West Bengal News Live Updates: ছাদ দখল করে কোথায় কোথায় রুফ টপ রেস্তোরাঁয়, পুলিশের তালিকা তৈরি
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে। দেখুন জম্মু ও কাশ্মীর এবং পহেলগাঁওয়ের খবরের আপডেটও।

Background
দুলাল খুনে ধৃত TMC নেতার কার্যালয়ে গুঁড়িয়ে দিল বুলডোজার। ধৃত TMC-র বহিষ্কৃত নেতার কার্যালয় গুড়িয়ে দিল রেল। বুলডোজার চলল তৃণমূলের বহিষ্কৃত নেতার ভাইয়ের ক্লাবেও। অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি দখল করা কার্যালয়ে চলল বুলডোজার। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি। এখন জেলেই রয়েছেন তৃণমূলের বহিষ্কৃত নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। রেলের জায়গা দখল করে কার্যালয় তৈরি করেছিলেন নরেন্দ্রনাথ, অভিযোগ রেলের। শনিবার ইংরেজবাজার উচ্ছেদ অভিযান শুরু করে রেল। প্রথমে নরেন্দ্রনাথের ভাইয়ের পরিচালিত ক্লাব ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। তারপর ভাঙা হয় নরেন্দ্রনাথের কার্যালয়। ২ জানুয়ারি: নিজের ওয়ার্ডে গুলিবিদ্ধ হয়ে খুন হন দুলাল সরকার।
কেষ্টপুরের রবীন্দ্র পল্লিতে মন্টেসরি স্কুলে আগুন। স্কুলে ডান্স ক্লাস চলাকালীন আগুন, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় ডান্স ক্লাস। দমকলের ২ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
মেয়ো রোডে রাজ্য কবাডি সংস্থার টেন্টের সামনে মরণফাঁদ। সিইএসসি-র হাইটেনসন তারে আগুন।
WB News Live: রহড়ার পাতুলিয়ায় মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
রহড়ার পাতুলিয়ায় মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। বাড়ির সামনের গাছতলার নীচে উদ্ধার হয় সাগর চৌধুরীর মৃতদের। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
West Bengal News Live: উত্তর দিনাজপুরের ইটাহারে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে যুবকের রক্তাক্ত, বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
উত্তর দিনাজপুরের ইটাহারে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে যুবকের রক্তাক্ত, বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন নিহত যুবক। ভোরবেলা তাঁর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় CBI তদন্তের দাবি করেছে নিহত যুবকের পরিবার।






















