূত্র। 'রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকেও ইস্তফাপত্র গ্রহণ করা হোক'। দলীয় পদে থাকতে না চেয়ে আর্জি কুণাল ঘোষের। শুধু কর্মী হিসেবেই থাকতে চাই, সোশাল মিডিয়ায় পোস্ট কুণালের।