West Bengal News Live Updates: হাইকোর্টে ধোপে টিকল না তৃণমূলের নথি সংরক্ষণের যুক্তি, তৃণমূলের অভিযোগ খারিজ, ED-র দাবিতেই মান্যতা
WB News Live Updates: সমস্ত জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
আইপ্যাকে তল্লাশিতে কোনও নথিই বাজেয়াপ্ত করেনি ইডি। ধোঁপে টিকল না তৃণমূলের অভিযোগ। মামলার নিষ্পত্তি করে দিল হাইকোর্ট। ইডির দাবিকেই মান্যতা বিচারপতির।
আইপ্যাকে তল্লাশির সময় ফাইল ছিনতাই মুখ্যমন্ত্রীর। যে তথ্য বাজেয়াপ্তই হয়নি, তার কীভাবে সংরক্ষণ? তৃণমূলের নথি সংরক্ষণের দাবি উড়িয়ে পাল্টা সওয়াল ইডির।
কয়লাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ কাল্পনিক নয়। মানহানি মামলার নোটিসের উত্তর না দিয়ে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোর্টে দেখা হবে, পোস্ট বিরোধী দলনেতার।
আইপ্যাককাণ্ডের প্রতিবাদে নবান্নের সামনে ধর্নায় বসতে চায় বিজেপি।
সিঙ্গুরে ফিরবে টাটা। প্রধানমন্ত্রীর সভার আগে সিঙ্গুরে গিয়ে প্রতিশ্রুতি সুকান্তর। কার্ড দিয়ে আমন্ত্রণ করলেন স্থানীয়দের।
তৃণমূল বনাম টাটা, এমন পরিস্থিতি পশ্চিমবঙ্গে হয়নি। বামেদের জমি অধিগ্রহণ নীতিতে ভুল ছিল, প্রতিক্রিয়া দেবাংশুর। ১৫ বছর ক্ষমতায় থেকে কী নীতি শেখালেন? প্রশ্ন শতরূপের।
SIR নিয়ে হয়রানির অভিযোগে এবার বিক্ষোভে সাধারণ মানুষ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর।
সড়ক আটকে SIR-বিক্ষোভ
হয়রানির অভিযোগের মধ্যেই SIR-শুনানিতে এলেন দেব। ডাকা হয়েছে সাংসদের বাবা-মা-বোনকেও। কটাক্ষ সুকান্তর।
যত দিন যাচ্ছে বাড়ছে কাজের চাপ। নোটিস দিতে গেলে মিলছে হুঁশিয়ারি। SIR নিয়ে তরজার মধ্যেই মঙ্গলকোটে গণ ইস্তফার হুঁশিয়ারি BLO-দের। কমিশনকে জানাব, বললেন SDO.
হই হট্টগোলে প্রথম দিন শুনানি স্থগিত, আইপ্যাককাণ্ডে আজ হাইকোর্টে রুদ্ধদ্বার এজলাসে জোড়া মামলার শুনানি। প্রবেশে কড়াকড়ি, হবে লাইভ স্ট্রিমিং।
নিপায় আক্রান্ত সন্দেহে আরও ২ অসুস্থকে আনা হল বেলেঘাট ID-তে। ২ আক্রান্তর নিবিড় সংস্পর্শে থাকা আরও ৫ স্বাস্থ্যকর্মীর পরীক্ষার ফল নেগেটিভ, এইমসে গেল ৪৫ জনের নমুনা।
নিপায় আক্রান্ত ২ নার্স সঙ্কটজনক। দেওয়া হল দাদরা ও নগর হাভেলি থেকে আনা ইঞ্জেকশন। কালীগঞ্জে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সংক্রমণের সন্দেহ। যাচ্ছে স্বাস্থ্য দফতরের টিম।
ফের কলকাতায় আগুন। এবার বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবপত্রের দোকানে আগুন। সহজদাহ্য পদার্থবোঝাই একের পর এক দোকানে আগুনের জেরে ঘিঞ্জি এলাকায় আতঙ্ক।
আজ মকর সংক্রান্তি। গঙ্গাসাগরে ভিড়, চলছে পুণ্যস্নান। জয়দেব-কেঁদুলি মেলার শুরুতেই অজয় নদে স্নানার্থীদের ভিড়। প্রয়াগরাজে আস্থার ডুব লাখো পুণ্যার্থীর।
West Bengal News Live: রোহিঙ্গা, বাংলাদেশিদের নাম বাদের দাবিতে বিজেপির বিক্ষোভ
রোহিঙ্গা, বাংলাদেশিদের নাম বাদের দাবিতে বিজেপির বিক্ষোভ। 'হাড়োয়া-মিনাখাঁয় প্রায় ১২ হাজার রোহিঙ্গা, বাংলাদেশি', অভিযোগ তুলে বিডিও অফিসে ফর্ম-৭ জমা দেওয়ার চেষ্টা বিজেপির। ফর্ম জমা না নেওয়ায় বিডিও অফিসের কর্মীদের সঙ্গে বচসা। 'অবৈধ ভোটারদের প্রশ্রয় দিয়ে নৈরাজ্যের পরিবেশ তৈরির চেষ্টা তৃণমূলের', বিডিও অফিসে ফর্ম-৭ জমা দিতে না পারায় অভিযোগ বিজেপির। 'হাড়োয়াতে নেই কোন রোহিঙ্গা, বিজেপি নেতারাই বাংলাদেশি', বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের।
WB News Live: তৃণমূল বিধায়কের নেতৃত্বে ফরাক্কা বিডিও অফিসে তাণ্ডব!
তৃণমূল বিধায়কের নেতৃত্বে ফরাক্কা বিডিও অফিসে তাণ্ডব! SIR শুনানি চলাকালীন তৃণমূলকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর। তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের নেতৃত্বে তাণ্ডব। AERO-র মুখে ফাইল ছুড়ে মারলেন তৃণমূলকর্মীরা! ফরাক্কার বিডিও অফিসে ঢুকে তাণ্ডব, মাত্র ২ জন আটক!






















