West Bengal News Live Updates: বাঙালি ছাড়া অক্সফোর্ড-হার্ভার্ড চলে না, তাই ট্রাম্প গুজরাতি তাড়ালেও, বাঙালি মেধাকে তাড়ানো যায় না: মমতা
West Bengal Weather Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক। এসএসসি নবম-দশম দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির পর গ্রেফতারি ঘিরে দিনভর নাটক। (SSC Case)
২০২৩ সালের পুনরাবৃত্তি। মোবাইল লুকনোর চেষ্টা জীবনকৃষ্ণের। নর্দমা থেকে উদ্ধার দুটি মোবাইল। ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। তথ্য লুকনোর চেষ্টা, উঠছে প্রশ্ন। (SSC Scam)
ইডি অফিসারদের দেখেই পালানোর চেষ্টা, ধাওয়া কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। পালাতে গিয়ে খেলেন আছাড়। বাড়ি পাশে জঙ্গল থেকে পাকড়াও জীবনকৃষ্ণ সাহা। (Jiban Krishna Saha)
সিবিআই মামলায় জামিনের ১৫ মাসের মাথায় ফের গ্রেফতার। ৬ দিনের ইডি হেফাজত। তৃণমূল বিধায়ক ও তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের প্রমাণ, দাবি ইডির।
৮ জনের থেকে ৪৬ লক্ষ টাকা নিয়ে স্ত্রী-বাবার অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন জীবনকৃষ্ণ। আদালতে দাবি ইডির। জমি বিক্রির টাকা, পাল্টা ধৃতের আইনজীবী। সিরিয়াস অপরাধ, মন্তব্য বিচারকের।
নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে ছয় জায়গায় হানা ইডির। তৃণমূল বিধায়কের বাড়ি, শ্বশুরবাড়ি, পিসি তৃণমূল কাউন্সিলরের বাড়ি, মিডলম্যান প্রসন্নের শ্বশুরবাড়িতে তল্লাশি। (TMC News)
জীবনকৃষ্ণতেই থেমে থাকলে হবে না। কান টানার পর মাথাকেও টানতে হবে, আক্রমণ শুভেন্দুর। ভোট আসতেই বিজেপির ভরসা কেন্দ্রীয় এজেন্সি, পাল্টা কুণাল।
কৃষ্ণনগরে পুলিশ সুপারের অফিসের খুব কাছে দিনেদুপুরে খুন কলেজ ছাত্রী। বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। মা-কে খুনের চেষ্টা, গুলি আটকে যাওয়ায় রক্ষা।
বহরমপুরের পর কৃষ্ণনগর। হামলাকারী নিহতের পরিচিত, পড়তেন একই সকুলে। যোগাযোগ বন্ধের আক্রোশে ঈশিতাকে গুলি করে খুন কাঁচরাপাড়ার দেবরাজের ? উত্তর খুঁজছে পুলিশ।
কৃষ্ণনগরে কলেজ ছাত্রী খুনে একাধিক প্রশ্ন। অল্পবয়সী ছেলের হাতে কীভাবে এল আগ্নেয়াস্ত্র ? কী করে আসছে এত সাহস ? রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন।
ফের হাড়হিম করা ছবি। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে স্কুলে যাওয়ার পথে শিক্ষককে ধারাল অস্ত্রের কোপ যুবকের, আলাদা কব্জি।
এক বছর আগে শিক্ষকের নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে। পকসো মামলায় সাজা। জেল থেকে ছাড়া পেয়েই প্রতিশোধ যুবকের, অনুমান পুলিশের।
বেলঘরিয়ার নন্দননগরে মদ খাওয়ার প্রতিবাদ করায় আঁকার শিক্ষককে লাথি-ঘুসি। পুলিশের জালে মূল অভিযুক্ত, ধৃতের পুলিশ হেফাজত।
পুজো কমিটি হিসেব না দিলে বন্ধ করা হোক অনুদান। পুজো অনুদান মামলার শুনানিতে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। কারা হিসেব দেয়নি, তালিকা তলব।
সিবিআইকে তদন্তভার দিলেই গ্যালারি শো হয়ে যাবে। খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যু মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের। তদন্তভার সিআইডিকেই।
মতুয়াবাড়িতে বিজেপি সাংসদ-বিধায়কের সংঘাত তুঙ্গে। গাইঘাটায় আমাকে সরিয়ে স্ত্রীকে টিকিট দেওয়ার চেষ্টা শান্তনুর, দাবি সুব্রতর। প্রতিক্রিয়া মেলেনি বনগাঁর বিজেপি সাংসদের।
