Bangladesh News: ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দু হলেই সরকারি চাকরিতেও বাদ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দু হলেই সরকারি চাকরিতেও বাদ! হিন্দু-সহ সংখ্যালঘু বলেই বাংলাদেশে সরকারি চাকরিতে কোপ! ৩ মাসের মধ্যেই বিজ্ঞপ্তি বদল, বেছে বেছে সনাতনীদের বাদ! বাংলাদেশের সিভিল সার্ভিস নিয়ে নতুন বিজ্ঞপ্তি, ১৬৮জন বাদ! ১৫ অক্টোবরের গেজেটে ২ হাজার ৬৪জনের নাম ডিসেম্বরে নতুন করে ইউনূস সরকারের বিজ্ঞপ্তি, ১৬৮জন বাদ! হিন্দু-সহ সংখ্যালঘুদের বেছে বেছে ইউনূস সরকারের কোপ!
আরও খবর...
দিল্লিতে কাজ করা বাংলাদেশিদের চিহ্নিত করতে কোচবিহারের দিনহাটায় দিল্লি পুলিশের দল। নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে দিল্লি পুলিশের দল। কয়েকজন গ্রামবাসীর সঙ্গে দেখা করে তাঁদের পরিচয়পত্র পরীক্ষা করেছে দিল্লি পুলিশের টিম। দিল্লিতে বসবাস করা কয়েকজন এই গ্রামেরই বাসিন্দা কি না, তা যাচাই করতে গ্রামে আসে পুলিশের টিম। এর আগে দিল্লি থেকে ১৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করে সীমান্তের ওপারে পাঠানো হয়।
বছর শেষে বাড়ি ফিরছে জিনত, আজই ওড়িশা রওনা। আলিপুর পশু হাসপাতালে চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ বাঘিনী। আজই ওড়িশার সিমলিপাল রওনা জিনতের। ৯ দিন জঙ্গল সাফারির পর বাঁকুড়ার গোঁসাইডিহিতে ধরা পড়ে বাঘিনী।