West Bengal News LIVE Updates: স্বাস্থ্যসাথীতে নাম বসিরহাটের বিজেপি প্রার্থীর, রেখা পাত্রকে আক্রমণ তৃণমূলের
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
LIVE
Background
কলকাতা: স্বাস্থ্যসাথীতে নাম বসিরহাটের বিজেপি প্রার্থীর। মমতার সরকারের সুবিধা নিয়ে ভণ্ডামি করছেন। সরকারি নথি প্রকাশ করে রেখা পাত্রকে আক্রমণ তৃণমূলের। সরকারি নথি সহ বিজেপি প্রার্থীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে আরও নিম্ন রুচির পরিচয় দিয়েছে তৃণমূল। পাল্টা আক্রমণে অমিত মালব্য। নির্বাচন কমিশনকে পদক্ষেপের আর্জি।
WB News LIVE Updates: বিজেপি প্রার্থীর সঙ্গে মোদির কথায় কৃষ্ণচন্দ্র রায়ের প্রশংসা
বিজেপি প্রার্থীর সঙ্গে মোদির কথায় কৃষ্ণচন্দ্র রায়ের প্রশংসা। রামমোহন রায়ের সঙ্গে গুলোচ্ছেন, কটাক্ষ মহুয়ার। সত্যি কি, সেটাই জানেন না, পাল্টা অমৃতা।
West Bengal LIVE News Updates: প্রচারে বেরিয়ে ভোটারদের শাসালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল
'ভোটের বেলায় বড় ফুলকে দেবে, আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে, সেটা হবে না।' প্রচারে বেরিয়ে এভাবেই ভোটারদের শাসালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। মিডিয়ার সামনে তাঁর সাফ কথা, 'তৃণমূল লিড না পেলে, আর কেউ কথা শুনতে আসবে না।'
WB News LIVE Updates: মালদা উত্তরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূল প্রার্থীর
মালদা উত্তরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূল প্রার্থীর। 'মালদা উত্তরের তৃণমূল প্রার্থীকে সাহায্য পুলিশ-প্রশাসনের একাংশের', গতকাল অভিযোগ করেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। 'সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করে নির্বাচনী বিধিভঙ্গ মালদা উত্তরের বিজেপি প্রার্থীর', পাল্টা অভিযোগ মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। আমি কোনও নির্বাচনী বিধিভঙ্গ করিনি, সত্যি কথাই বলেছি, পাল্টা খগেন।
West Bengal LIVE News Updates: বসিরহাটের ভোটের যুদ্ধে সরকারি প্রকল্পেও 'আমরা-ওরা'!
বসিরহাটের ভোটের যুদ্ধে সরকারি প্রকল্পেও 'আমরা-ওরা'! 'স্বাস্থ্যসাথী প্রকল্পে সুবিধে নিয়েও কীভাবে বিজেপির প্রার্থী? লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথীর সুবিধে নিয়েও দিল্লির জমিদারদের সঙ্গে যোগ', বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাকে এবার আক্রমণে তৃণমূল, রাজ্য সরকারি প্রকল্প কী শুধু তৃণমূলের জন্য? পাল্টা জবাব রেখা পাত্রর।
WB News LIVE Updates: বরানগরে তৃণমূল প্রার্থী নিয়ে জল্পনার মধ্যেই কাউন্সিলরকে 'মমতার ফোন'
বরানগরে তৃণমূল প্রার্থী নিয়ে জল্পনার মধ্যেই কাউন্সিলরকে 'মমতার ফোন'। দুপুর দেড়টায় ফোন করেছিলেন নেত্রী: তৃণমূল কাউন্সিলর অঞ্জন পাল। 'তোমাকে প্রার্থী করতে পারলাম না, তবে ভাল প্রার্থী দিয়েছি', মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথনের দাবি বরানগরের তৃণমূল কাউন্সিলরের। ভোটে ভাল করে লড়াই করে তৃণমূল প্রার্থীকে জেতাব: তৃণমূল কাউন্সিলর