West Bengal News Live Updates: জুলাই মাসেই ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী, ২১ জুলাইয়ের আগে করতে পারেন সভাও
WB News Live Updates: সব জেলার প্রতি মুহুর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
কাটোয়ায় রাজোয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণ, একজনের মৃত্যু, আহত আরও ১। ধ্বংসস্তূপ গোটা বাড়ি। বালি খাদানের দখল নিতেই বোমা বাঁধা হচ্ছিল, সন্দেহ স্থানীয়দের।
কসবাকাণ্ডের পর এবার টিএমসিপি নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক একদা সংগঠনেরই নেত্রী!
কলেজে কীভাবে টিএমসিপি কর্মীকেই নিয়োগ? চাকরি সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করল পুলিশ। কখন আসত, কখন বেরোত মনোজিৎ? নজরে অ্যাটেনডেন্সের রেজিস্টার।
২৫ জুন কীভাবে অত্যাচার? কাকভোরে গার্ড রুম, ইউনিয়ন রুম থেকে শৌচাগারে মনোজিৎদের নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করল পুলিশ। হল থ্রিডি ম্যাপিং।
ফের পুলিশ হেফাজতে নিরাপত্তারক্ষী। গার্ড রুম, ইউনিয়ন রুম, শৌচগার বন্ধ রেখেই খুলছে কসবার ল-কলেজ। সোমবার থেকেই কিনা, দেখবে কর্তৃপক্ষ, জানালেন আইনজীবী।
হাইকোর্টের নির্দেশের একদিন পার, কোথাও কলেজের ইউনিয়ন রুমে তালা,কোথাও এখনও খোলা! আজব সাফাই চাঁচলে। দুর্গাপুরে কিছুই না জানার দাবি।
কসবাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই রানাঘাটের স্কুলে তৃণমূল কাউন্সিলরের তাণ্ডব। প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ। মানতে নারাজ নেতা।
স্কুলে ঢুকে হেনস্থা?
আলিপুরদুয়ারের পর দমদম। দেড় মাসের মাথায় ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। বিহারে যাওয়ার আগে ১৮ জুলাই নতুন রাজ্য সভাপতিকে নিয়ে সভার সম্ভাবনা।
শমীকের সভাপতি নির্বাচনের মঞ্চে মা কালীর সঙ্গে মোদি, শ্যামাপ্রসাদের ছবি। ভাবাবেগের আঘাত দেখছে তৃণমূল। অসুরদের রাজনৈতিক নিধন চাই, পাল্টা সুকান্ত।
বিজেপি কর্মী খুনে চার্জশিটে নাম, কোর্টে গরহাজির পরেশ, স্বপনরা। তদন্তে সহযোগিতা, তাই গ্রেফতারির প্রয়োজন হয়নি, কোর্টের প্রশ্নে সওয়াল সিবিআইয়ের।
কাঁকুড়গাছিকাণ্ডে আদালতের প্রশ্নের মুখে সিবিআই। ৪ বছর পরে সাপ্লিমেন্টারি চার্জশিট, মস্করা করছেন? অভিযুক্তদের কপি দিতে ১ মাস সময় চাওয়ায় তীব্র ভর্ৎসনা।
ভোট পরবর্তী সন্ত্রাস, সিবিআইয়ের মামলায় প্রথম সাজা। মালদার পকসো আদালতে তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড। রাজনৈতিক প্রতিহিংসায় নাবালিকা ধর্ষণের অভিযোগ।
কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি, বিজেপি বিধায়কের ছেলে গ্রেফতার। গাড়িও আটক। পুন্ডিবাড়িতে বিক্ষোভ। ফাঁসাতে পরিকল্পনা দেখছে গেরুয়া শিবির।
খড়গপুরে প্রকাশ্যে রাস্তায় ফেলে মার, মুখে কালি, হামলাকারীরই এফআইআর! পুলিশি তদন্তে অনাস্থা জানিয়ে হাইকোর্টে আক্রান্ত।
কালীগঞ্জ উপনির্বাচনে বোমায় ছিন্নভিন্ন তামান্না। আরও ১জন গ্রেফতার, এখনও অধরা ১৪!
দলের একাংশের হাতে আক্রান্ত, খুনের চক্রান্তের অভিযোগে বিস্ফোরক মন্ত্রী!
তৃণমূলেরই পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে সরব সিদ্দিকুল্লা। নেতার পাশে দাঁড়িয়ে পাল্টা বিধায়ক!
মন্তেশ্বরে হামলা, ৫জন গ্রেফতার। দলে এখনও সিপিএমের বদরক্ত, ডায়ালিসিস করতে হবে, বলছেন খোদ গ্রন্থাগারমন্ত্রী। মুখ্যমন্ত্রীই তো ফোন ধরেননি, পাল্টা কটাক্ষে সিপিএম।
ডিগ্রি বিতর্কে ২ বছর রেজিস্ট্রেশন বাতিল, চ্যালেঞ্জ করে হাইকোর্টে তৃণমূলের সাসপেন্ডেড চিকিৎসক নেতা। আর জি করকাণ্ডে সরব, তারই শাস্তি, বলছেন অধীর।
পুলিশি তলবে থানায় গরহাজির। পাল্টা তৃণমূলকর্মীর বিরুদ্ধেই ব্যারাকপুরে হাসপাতালের কর্মীকেই চড় হামলার অভিযোগ কৌস্তভের। ও তো বিজেপির, পাল্টা পার্থ।
ফের বেলাগাম পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক।
ভোট-সন্ত্রাসের ভয়ে ১০ দিনে ২ কোটি উইথড্রল! দাসপুরের সমবায় ব্যাঙ্কে টাকা তুলতে গ্রাহকদের ভিড়! ধাক্কা সামলাতে লিমিট ২০ হাজারে বাঁধল কর্তৃপক্ষ।
নন্দীগ্রামে ফের সমবায় ভোটে গেরুয়া শিবিরের জয়। কালিচরণপুরের পর শ্রীপুর সমবায় সমিতির ১২টি আসনের ১২টিতেই বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়।
আমহার্স্ট স্ট্রিটের পটলডাঙায় বাড়ির মধ্যে কাকা-ভাইপোর রহস্যমৃত্যু। ঋণের দায়ে বিষ খেয়ে আত্মঘাতী, অনুমান প্রতিবেশীদের। দরজা ভেঙে দেহ উদ্ধার।
জাতীয় সড়কের জন্য জমি দিয়েও পুনর্বাসন না পাওয়ার উদ্বেগে শিলিগুড়িতে আত্মহত্যার অভিযোগ। পাট্টা দেওয়ার প্রক্রিয়া চলছে, দাবি মেয়রের। ষড়যন্ত্রের আশঙ্কা বিজেপির।
West Bengal News Live: কসবা থানার সামনে এসইউসিআই- এর বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কর্মী-সমর্থকদের
কসবা থানার সামনে এসইউসিআই- এর বিক্ষোভ। কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজের ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ। পুলিশের সঙ্গে এসইউসিআই সমর্থকদের ধস্তাধস্তি।
WB News Live: জুলাই মাসেই ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী
জুলাই মাসেই ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। ১৮ জুলাই দমদমে সভা করতে পারেন নরেন্দ্র মোদি। তৃণমূলের ২১ জুলাইয়ের আগে ১৮ জুলাই হতে পারে প্রধানমন্ত্রীর সভা।






















