West Bengal News LIVE Updates: এনআইএ-বিজেপি যোগসাজসের অভিযোগ, নির্বাচন কমিশনের সামনে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমার
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

Background
কলকাতা: 'পুলিশকে না জানিয়ে মাঝরাতে গিয়ে মহিলাদের উপর অত্যাচার করেছে এনআইএ। ভোটের পর রাজ্যে আমাদের সরকার থাকবে। আমিও তো বলতে পারি, আপনাদের সবাইকে জেলে পাঠাব। কিন্তু আমি একথা বলতে পারি না। আমাদের কর্মীদের গ্রেফতার করলে তাঁদের স্ত্রীরা রাস্তায় নামবেন', বাঁকুড়ার সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের।
WB News Live Updates: রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর কী বললেন অভিষেক?
নির্বাচন কমিশনের সামনে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমার। সেই প্রসঙ্গেই আজ রাজভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর রাজভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে অভিষেক বলেন, 'দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করেছে কমিশন। ডেরেক ও'ব্রায়েনকে চ্যাংদোলা করে নিয়ে গেছে। যাঁরা ধর্নায় বসেছিলেন, তাঁরা তো অস্ত্র নিয়ে যাননি। এনআইএ-র এসপির সঙ্গে বৈঠক করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ভিজিটর্স বুকের রেকর্ড-সহ সব নথি কমিশনকে দেওয়া হয়েছে। তারপরও কেন এনআইএ-র এসপি-র বিরুদ্ধে ব্যবস্থা হবে না? আদালতে সব তথ্যপ্রমাণ জমা দেব। বিজেপির তল্পিবাহকের কাজ করা এনআইএ-র ডিজিকে কেন সরানো হবে না? দিল্লিতে টেনে হিঁচ়ড়ে নিয়ে আমাদের সাংসদের তুলে নিয়ে গেছে, তাঁরা ধর্নায় বসেছেন। হাতে প্রমাণ থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছে না কমিশন? সবাইকে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে সুষ্ঠু নির্বাচন? এজেন্সি গুলিকে পুতুলের মতো নাচাচ্ছে মোদি সরকার। বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেছে নির্বাচন কমিশন। বিজেপি নেতাদের কথায় ২ বার বাংলায় পুলিশের ডিজি বদল। তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও কেন এনআইএ-র ডিজি বদল হবে না? এটাই নির্বাচন কমিশনের প্রকৃত চেহারা।
West Bengal News Live Updates: তৃণমূলের সঙ্গে আঁতাঁতের অভিযোগে তীব্র আক্রমণে শুভেন্দু
তমলুকে বিজেপি ভোট কাটতেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে সিপিএম। তৃণমূলের সঙ্গে আঁতাঁতের অভিযোগে তীব্র আক্রমণে শুভেন্দু। অর্ধেক তৃণমূল, অর্ধেক বিজেপি শুভেন্দু, পাল্টা কটাক্ষ সেলিমের।























