West Bengal News LIVE Updates: বিধানসভা থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল
West Bengal LIVE News Updates: রাজ্য থেকে জেলা, সব খবরের আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল-সহ ৪ বিজেপি বিধায়ক ৩০ দিনের জন্য সাসপেন্ড। সরস্বতী পুজোয় বাধাদানের অভিযোগে বিজেপির মুলতুবি প্রস্তাবে তুলকালাম। বিজেপি বিধায়কদের টার্গেট করা হচ্ছে। হাউসে না এসেও সাসপেন্ড বিশ্বনাথ কারক। বিরোধী দলনেতা সাসপেনশনে থাকলে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বয়কট করবে বিজেপি, ঘোষণা শুভেন্দুর।
Burdwan News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টা
নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টা। অণ্ডাল থেকে গ্রেফতার ১। পকসো মামলা দায়ের করে পুলিশ। ৪০ দিনের মাথায় দোষী সাব্যস্ত করল নগর দায়রা আদালত। পুলিশের তরফ থেকে গেট প্যাটার্ন মেথড ও রাইট ব্লকার সিস্টেমে তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে জমা দেয়। ২৬ দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ, ৪০ দিনের মাথায় দোষী সাব্যস্ত
West Bengal News LIVE Updates: এবার কৃষ্ণগঞ্জে ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে আক্রান্ত BSF.
এবার কৃষ্ণগঞ্জে ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে আক্রান্ত BSF। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল কৃষ্ণগঞ্জের মথুরাপুরে অভিযান। চালায় সীমান্তরক্ষী বাহিনী। মাথাভাঙা নদীর ধারে সেচ পাম্পের ঘরে ফেন্সিডিল মজুত রয়েছে বলে তারা খবর পায়। কিন্তু BSF পৌঁছতেই তাদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। BSF-এর গাড়িও ভাঙচুর করা হয়। BSF-এর আধিকারিকরা ঘটনাস্থলে যাওয়ায় পালিয়ে যায় দুষ্কৃতীরা। কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে BSF. এর আগে এই কৃষ্ণগঞ্জেই মাটির নীচে বাঙ্কার থেকে উদ্ধার হয় হাজার হাজার ফেন্সিডিলের বোতল।






















