West Bengal News LIVE Updates: মিনাখাঁ থেকে গ্রেফতার শেখ শাহজাহান, ওড়িশায় পাকড়াও সঙ্গী
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
LIVE
Background
কলকাতা: অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ৫৬ দিনের মাথায় গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali) 'মাস্টারমাইন্ড'। গ্রেফতারিতে বাধা নেই, হাইকোর্ট বলার পরে গ্রেফতার। গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয় ইডি। এতদিন লুকিয়ে ছিলেন সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান? অবশেষে ৫৫ দিন পরে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড'।
রাজ্যের অন্যান্য খবর এক নজরে-
ফের নিশানায় সংবাদমাধ্যম, ফের আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাতসকালে এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ। বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সন্দেশখালি ইস্যুতে বিরোধীরা যখন একযোগে সরব, তখন এনিয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে সন্দেশখালি আন্দোলনকে একসারিতে রাখতে নারাজ, তা-ও কার্যত বুঝিয়ে দিয়েছেন তিনি। পাল্টা শুভেন্দু অধিকারীও হুঙ্কার ছেড়েছেন, মমতাকে প্রাক্তন না করা পর্যন্ত এই লড়াই চলছে, চলবে।
জেল থেকে বেরিয়ে, ফের বিস্ফোরক সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। এনিয়ে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে বলেও দাবি করেছেন তিনি। সুর চড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
নিয়োগের দাবিতে এবার কুণাল ঘোষের বাড়ির দরজায় উপস্থিত হলেন ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের সঙ্গে ফোনে কথাও বললেন তাঁরা। অন্যদিকে, SSC নবম থেকে দ্বাদশ চাকরিপ্রার্থীদের নিয়োগের জট কাটাতে শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন কুণাল ঘোষ।
West Bengal News LIVE Updates: মিনাখাঁ থেকে গ্রেফতার শেখ শাহজাহান, ওড়িশায় পাকড়াও সঙ্গী
শেখ শাহজাহানের পর শাগরেদ আমির আলি গাজি গ্রেফতার। ভিনরাজ্য থেকে গ্রেফতার শেখ শাহজাহানের শাগরেদ আমির আলি। গণধর্ষণের অভিযোগে ওড়িশায় গ্রেফতার আমির আলি গাজি। মিনাখাঁ থেকে গ্রেফতার শেখ শাহজাহান, ওড়িশায় পাকড়াও সঙ্গী। রৌরকেল্লায় ছেলের হস্টেল থেকে গ্রেফতার করল সিআইডির এসওজি।
WB News LIVE Updates: গ্রেফতারির পরেও সমান দাপটে সন্দেশখালির বেতাজ বাদশা
গ্রেফতারির পরেও সমান দাপটে সন্দেশখালির বেতাজ বাদশা। প্রশ্নের মুখে শুধু আঙুল নাড়িয়ে বললেন না। 'পুলিশকেই যেন দড়ি বেঁধে নিয়ে যাচ্ছেন', কটাক্ষ সুকান্ত মজুমদারের।
West Bengal News LIVE Updates: অন্তর্বর্তী নয়, এবার স্থায়ী জামিন পেলেন সিপিএমের নিরাপদ
অন্তর্বর্তী নয়, এবার স্থায়ী জামিন পেলেন সিপিএমের নিরাপদ। 'নিরাপদ সর্দারের বিরুদ্ধে কোনও বিরূপ রিপোর্ট নেই। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই', স্থায়ী জামিন দিয়ে জানাল বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ। ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিলেন বসিরহাটের পুলিশ সুপার।
WB News LIVE Updates: গতকাল জামিন, আজ জেল থেকে ছাড়া পেলেন বিকাশ সিংহ
গতকাল জামিন পাওয়ার পর আজ জেল থেকে ছাড়া পেলেন সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিংহ।
West Bengal News LIVE Updates: পুলিশের হাতের কাছেই সেঁধিয়ে, তাও গ্রেফতারিতে ৫৬দিন!
পুলিশের হাতের কাছেই সেঁধিয়ে, তাও গ্রেফতারিতে ৫৬দিন! চাপের মুখে অবশেষে মিনাখাঁয় গ্রেফতার শেখ শাহজাহান। মিনাখাঁ থেকে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড'।