JEE Advanced Exam: জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হবে এই দিনে, কী কী বদল পরীক্ষা পদ্ধতিতে ?
JEE Advanced Exam: গত বছর ২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা আয়োজিত হয়েছিল ২৬ মে তারিখে। এবার প্রায় এক সপ্তাহ আগে আয়োজিত হবে এই পরীক্ষা। মোট ৩ ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে।
JEE Advanced 2025: জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড ২০২৫ পরীক্ষার সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে কানপুর আইআইটি। আগামী বছরের ১৮ মে রবিবার আয়োজিত হতে চলেছে এই পরীক্ষা। মোট দুটি শিফটে হবে এই পরীক্ষা। যে সমস্ত প্রার্থীরা জয়েন্ট এন্ট্রান্সের (JEE Advanced 2025) অফিসিয়াল পোর্টাল থেকে এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, তারা jeedv.ac.in ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন এবং পরীক্ষার সূচি ছাড়াও পরে হল টিকিটও ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকেই।
গত বছর ২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা আয়োজিত হয়েছিল ২৬ মে তারিখে। এবার প্রায় এক সপ্তাহ আগে আয়োজিত হবে এই পরীক্ষা। মোট ৩ ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে।
কী কী পরিবর্তন এসেছে
কিছুদিন আগেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবারের পরীক্ষার নিয়মে কিছু বদল আসবে। এর আগে পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নিয়মে দু'বারের বদলে তিন বার এই পরীক্ষায় বসার ছাড়পত্র পেতেন পরীক্ষার্থীরা। তবে এবার থেকে আর তিনবার সুযোগ পাওয়া যাবে না, পুরনো সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বোর্ড। ফলে তৃতীয়বারের জন্য যারা বসতে চাইছিলেন ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় তাদের জন্য হতাশাজনক খবর। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে ২০১৩ সালের আগে অনুসৃত সমস্ত নিয়মই পুনঃস্থাপিত হচ্ছে। ২০০০ সালের ১ অক্টোবর তারিখের আগে যে সকল প্রার্থীর জন্ম তারা এই পরীক্ষায় বসতে পারবেন না, তবে সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের জন্য অতিরিক্ত ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে।
২ শিফটে আয়োজিত হবে এই পরীক্ষা
আগামী ১৮ মে ২০২৫ তারিখে মোট দুটি শিফটে আয়োজিত হবে এই পরীক্ষা। প্রথম শিফট শুরু হবে সকাল ৯টা থেকে, চলবে বেলা ১২টা পর্যন্ত এবং পরের শিফট আয়োজিত হবে দুপুর আড়াইটে থেকে, চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই এই পরীক্ষার হল টিকিট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নিয়মিত আপডেট পেতে হলে নজর রাখতে হবে ওয়েবসাইটে। শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্স মেনসে উত্তীর্ণ প্রার্থীরাই এই পরীক্ষায় বসতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
আরও পড়ুন: IAS Salary: UPSC পাশ করে IAS হলে কত বেতন পাবেন ? কী কী সুবিধে দেয় সরকার ?
Education Loan Information:
Calculate Education Loan EMI