West Bengal News LIVE Updates: রাত পোহালেই শুরু লোকসভা নির্বাচন
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
LIVE
Background
কলকাতা: 'বিজেপি অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করতে গেছে, সেই অধিকার কেউ দেয়নি। বিশেষ সম্প্রদায়ের মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। রামনবমীতে মুর্শিদাবাদে হিংসার ঘটনা পূর্বপরিকল্পিত', সাফ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি বলেন, 'রামনবমীর আগের দিন ডিআইজি-কে সরানো হল বিজেপিকে নাটক করতে দেওয়ার জন্য ? বিজেপির যে বিধায়ক হিংসা ছড়িয়েছে তাকে গ্রেফতার করা হবে না কেন? হাওড়াতেও বিজেপি সকালেই অস্ত্র নিয়ে মিছিল করেছে। অশান্তির পরিকল্পনা করেই গোটা জেলা যিনি চিনতেন সেই ডিআইজি-কে সরানো হয়েছে। বিজেপি-কে জিজ্ঞাসা করুন কোন কাজটা আপনারা করছেন'।
Lok Sabha Election 2024: রাত পোহালেই শুরু লোকসভা নির্বাচন
রাত পোহালেই শুরু লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল, শুক্রবার হবে প্রথম দফার ভোটগ্রহণ। বাংলায় প্রথম দফায় ৩ আসনে ভোট হচ্ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার আসনের জন্য় হবে ভোটগ্রহণ। সব মিলিয়ে ৩৭ জন প্রার্থীর ভাগ্যবিচার করবেন নাগরিকরা।
West Bengal News LIVE Updates: ভাঙড়ে পুলিশের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ
ভাঙড়ে পুলিশের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ। ভাঙড় থানার ১ এসআইয়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ব্যবসায়ীর। সাব ইন্সপেক্টর বিশ্বরাজ রায়চৌধুরীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ব্যবসায়ীর। প্রথমে ১০ লক্ষ টাকা দাবি এসআইয়ের, পরে ৫ লক্ষ টাকায় রফা, দাবি ব্যবসায়ীর। প্রথম কিস্তিতে আড়াই লক্ষ টাকা দেওয়া হয়, অভিযোগ ব্যবসায়ীর। অভিযুক্ত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, পুলিশ সূত্রে খবর। আপাতত ক্লোজ করা হয়েছে অভিযুক্ত এসআইকে, পুলিশ সূত্রে খবর।
WB News LIVE: ভোটের আগেই অশান্ত কোচবিহার, আক্রান্ত ২ তৃণমূলকর্মী
ভোটের আগেই অশান্ত কোচবিহার, আক্রান্ত ২ তৃণমূলকর্মী। গোসানিমারিতে তৃণমূলকর্মীকে হাঁসুয়ার কোপ, অবস্থা সঙ্কটজনক। হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত, আশঙ্কাজনক অবস্থায় তৃণমূলকর্মী। বুথ সভাপতির বাড়ি যাওয়ার সময় তৃণমূলকর্মীদের উপর হামলা। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। 'নিজেদের মধ্যেই গন্ডগোল করে অশান্তি বাঁধাতে চাইছে তৃণমূল', তৃণমূলের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি বিজেপির।
Lok Sabha Election 2024: দিনহাটার পর তুফানগঞ্জ, এবার আক্রান্ত বিজেপি কর্মী
দিনহাটার পর তুফানগঞ্জ, এবার আক্রান্ত বিজেপি কর্মী। কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি কর্মীর উপরে হামলা। প্রতিবাদে তুফানগঞ্জে বিজেপির রাজ্য সড়ক অবরোধ। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে তুফানগঞ্জ।
WB News LIVE: উদয়নকে বুথ এলাকায় আটকানোর নিশীথের আর্জিতে সাড়া দিল না কমিশন
উদয়নকে বুথ এলাকায় আটকানোর নিশীথের আর্জিতে সাড়া দিল না কমিশন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিধানসভা কেন্দ্রের মধ্যেই থাকবেন উদয়ন।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখবে কমিশন, খবর সূত্রের।