West Bengal News LIVE Updates: তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সাত জেলায়, শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

Background
কলকাতা: দহন জ্বালায় স্বস্তি নেই। আগামী শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায়। তাপপ্রবাহ চলবে কলকাতাতেও। গতকাল ছিল মরশুমের উষ্ণতম দিন। দুপুর আড়াইটেতে কলকাতার তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ৪৪ বছর পর এপ্রিলে এই জায়গায় পৌঁছল পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায়। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে থাকবে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলবে তাপপ্রবাহ। শনিবার কলকাতায় হতে পারে আবহাওয়ায় পরিবর্তন। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়তে পারে আগামী সোম কিংবা মঙ্গলবার থেকে।
WB News LIVE Updates: কলকাতার তাপমাত্রা পৌঁছল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে, ৪৪ বছর পরে এপ্রিলে এই জায়গায় পৌঁছেছে পারদ
কলকাতার তাপমাত্রা পৌঁছল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। খবর আবহাওয়া দফতর সূত্রে। গতকাল দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ৪৪ বছর পরে এপ্রিলে এই জায়গায় পৌঁছেছিল পারদ। আজ তার থেকেও প্রায় ২ ডিগ্রি উঠে তৈরি হল এপ্রিলে তাপমাত্রার গরমের নতুন রেকর্ড
West Bengal News LIVE Updates: ফের অমিত শাহের মুখে সন্দেশখালির প্রসঙ্গ
বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে প্রচারে এসে ফের অমিত শাহের মুখে সন্দেশখালির প্রসঙ্গ। ' সন্দেশখালির মতো ঘটনা পৃথিবীতে কোথাও হয়নি। এর সঙ্গে যারা যুক্ত তাদের সবার জেলে যাওয়া উচিত। এখানে বিজেপির সরকার হলে এদের কেউ রেহাই পাবে না', বর্ধমানের মেমারির জনসভায় হুঙ্কার অমিত শাহের।