২২ জুলাই তপসিয়ার দারাপাড়ায় শাসক গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজির ভিডিও ভাইরাল। গ্রেফতার যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতি। আতঙ্কে তৃণমূল কাউন্সিলর। ব্যবস্থা নেবে দল, আশ্বাস নেতৃত্বের।
টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা। মুখ্যমন্ত্রীকে চিঠি কলেজ অধ্যক্ষদের। উপাচার্যকে আক্রমণ টিএমসিপির। পরীক্ষা পিছোবে না, জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ। মুম্বই পুলিশের হাতে আটক, হাবড়ায় ফিরতেই মৃত্যু। টেনশনে ছিলেন দাবি পরিবারের। অত্যাচারের প্রতিবাদে শহরে মিছিল মহিলা পুজো কমিটির।
সংবিধান সংশোধনী বিল আলোচনায় জেপিসিতে প্রতিনিধি পাঠাচ্ছে না তৃণমূল, সপা, আম আদমি পার্টি, শিবসেনা। স্বচ্ছতা আনতেই বিল, পালাচ্ছে বিরোধীরা, আক্রমণ অমিত শাহের।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গ্রিন লাইনে মেট্রোর আয় বাড়ল তিনগুণ। চালু অরেঞ্জ ও ইয়েলো লাইনে যাত্রী পরিষেবা। নিউ গড়িয়া থেকে বেলেঘাটায় প্রতিদিন ৩০ জোড়া মেট্রো।
তিনটি রুটে চালু মেট্রো, বাড়ি ফেরার অপেক্ষায় বউবাজারের বাসিন্দারা। ২০২৬-এর সেপ্টেম্বরে পুনর্বাসনের কাজ শেষ। ক্ষতিগ্রস্ত ও কেএমআরসিএলের সঙ্গে ফিরহাদের বৈঠকে সিদ্ধান্ত।
গঙ্গা ভাঙনে পুনর্বাসন, জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি। মালদায় সেচ দফতরে বামেদের বিক্ষোভ ঘিরে ধুনধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
ভগবানগোলায় পদ্মার ভাঙনের গ্রাসে বিএসএফ-এর আউটপোস্ট। নির্মলচরে নদীগর্ভে তলিয়ে গেল সীমান্ত পাহারার আউটপোস্ট।
১৫ অগাস্ট গাড়ির মধ্যে দুই শিশুর মৃত্যুতে অগ্নিগর্ভ পাটনার ইন্দ্রপুরী। তদন্তে গড়িমসির অভিযোগে অবরোধ। একাধিক গাড়ি-বাইকে আগুন। পুলিশের লাঠিচার্জ।
পরিণীতি-রাঘবের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। সন্তানসম্ভবা পরিণীতি। সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন পরিণীতি-রাঘব।
RG Kar Protests: আর জি কর কাণ্ডে আন্দোলনকারী ২ চিকিৎসককে তলব পুলিশের
আর জি কর কাণ্ডে আন্দোলনকারী ২ চিকিৎসককে তলব পুলিশের। চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও মানস গুমটাকে তলব পুলিশের। ২ সেপ্টেম্বর সুবর্ণ গোস্বামীকে বউবাজার থানায় হাজিরার নির্দেশ। মানস গুমটাকে ৩ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ। গতবছর ৮ অক্টোবর মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা মিছিল। পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করায় মামলা। সেই মামলায় ২ চিকিৎসককে তলব পুলিশের। হাজিরা না দিলে নোটিসে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি।
Mamata Banerjee: 'আগে লতেন,মমতাজি দুর্গাপূজা করতে দেন না, এখন এসে বলছেন...', কাকে নিশানা মমতার?
আগে বলতেন, 'মমতাজি দুর্গাপূজা করতে দেন না'। এখন দেখছেন কোনও লাভ হচ্ছে না। তাই এখন এসে বলছেন, 'জয় মা দুর্গা'। বাপরে! কী জোরে বলছেন! আমাদের থেকেও জোরে বলছেন। কারণ ভোট আসছে, ভোট পাখি। ওদের একটাই ধর্ম, মনগড়া হিন্দুধর্ম। রামকৃষ্ণ, বিবেকানন্দ, অম্বেডকর নয়। ওদের নিজেদের তৈরি করা একটা ধর্ম। সেটা সকলের উপর চাপিয়ে দেবে। সেটা হবে না। বাংলায় তার নিজস্বতায় সমৃদ্ধ: মমতা।






















