WB News Live Update: মালদা থেকে বেঙ্গালুরু 'অমৃত ভারত এক্সপ্রেস' পেল বাংলা
West Bengal News Live:রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
এর আগে কুরুক্ষেত্রের ব্রহ্মসরোবরে বসেছে তাঁর তৈরি ১৬৫ টি শিল্পকর্ম। আর এবার বসছে ধর্মপথে। রামমন্দিরের ঢোকার রাস্তায় শোভা পাচ্ছে কৃষ্ণনগরের শিল্পীর (Nadia Artist) তৈরি ১০০ টি ম্যুরাল।
এবার রামমন্দির উদ্বোধন (Ram Mandir Inaugaration) নিয়ে প্রচারে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি (BJP)। এক থেকে ১৫ জানুয়ারি জেলায় জেলায় ঘর ঘর যাত্রা কর্মসূচি। অযোধ্যায় যেতে রাজ্যবাসীকে জানানো হবে আমন্ত্রণ।
তৃণমূল কংগ্রেসে (TMC) নবীন-প্রবীণ দ্বন্দ্বে প্রবীণদের পাশেই সব্যসাচী। ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে কী মন্তব্য অধীরের?
বাংলায় বিজেপিকে হারাতে অধীরের কোনও ভূমিকা নেই। বিজেপির বি টিমের ভূমিকা পালন করছে প্রদেশ কংগ্রেস, পাল্টা আক্রমণ কুণালের। বিজেপিকে সাহায্য করছেন মমতাই, পাল্টা সিপিএম।
বিজেপিকে ক্ষমতায় আনলে রাজস্থানের মতো বাংলাতেও ৪৫০ টাকায় গ্যাস দেওয়া হবে। আশ্বাস শুভেন্দুর (Suvendu Adhikari)। কেন্দ্রে ক্ষমতায়, গোটা দেশে করছেন না কেন, পাল্টা কুণাল।
পশ্চিমবঙ্গ-সহ ১৩টি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে গেল। ঠিক ছিল ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কিন্তু, তার বদলে ২২ জানুয়ারি, রামমন্দির উদ্বোধনের দিন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ স্থির করেছে নির্বাচন কমিশন। এমনটাই সূত্রের খবর। বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
কেষ্টপুরের পর এবার নিউটাউন। আবার উদ্ধার হল কাঁড়ি কাঁড়ি টাকা! বিহারের একটি প্রতারণা মামলার তদন্তে নিউটাউনে হানা দিয়ে এই টাকার হদিশ পায় ED. ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে, এখনও অধরা মূল অভিযুক্ত।
West Bengal News Live: মালদা থেকে বেঙ্গালুরু 'অমৃত ভারত এক্সপ্রেস' পেল বাংলা
মালদা থেকে বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস পেল বাংলা। অযোধ্যা থেকে ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী। বেড়েছে ভাড়া, গরিবের রেল নেই। খোঁচা রাহুলের।
WB News Live Updates: কল সেন্টারের নামে প্রতারণার ফাঁদ বারুইপুরের মল্লিকপুরে, গ্রেফতার ৬
কল সেন্টার থেকে উদ্ধার হয়েছে তিনটি ল্যাপটপ, নয়টি মোবাইল ফোন এবং আরও বেশকিছু সরঞ্জাম। এরা সকলেই একটি বেআইনি কল সেন্টার চালাচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এরা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশে বসবাসকারীদের টার্গেট করত। এই ঘটনায় বারুইপুর থানায় ৪১৯, ৪২০, ৪০৬ আই পি সি এবং ২০ & ২১ ইন্ডিয়ান টেলিগ্রাফ এক্ট ১৮৮৫ এবং ৬৬ডি তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে।
West Bengal News Live: কৃষকদের টাকা লুঠ করেছে তৃণমূল সরকার : শুভেন্দু অধিকারী
'মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকেরা ৪ বার বিদেশে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার ছাড়া চলেন না। আর কৃষকদের টাকা লুঠ করেছে তৃণমূল সরকার।'
WB News Live Updates: প্রধানমন্ত্রী কখনও কারও সঙ্গে বৈষম্যের রাজনীতি করেননি: শুভেন্দু অধিকারী
'মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প আনতে পারেননি, বিভাজনের রাজনীতি করেন। সংখ্য়ালঘু ভোট নিয়ে রাজনীতি করেছেন। প্রধানমন্ত্রী কখনও কারও সঙ্গে বৈষম্যের রাজনীতি করেননি।'
West Bengal News Live: নতুন বছরে দক্ষিণবঙ্গে ফের পারদ নামার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর
সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। কলকাতায় শনিবার সকালের তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের জেরে বাড়ছে পুবালি হাওয়ার দাপট। কমেছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব।